ঠিক যেন লিপস্টিকে রাঙানো ঠোঁট; এই গাছকে দেখামাত্রই চুমু খেতে ইচ্ছা করবে
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
World's Most Kissable Plant: এমন গাছের কথা জানা আছে কি, যাকে দেখলেই চুমু খেতে ইচ্ছে করবে! হ্যাঁ, চমকে ওঠার কিছুই নেই। আসলে এই গাছ যেন ঠোঁটের প্রতিরূপ!
‘বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি’! খেদ করে লিখেছিলেন কবি। কিন্তু এই লাইনের তাৎপর্য আজও অমলিন। অদ্ভুত এই দুনিয়া! কত রকমের প্রাণী, গাছপালা! কাউকে দেখলে মনে হয়, ঈশ্বরের কী অপরূপ সৃষ্টি! আবার কাউকে দেখলে ভয় হয়। নৃশংসতা দেখলে শিউড়ে ওঠে মন।
এই পৃথিবীতে দেখার মতো জিনিস হল উদ্ভিদ। কত রঙ, কত বাহার। কোনওটা শালপ্রাংশু মহাভুজ। কোনওটা আবার এক পায়ে খাড়া। ডালপালা কিছুই নেই, শুধুই পাতা। কাউকে ছুঁলে লজ্জায় নেতিয়ে যায়। আবার কারও পাতায় হাত দিলে জ্বালাপোড়া অনুভূতি হয়। কোনও কোনও উদ্ভিদ আবার নিজেই শিকার করে, রীতিমতো ফাঁদ পেতে। কিন্তু এমন গাছের কথা জানা আছে কি, যাকে দেখলেই চুমু খেতে ইচ্ছে করবে! হ্যাঁ, চমকে ওঠার কিছুই নেই। আসলে এই গাছ যেন ঠোঁটের প্রতিরূপ!
advertisement
advertisement
হুকার প্ল্যান্টের কথাই বলা হচ্ছে। এর বৈজ্ঞানিক নাম ‘সাইকোট্রিয়া ইলাটা’ (Psychotria Elata)। এই উদ্ভিদের বিশেষত্ব হল এর চেহারা। দেখতে অনেকটা ঠোঁটের মতো। একনজরে দেখলে মনে হবে, লাল লিপস্টিকে রাঙানো একটা ঠোঁট জঙ্গলের মধ্যে ফুটে আছে বুঝি। সেলফি তোলার সময় যেরকম ‘পাউট’ করা হয়, অনেকটা সেই রকম।
advertisement
advertisement
পাখিদের প্রিয়:
হুকার প্ল্যান্ট সবচেয়ে বেশি দেখা যায় দক্ষিণ এবং মধ্য আফ্রিকায়। ইতিউতি ফুটে থাকে। লাল রঙের কারণে পাখিদের খুব প্রিয়। কিন্তু দুঃখের কথা হল, ইদানীং এই উদ্ভিদও বিলুপ্তির পথে। অনেক এনজিও হুকার প্ল্যান্ট রক্ষায় এগিয়ে আসছে। কাজ করছে বেশ কিছু বেসরকারি সংস্থাও।
advertisement
মেয়েরা ঈর্ষান্বিত:
সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া ইউজার এই গাছের ছবি পোস্ট করেন। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। সবাই হামলে পড়ে শেয়ার করতে শুরু করেন সেই ছবি। লাইক কমেন্টের বন্যা বয়ে যায়। তবে ঈর্ষান্বিত মেয়েরা। একজন লিখেছেন, ‘আমার এরকম ঠোঁট চাই’। আর একজনের খেদ, ‘এমন ঠোঁট এমনি এমনি হয় না, অস্ত্রোপচার করতে হবে’।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
December 29, 2023 3:33 PM IST