মেট্রোয় বিড়ি ধরালেন এই ব্যক্তি! পাশে বসে লোকজন, তার পর যা হল ভাবনা-চিন্তার বাইরে

Last Updated:

delhi metro: মেট্রোর সিটে বসে পায়ে পা তুলে বিড়ি ধরালেন এক ব্যক্তি! তার পর...

নয়াদিল্লি: দিল্লি মেট্রোর ভিতরে প্রকাশ্যে বিড়ি ধরালেন এই প্রৌঢ়। প্রকাশ্যে ধূমপান করে যাত্রীদের চমকে দিলেন তিনি। সেই ব্যক্তি হঠাৎ করেই মেট্রোর ভিতরে সিটে বসে ম্যাচস্টিক দিয়ে একটি বিড়ি জ্বালিয়ে ফেলেন। তার পর আয়েশ করে পায়ের উপর পা তুলে ধূমপান শুরু করেন।
মেট্রোর ভিতরে এভাবে ধোঁয়ার রিং উড়িয়ে কেউ হয়তো কোনওদিন কাউকে বিড়ি টানতে দেখেননি! ভিতরের যাত্রীরা এমন কাণ্ড দেখে অবাক হয়ে যান। তাঁকে সঙ্গে সঙ্গে বিড়ি নিভিয়ে ফেলতে বলা হয়।
ঘটনাটি কখন ঘটেছে তা জানা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও বেশ ভাইরাল হচ্ছে। প্রায় ভরা মেট্রোতে যাতায়াত করার সময় ওই ব্যক্তি বিড়ি ধরান।
advertisement
advertisement
আরও পড়ুন- ইঁদুর তো নয়, যেন এক-একটি কুকুরছানা, বিশ্বের এই শহরই এখন আঁতুড়ঘর মূষিককূলের
একরকম গোপনে মেট্রোর ভিতরে পকেট থেকে বিড়ির প্যাকেট বের করেন ওই ব্যক্তি। তার পর একটি ম্যাচস্টিক দিয়ে চলন্ত মেট্রোর সিটে বসে বিড়ি ধরান। এমনকী ম্যাচস্টিক মেট্রোর মেঝেতে ফেলে দেন।
advertisement
এ ঘটনার পর লোকজন তাঁকে বিড়ি নিভিয়ে ফেলতে বললেও তিনি কারও কথা শোনেননি। তবে এর পরের অংশ ভিডিওতে আর দেখা যায়নি। মেট্রোর ভিতরে বিড়ি ও সিগারেট সেবনে নিষেধাজ্ঞা রয়েছে। কেউ মেট্রোয় ধূমপান করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে।
advertisement
মেট্রোর ভেতরে ওই ব্যক্তির বিড়ি ধরানোর ভিডিও কেউ নিজে মোবাইল ক্যামেরায় রেকর্ড করেন। তার পর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। অনেকেই ওই ব্যক্তির এমন কাণ্ড দেখে ঠাট্টা করছেন। কেউ বলছেন, কাকার দুঃসাহস দেখার মতো। কেউ আবার বলেন, একেই বলে সোয়্যাগ!
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মেট্রোয় বিড়ি ধরালেন এই ব্যক্তি! পাশে বসে লোকজন, তার পর যা হল ভাবনা-চিন্তার বাইরে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement