Viral Story: অচেনা শহরে মাঝ রাস্তায় ফোন সুইচ অফ .....তারপর কী ঘটল মহিলার সঙ্গে....রাতের বেঙ্গালুরুর এক চমকে দেওয়া ছবি

Last Updated:

য়স্ক লোকটি কে দেখে তাঁর বেশ ফ্রেন্ডলি লাগছিল৷ তখন তিনি আর একটু সাহস করে লোকটিকে জানান, ফোনের চার্জ শেষের কথা৷

হঠাৎই বন্ধ হয়ে গেল ফোন
হঠাৎই বন্ধ হয়ে গেল ফোন
কত শহরে কত-কত গল্প পড়ে ওঠে, এমনই এক গল্প শুরু হয় বেঙ্গালুরুতে। তিনি তখন শহরে প্রথম রাতে প্রথম বেরিয়েছিলেন। কোনওকিছুই তেমন চেনেন না। তাতেও অসুবিধা তেমন হচ্ছিল না, সঙ্গে ম্যাপের ভরসা ছিল। কিন্তু বেশ কিছু দূর এগোতেই ফোনের চার্জটি শেষ হয়ে যায়। গল্প শুরু হয় তারপর থেকেই।
সেই মহিলা সম্প্রতি Reddit-এ তার সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। অপরিচিত ব্যক্তি। তাকে নিয়েই শুরু হয়েছিল সেই গল্প।
মহিলাটি পোস্টটি শুরু করেছিলেন এই বলে যে, তিনি সবেমাত্র একটি ইন্টার্নশিপের জন্য বেঙ্গালুরুতে গিয়েছিলেন। সেখানেই তিনি এই অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হন। রাস্তার মাঝখানে যখন তার ফোনের চার্জ শেষ হয়ে যায় তখন কীভাবে হারিয়ে যান, আর তারপর কী ঘটনা ঘটে তাই তিনি বিশদে বলতে শুরু করেন।
advertisement
advertisement
“আমি এবং আমার বন্ধু ইন্দিরানগরের ট্রাফলসে ডিনারের জন্য গিয়েছিলাম। ফেরার পথে অ্যাপ থেকে বাইক নিলাম। যাই হোক, আমার রাইড আর কয়েক কিলোমিটার মাত্র বাকি ছিল। তখনই আমার ফোনটি বন্ধ হয়ে যায়। আমার ফোনে একটা সমস্যা ছিল। ব্যাটারি ৩০ থেকে ৪০ শতাংশ হলেই ফোন সুইচ অফ হয়ে যায়,”
এর পর তিনি আরও লেখেন, “রাত 10:30 টার দিকে, রাস্তার মাঝখানে আমার ফোনটি বন্ধ হয়ে যায়, ব্যাস আমি ভয় পেতে শুরু করি। আমি আমার ঠিকানা জানতাম না।” সিগন্যালে মহিলার ঠিক পাশে একজন বয়স্ক ব্যক্তি স্কুটারে ছিলেন। তিনি তাঁকে HSR লেআউটের কোন দিকে জিজ্ঞাসা করলেন।
advertisement
বয়স্ক লোকটিকে দেখে তাঁর বেশ ফ্রেন্ডলি লাগছিল। তখন তিনি আর একটু সাহস করে লোকটিকে জানান, ফোনের চার্জ শেষের কথা। তখনই অবাক হন মহিলাটি।
তিনি চার্জার দিয়ে মহিলার ফোনের চার্জ দেওয়ার চেষ্টা করে ও তাতে ব্যর্থ হন। মহিলাটি জানান “সিগন্যাল সবুজ হয়ে যাওয়ায় আমি রাস্তার পাশে চলে এলাম। সঙ্গে তিনিও। এবার তিনি আমাকে তাঁর অ্যাডাপ্টার দিয়ে বললেন, “এই নাও বেটা আর তোমার ফোনটা কোথাও চার্জ দাও। আমি আগামীকাল তোমার অফিস থেকে এটি নিয়ে নেব”
advertisement
মহিলা তখন কাছের এক ধোসা বিক্রেতার কাছে গিয়ে সাহায্য চাওয়ায়, তিনিও তাঁকে সাহায্য করেন। ফোনটিকে চার্জ দিতে দেন।
তিনি তাঁর পোস্টের শেষের দিকে, মহিলা বারবার লিখছেন, কীভাবে রাতের শহর একজন একলা মেয়েকে সাহায্য করে। তিনি তখন একেবারেই নতুন ছিলেন বেঙ্গালুরু শহরে। তাও তাঁর মনে হচ্ছিল সারা শহর সেই দিন তাঁকে উষ্ণ আলিঙ্গন করেছে। সেই রাতে অপরিচিত ব্যক্তি (কাকা) এবং ধোসা দোকানের মালিককে সেই সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।
advertisement
একজন ব্যবহারকারী লিখেছেন, “আপনার জন্য খুশি। সুযোগ পেলেই আপনিও কাউকে সাহায্য করবেন।”
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Story: অচেনা শহরে মাঝ রাস্তায় ফোন সুইচ অফ .....তারপর কী ঘটল মহিলার সঙ্গে....রাতের বেঙ্গালুরুর এক চমকে দেওয়া ছবি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement