Viral optical illusion: ছবি দেখে বলুন তো এটি আসলে কী? প্রায় সকলেই ভুল বলেছেন! আপনি পারলেই জিনিয়াস
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Viral optical illusion: সম্প্রতি এমনই একটি ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক নজরে দেখে নিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবি।
কলকাতা: Viral optical illusion এর ছবি এখন সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়। এটি আসলে এমন এক ধরনের ছবি যার মধ্যে লুকিয়ে থাকে একাধিক অবয়ব। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই ভাইরাল হয় এমন ধরনের ছবি। এই ছবি দেখে সহজেই বোঝা যায় না, সেটি আসলে কীসের ছবি।
সম্প্রতি এমনই একটি ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক নজরে দেখে নিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবি। ভাল করে দেখে বলুন তো, কোন প্রাণীর অবয়ব লুকিয়ে রয়েছে এই ছবিতে।
advertisement
It’s a donkey, though. pic.twitter.com/a60ccFCQ2G
— J.K. Rowling (@jk_rowling) March 19, 2022
advertisement
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। হ্যারি পটারের স্রষ্টা জে কে রাউলিং ট্যুইটারে শেয়ার করেছেন ভাইরাল হওয়া সেই ছবি। জে কে রাউলিং সেই ছবি শেয়ার করে জানিয়েছেন যে, সেটি হল একটি গাধার ছবি। কিন্তু, অনেকেই তার সঙ্গে সহমত হননি। অনেকে আবার তার সঙ্গে সহমতও হয়েছেন।
advertisement
আরও পড়ুন: ভারতেই আছে এই গ্রাম, সুন্দরী বিদেশি মহিলারা আসেন, গর্ভবতী হয়ে ফিরে যান! কোথায় আছে এই গ্রাম?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবিতে লাইক পড়েছে বহু এবং রিট্যুইট করা হয়েছে বহু বার৷ এর ফলে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে সেই ছবি। ডোনাল্ড ট্রাম্প জুনিয়র কমেন্ট করে জানিয়েছেন যে, সেটি হল একটি গাধার ছবি। ব্রিটিশ কমেডিয়ান এবং লেখক ডেভিড ব্যাডিয়েল কমেন্ট করে জানিয়েছেন যে, সেটি হল একটি গাধার ছবি। যদিও সঞ্চালক জোনাথম রসের ধারণা, সেটি একটি সিলমাছের ছবি৷
advertisement
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবিতে, অনেকেই তাদের মতামত জানিয়েছে। এর মধ্যে কেউ মনে করছে সেটি হল একটি সিলমাছ, কেউ মনে করছে সেটি হল একটি গাধা, আবার কারও মনে হচ্ছে সেটি হল একটি মৎস্যকন্যা। সেই ছবি ঘিরে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 01, 2024 6:09 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral optical illusion: ছবি দেখে বলুন তো এটি আসলে কী? প্রায় সকলেই ভুল বলেছেন! আপনি পারলেই জিনিয়াস