শাহজাহানপুরে এ কী বাঁদরামি! নিস্তার পেতে বেবুন পুষছেন বাসিন্দারা
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Monkey Menace in Shahjahanpur: গত কয়েক বছরে ক্রমাগত বেড়ে চলা বুনো বাঁদরের বাঁদরামি থেকে নিস্তার পেতেই এই অস্ত্র বেছে নিয়েছেন উত্তরপ্রদেশের বাসিন্দারা।
শাহজাহানপুর: গ্রামে গ্রামে চলছে পশুপালন। না, গরু, মোষ বা ছাগল নয়। বরং বেবুন পুষছেন রাইখেড়া গ্রামের বাসিন্দারা। গত প্রায় বছরখানেক ধরে এই গ্রামের সব বাড়িতেই কিনে আনা হয়েছে বেবুন। চলছে তাদের যত্ন-আত্তি। কারণ আর কিছুই নয়, কাঁটা দিয়ে কাঁটা তোলা। গত কয়েক বছরে ক্রমাগত বেড়ে চলা বুনো বাঁদরের বাঁদরামি থেকে নিস্তার পেতেই এই অস্ত্র বেছে নিয়েছেন উত্তরপ্রদেশের বাসিন্দারা।
ঘরে ঘরে পালিত বেবুনের ভয়ে চম্পট দিচ্ছে হানাদার বাঁদরের দল, ফলে খানিকটা হলেও স্বস্তির শ্বাস ফেলেছেন বাসিন্দারা। এমন অদ্ভুত ঘটনা নিয়ে শোরগোল পড়েছে এলাকায়। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে এই ঘটনা, মুখে মুখে ফিরছে রাইখেড়া গ্রামের নাম।
advertisement
advertisement
উত্তরপ্রদেশেরে শাহজাহানপুর শহর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে রাইখেড়া গ্রাম। গত কয়েক মাসে বুনো বাঁদরের তাণ্ডব বেড়ে গিয়েছিল সেখানে। তারা দল বেঁধে এসে উৎপাত করত খেতে, গৃহস্থ বাড়িতে। মানুষকে আঁচড়ে-কামড়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে একাধিক বার।
তবে শুধু রাইখেড়া নয়। উত্তর প্রদেশের অনেক জেলায়ই বাঁদরের উপদ্রবে মানুষ অতিষ্ঠ। এমনকী খোদ শাহজাহানপুর শহরেও বেড়ে চলেছে বাঁদরামি। একদিকে জঙ্গল সাফ করে রাস্তা ও নগরায়ন, অন্য দিকে বাঁদরের সংখ্যা বৃদ্ধিই এর কারণ বলে মনে করছেন অনেকে।
advertisement
বন দফতরের তরফ থেকে অবশ্য বারবার কোনও পশুর উপর হামলা চালাতে নিষেধ করা হয় গ্রামবাসীকে। তাই বাধ্য হয়েই এক অভিনব পন্থা বেছে নিয়েছেন তাঁরা। গ্রামে বুনো বাঁদরের হামলা ঠেকাতে তাঁরা বেবুন কিনতে শুরু করেছেন।
advertisement
আর বেবুন দেখেই বেশ খানিকটা পিছু হঠেছে বাঁদরের দল। গ্রামবাসীদের দাবি, প্রায়ই গ্রামে হানা দিচ্ছিল ২৫০টি বাঁদরের দল। খেতের ফসল নষ্ট করেছে তারা নির্বিচারে। সারাদিন দাপিয়ে বেড়িয়েছে গ্রামে, বসতবাড়িতে ভাঙচুর, জামাকাপড় ছিঁড়ে দেওয়া থেকে শুরু করে রান্না করা খাবারও লুটে নিয়ে যাচ্ছিল তারা। একাধিক শিশু বাঁদর দলের আক্রমণের শিকার হয়েছে। আঁচড়ে-কামড়ে অস্থির এলাকার বাসিন্দারা। তার পরেই তাঁরা বাড়িতে বেবুন পোষার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 10, 2023 8:02 PM IST