Manifestation 2024: ২০২৪ সালে যা চান, সব পাবেন, শুধু কী করতে হবে, দেখে নিন রাশি মিলিয়ে
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
দেখে নেওয়া যাক এক এক করে রাশি মিলিয়ে ২০২৪ সালে আমাদের কার কোন সাধ পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে আর তার জন্য কী করে উঠতে হবে।
পাশ্চাত্য মতে বিষয়টার এক গালভরা নাম আছে, বলা হয়ে থাকে- ম্যানিফেস্টেশন। আদতে ব্যাপারটা আর কিছুই নয়, স্রেফ ইচ্ছাপূরণ। বলতেই পারেন অনেকে, আমাদের সবারই কত কত ইচ্ছাই না থাকে, সব কি আর পূরণ হয়! ম্যানিফেস্টেশন থিওরি জোর দিয়ে বলছে- আলবাত হয়। তার জন্য বেশ কিছু পন্থাও নির্দেশ করা হয়েছে। যেমন- মনের ইচ্ছের কথা একটা চিরকুটে লিখে ঘুমোনোর সময়ে বালিশের তলায় রাখা, এক মনে বিষয়টা নিয়ে ভাবা, বিশ্বব্রহ্মাণ্ডের কাছে সেই আর্জি জানানো এরকম আর কী!
advertisement
তবে এখানে আমরা সেই সব কিছু সবাইকে করতে বলছি না। আমরা বলছি ২০২৪ সালে কীভাবে মনের ইচ্ছা জনৈক ব্যক্তি মূলত নিজের জোরেই পূরণ করতে পারবেন, সে কথা। এক্ষেত্রে সাহায্য করবে সেই সংশ্লিষ্ট ব্যক্তির রাশি এবং তা অনুযায়ী গড়ে ওঠা গ্রহ-নক্ষত্রের সমাবেশ, সঙ্গে চারিত্রিক বৈশিষ্ট্য। এবার তাহলে দেখে নেওয়া যাক এক এক করে রাশি মিলিয়ে ২০২৪ সালে আমাদের কার কোন সাধ পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে আর তার জন্য কী করে উঠতে হবে।
advertisement
মেষ- বন্ধু, মনের মানুষ খুঁজছেন মেষরা। শুধু তার জন্য প্রয়োজনীয় তাগিদটুকু দেওয়া হচ্ছে না। এটা করলে চলবে না। একটু বেরোতে হবে, লোকজনের সঙ্গে মিশতে হবে। হালকা কথা বলতে হবে একটা-দুটো। তাতেই চারিত্রিক বৈশিষ্ট্যে সবার মন জয় করা যাবে, মিটবে নিঃসঙ্গতা, জীবনে ২০২৪ সালে তৈরি হবে নতুন নতুন সম্পর্ক- ঠিক যেমনটা ইচ্ছা ছিল!
advertisement
advertisement
advertisement
কর্কট- জীবন থেকে সব নেতিবাচকতা যদি ঝেড়ে ফেলতে হয়, তাহলে নতুন বছর সেই সুযোগ নিয়ে আসছে কর্কটদের জন্য। কাঁধ থেকে সব ভার নামিয়ে এবার হালকা হওয়ার সময় আসছে, হয়ে ওঠা যাবে সবার প্রিয়। শুধু বিশ্বব্রহ্মাণ্ডের কাছে নিজের ইচ্ছা স্পষ্ট করে জানিয়ে একটা চিঠি লিখতে হবে। বাকিটা যেন ম্যাজিক, শুধু অবাক হওয়ার পালা!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মীন- বৃহস্পতির কৃপায় জীবন ব্যক্তিগত দিক থেকে সমৃদ্ধ হতে চলেছে নতুন বছরে। অর্থাৎ পারিবারিক সময় ভাল কাটবে, নতুন গৃহ নির্মাণের সম্ভাবনাও রয়েছে। ম্যানিফেস্টেশন থিওরি বলছে, যা চাই, সেটাই নিয়মিত স্পষ্ট করে কল্পনা করতে হবে, প্রতিটি বিশদ তথ্য নিয়ে অনেকটা সিনেমা দেখার মতো, বিশ্বব্রহ্মাণ্ড ইচ্ছা অবশ্যই পূরণ করবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)