কুকুরের তাড়া খেয়ে মুখে-হাতে প্রবল চোট, হাসপাতালে জীবন-মরণ লড়াই চলছে যুবতীর!

Last Updated:

যুবতীর নাম মুন্নি, মুখে ও হাতে গুরুতর ভাবে আঘাত পেয়েছেন তিনি। লখনউতে কিছু দিন আগে এমনই ঘটনার কথা শোনা গিয়েছিল। (Viral News)

কুকুরের তাড়া খেয়ে হাসপাতালে
কুকুরের তাড়া খেয়ে হাসপাতালে
#গুরুগ্রাম: হিংস্র কুকুরের তাড়া খেয়ে হাসপাতালে ভর্তি ৩০-এর যুবতী। ভয়াবহ ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার গুরুগ্রামের সিভিল লাইন এলাকায়। যুবতীর আত্মীয় কুকুরের মালিকের বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন। যুবতীর নাম মুন্নি, মুখে ও হাতে গুরুতর ভাবে আঘাত পেয়েছেন তিনি। লখনউতে কিছু দিন আগে এমনই ঘটনার কথা শোনা গিয়েছিল।
৮২ বছরের এক বৃদ্ধাকে তাঁরই পোষ্য কুকুর পিট বুল প্রজাতির সেই হিংস্র কুকুরটি মেরে ফেলেছিল বলে জানা যায়। পুলিশ সূত্রে খবর, গুরুগ্রামের ঘটনায় বৃহস্পতিবার মুন্নি নিজের বাড়ির সামনে হাঁটাহাটি করছিলেন। তখনই পিট বুল প্রজাতির ওই কুকুরটি তাড়া করে মুন্নিকে। কুকুরের মালিকের নাম বিনীত চিকারা কুকুরটিকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন।
আরও পড়ুন: কিডনির সমস্যায় আক্রান্ত ১১ বছরের পঙ্কজ, সাহায্যের আর্জি 'একলা' মায়ের!
পুলিশের কাছে মুন্নি জানিয়েছেন, ইচ্ছে করেই বিনীত চিকারা কুকুরের গলার চেনটি হাত থেকে ছেড়ে দেন। এর পরই কুকুরটি মুন্নির উপর ঝাঁপিয়ে পড়ে এবং কামড়ে দেয়। স্থানীয়রা তখনই মুন্নিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে খবর, এলাকার পরিচিত পরিচারিকা মুখ মুন্নি এই মুহূর্তে জীবন-মরণ লড়াই চালাচ্ছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: তড়িঘড়ি এল খাট, মধ্যরাতে নিজামে ঢুকতেই অনুব্রতকে ঘিরে একের পর এক চমক! 'যত্ন' করছে সিবিআই
সহকারী পুলিশ কমিশনার প্রীত পটেল সিং সাংওয়ান জানিয়েছেন, এই গোটা ঘটনার উপর তদন্ত শুরু হয়েছে। লখনউতেও ওই বৃদ্ধাকে পিট বুল প্রজাতির কুকুরের তাড়া খেয়েই প্রাণ হারাতে হয়েছিল। মাঝারি চেহারার ছোট লোম-যুক্ত এই পিট বুল কুকুরগুলি খুবই হিংস্র প্রজাতির হয়।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
কুকুরের তাড়া খেয়ে মুখে-হাতে প্রবল চোট, হাসপাতালে জীবন-মরণ লড়াই চলছে যুবতীর!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement