তিন হাজার বছর পরে এ কী অবস্থা হবে পৃথিবীর…. ‘প্রমাণ’ দেখিয়ে সকলকে সাবধান করছেন টাইম ট্রাভেলার
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Time Traveller: টাইম ট্রাভেলারের দাবি, বিশ্ব উষ্ণায়নের জেরে বরফের স্তর যখন গলতে শুরু করবে, তখন মানুষকে জলের তলাতেই বসবাস করতে হবে।
ভবিষ্যতে কী ঘটতে চলেছে, সেটা জানার ইচ্ছা কমবেশি সকলের মধ্যেই থাকে। আর ভবিষ্যতের কথা জানার জন্যই তাঁরা ছুটে যান জ্যোতিষীদের কাছে। এমনকী অনেক সময় আসন্ন সমস্যার সমাধান করা হয় জ্যোতিষীদের বিধানের মাধ্যমে। আবার কেউ কেউ ট্যারো কার্ডের মাধ্যমে আগামীর কথা জানতে পারেন। ঠিক একই রকম ভাবে আজকাল টাইম ট্রাভেলারদের খুবই রমরমা। এই ধরনের টাইম ট্রাভেলারদের দাবি, কয়েকশো বছর পরে কী ঘটতে চলেছে, সেটা তাঁরা দেখে এসেছেন। এমনকী কিছু টাইম ট্রাভেলার তো আবার নিজেদের বক্তব্যের সমর্থনে প্রমাণও পেশ করেন। বেশ কিছু দিন ধরে এহেন এক টাইম ট্রাভেলারের কথা ছড়িয়ে পড়েছে। ৩০০০ বছর পরে পৃথিবী কেমন থাকবে, সেই সম্পর্কে দাবিও করতে থাকেন তিনি।
সংবাদসংস্থা Mirror-এর এক প্রতিবেদনে বলা হয়েছে যে, স্বঘোষিত ওই টাইম ট্রাভেলারের নাম এডওয়ার্ড। তাঁর দাবি, ৩০০০ বছর পরের পৃথিবী কেমন হবে, সেটাই দেখে এসেছেন তিনি। তাঁর বক্তব্য, এখন তো ২০২৩ সাল। ৫০০০ সালে পৃথিবী কেমন হবে, সেটাই তুলে ধরেছেন এডওয়ার্ড। এমনকী ফোটোগ্রাফিক কিছু প্রমাণও পেশ করেছেন তিনি। একটি ছবি হাতে নিয়ে এডওয়ার্ডকে দেখা গিয়েছে। ওই ছবিতে দেখা যাচ্ছে, একটি শহর জলে ডুবে রয়েছে। স্বঘোষিত ওই টাইম ট্রাভেলারের দাবি, ছবিতে জলে নিমজ্জিত যে শহর দেখা যাচ্ছে, সেটি আসলে আমেরিকার লস অ্যাঞ্জেলস। যা ৩০০০ বছর পরে এমন জলে ডুবে যাবে ওই শহর। শুধু তা-ই নয়, আরও কিছু শহরেরও একই অবস্থা হবে।
advertisement
advertisement
যদিও নিজের আসল পরিচয় প্রকাশ্যে আনেননি এডওয়ার্ড। নিজের মুখ ব্লার করে রেখেছিলেন। গোপন এক অপারেশনে থাকাকালীন ল্যাবরেটরিতে কাজ করছিলেন তিনি। এডওয়ার্ডের দাবি, ভবিষ্যৎ দেখে ফেরার সময় নমুনা সংগ্রহ করে এনেছিলেন তিনি। যে ছবিটি তিনি প্রমাণ হিসেবে প্রকাশ করেছেন সেটি সম্ভবত আর্মেনিয়ার একটি পার্কে তোলা হয়েছে। এডওয়ার্ড বলেন, “আমি একটা বিশাল কাঠের পাটাতনে দাঁড়িয়েছিলাম। সমস্ত বাড়ি বিল্ডিং সবই কাঠের তৈরি। কিন্তু গোটা শহরই চলে গিয়েছে জলের তলায়। শুধু এই শহর নয়, পৃথিবীর আরও অনেক শহর একই ভাবে জলের তলায় চলে যাবে।” ওই টাইম ট্রাভেলারের দাবি, বিশ্ব উষ্ণায়নের জেরে বরফের স্তর যখন গলতে শুরু করবে, তখন মানুষকে জলের তলাতেই বসবাস করতে হবে।
advertisement
এডওয়ার্ডের আগেও অবশ্য নোয়া নামে এক ব্যক্তি অদ্ভুত ভবিষ্যদ্বাণী করেছিলেন। তাঁর দাবি ছিল, তিনি ২০৩০ সাল দেখে ফিরেছেন। ওই সময়ের মধ্যে বিশ্বের অনেক কিছুই বদলে যাবে। ওই বছর মার্টিন লুথার কিং জুনিয়রের একমাত্র নাতনি ইয়োলান্ডা রেনে কিং হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। যদিও আইন অনুযায়ী, তিনি সেটা হতে পারবেন না। কারণ ওই সময় তাঁর বয়স হবে মাত্র ২১ বছর। আমেরিকার আইন অনুযায়ী, ৩৫ বছর না হলে প্রেসিডেন্ট পদ পাওয়া যায় না। কিন্তু এ প্রসঙ্গেও নোয়ার দাবি, ২০৩০-এর আগেই এই সংক্রান্ত বিষয়ে নয়া আইন পাশ হবে। যার ফলে যে কোনও বয়সের মানুষ আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
December 07, 2023 3:30 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
তিন হাজার বছর পরে এ কী অবস্থা হবে পৃথিবীর…. ‘প্রমাণ’ দেখিয়ে সকলকে সাবধান করছেন টাইম ট্রাভেলার