Viral News: রাত হলেই রমরমিয়ে চলত, একাধিক পুলিশের সঙ্গেই...! সুন্দরী মহিলা সামনে আসতেই ঘামতে শুরু করলেন অফিসাররা, কে 'ইনি'?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Viral News: ২৫ বছর বয়সী যেভাবে পুলিশদের টার্গেট করছিল এবং প্রতারণা করছিল, এই ঘটনা সামনে আসতেই হতবাক হয়ে গেছে পুলিশ অফিসাররা৷
নয়া দিল্লি: তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদের ২৫ বছর বয়সী এক মহিলা বারবার পুলিশ সদস্যদের প্রেমে পড়তে থাকেন। সে ফোনে তাঁর সঙ্গে মিষ্টি করে কথা বলত। তার সৌন্দর্য দেখে পুলিশ সদস্যরাও তার প্রতি আকৃষ্ট হত। পরে, ফোন কল এবং বার্তা শুরু হত। এই মেয়েটি ফোনে তাঁর সাথে মিষ্টি করে কথা বলত। এই মহিলার উদ্দেশ্য ভাল নয়। একের পর এক অনেক পুলিশ এই মহিলার ফাঁদে পা দিয়েছে। সে অনেক পুলিশ সদস্যকে ব্ল্যাকমেইল করে প্রতারণা করেছে।
পুলিশ জানান, সেকেন্দ্রাবাদ রেলস্টেশনের কাছে একজন কনস্টেবল দাঁড়িয়ে ছিলেন। এই সুন্দরী মহিলাটি জানালেন যে তার মোবাইল হারিয়ে গেছে এবং তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে চান। মহিলাটি কনস্টেবলের ফোন নিলেন এবং তার ফোনে একটি মিসড কল দিলেন। তারপর বলেন যে বাড়িতে কেউ ফোন ধরছে না৷ তারপরই ঘটনাস্থল ছেড়ে চলে যান। সেই রাতে মহিলাটি কনস্টেবলকে মেসেজ করে হাই বলে। তারপর থেকেই দু’জনের মধ্যে কথোপকথন শুরু হয়। তিন দিন পর মহিলাটি তাকে ফোন করে বলল যে সে হায়দ্রাবাদ আসছে। মহিলাটি প্রথমে মজার কথাবার্তা বলেন এবং তারপর কনস্টেবলের কাছে টাকা দাবি করেন। কনস্টেবল টাকা না দেওয়ায়, তিনি কাছের থানায় গিয়ে অভিযোগ করেন যে কনস্টেবল তাকে হয়রানি করছে।
advertisement
advertisement
এই ঘটনায় হতবাক হয়ে কনস্টেবল তাকে ৪০,০০০ টাকা দিয়ে দেয়। কয়েকদিন পর, একই মহিলা একই এলাকার একজন হোমগার্ডের ফোন নম্বর নিয়ে সেখান থেকে চলে যান। পরের দিন মহিলাটি ফোন করে তাকে বলে যে সে তার সাথে দেখা করবে এবং মিষ্টি কথা বলার পর হোমগার্ডকে হুমকি দেয়। যখন হোমগার্ড আসেনি, তখন সে একই থানায় অভিযোগ দায়ের করতে যায়। পুলিশ এই মহিলাকে চিনতে পেরেছিল এবং তাকে তিরস্কার করেছিল। তারপর সে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কাছে যাবে বলে বলে হুমকি পর্যন্ত দেয়।
advertisement
দিনের পর দিন সে হোমগার্ড এবং কনস্টেবলদের টার্গেট করছিল এবং একের পর এক ফাঁদ পেতে তাদের প্রতারণা করছিল। পুলিশ যখন ওই মহিলার সম্পর্কে তদন্ত শুরু করে, তখন কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। ২৫ বছর বয়সী যেভাব পুলিশদের টার্গেট করছিল এবং প্রতারণা করছিল, এই ঘটনা সামনে আসতেই অবাক হয়ে গেছেন অফিসাররা৷
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 08, 2025 7:13 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: রাত হলেই রমরমিয়ে চলত, একাধিক পুলিশের সঙ্গেই...! সুন্দরী মহিলা সামনে আসতেই ঘামতে শুরু করলেন অফিসাররা, কে 'ইনি'?