Viral Tea: 'আমরা কি চা খাব না?' এটাই চায়ের দোকানের নাম! ভিড় সামলানো যাচ্ছে না! তুমুল ভাইরাল
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:ANNANYA DEY
Last Updated:
Viral Tea: 'আমরা কি চা খাব না?' দোকানে ভিড় সামলানো মুশকিল হয়ে যাচ্ছে! লকডাউনে ব্যবসা শুরু! এখন তুমুল ভাইরাল
আলিপুরদুয়ার: সাত রকমের চা তৈরি করে কালচিনিবাসীর মন জয় করেছেন দীপঙ্কর সরকার।চায়ের দোকানের নাম “আমরা কি চা খাব না”।কালচিনির হ্যামিল্টনগঞ্জ এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে দোকানটি।দোকানের সাজসজ্জা ছিমছাম। সবুজ নেট দিয়ে চারপাশ ঘেরা।দোকানের নাম সহ অন্যান্য সাজসজ্জায় ব্যবহৃত হয়েছে থার্মকল। সকাল থেকে সন্ধ্যা এই দোকানেই আড্ডা বেশি জমান যুবক,যুবতীরা।
দীপঙ্কর সরকার জানিয়েছেন লকডাউনের পর থেকে চা বানিয়ে তিনি রোজগার করছেন।এই চায়ের দোকানের পাশাপাশি তাঁর ছোট গালা মালের দোকান রয়েছে।লকডাউন তার পেশা বদলে দিয়েছে।লকডাউনের আগে গাড়ির ব্যবসা ছিল তাঁর। কিন্তু অর্থাভাবে গাড়িগুলি বেঁচে দিতে হয় তাঁকে।তারপর থেকে চা তৈরির কাজ শুরু করেন তিনি।
advertisement
advertisement
দীপঙ্কর সরকার জানান, “গালা মালের দোকানের পাশাপাশি চা বানাতাম। ভাল লাগে চা বানাতে।এই পেশায় নিযুক্ত হয়ে যাব ভাবিনি।যারা চা খেতে আসত তারাই বলেছিল আলাদা করে চায়ের দোকান দিতে। এখন দোকানে সাত রকমের চা তৈরি করি।সঙ্গে থাকে নানান রকমের বিস্কুট।”
advertisement
সাত রকমের চায়ের মধ্যে বেশি জনপ্রিয় মালাই কেশর টি,রোজ টি। ১০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত রয়েছে চা।এই দোকানের চা খেতে আলিপুরদুয়ার শহরের মানুষ এসেও ভিড় জমান।সন্ধ্যাবেলায় পা রাখার জায়গা মেলে না এই দোকানে।পরবর্তীতে আরও নানান ধরনের চা তৈরির ইচ্ছে রয়েছে দীপঙ্কর সরকারের।
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
October 30, 2023 7:45 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Tea: 'আমরা কি চা খাব না?' এটাই চায়ের দোকানের নাম! ভিড় সামলানো যাচ্ছে না! তুমুল ভাইরাল