Shani Gochar 2024: ২০২৪-এ শনিদেবের দৃষ্টি ! গ্রহরাজকে তুষ্ট রেখে ভাগ্য ফেরাতে করুন রাশি মেনে প্রতিকার

Last Updated:
গোটা বছরটা শনিদেব অবস্থান করবেন তাঁর নিজের রাশি কুম্ভে। কিন্তু সারা বছর ধরেই তাঁর অবস্থানে কিছু না কিছু পরিবর্তন হবে। যার প্রভাব পড়বে দ্বাদশ রাশিচক্রের উপর।
1/13
আর কয়েকটা দিনের অপেক্ষা। আসছে নতুন বছর ২০২৪। এই গোটা বছরটা শনিদেব অবস্থান করবেন তাঁর নিজের রাশি কুম্ভে। কিন্তু সারা বছর ধরেই তাঁর অবস্থানে কিছু না কিছু পরিবর্তন হবে। যার প্রভাব পড়বে দ্বাদশ রাশিচক্রের উপর। আগামী ২৯ জুন শনিদেব কুম্ভ রাশিতে বক্রী হবেন। তারপর ১৯ নভেম্বর তিনি মার্গী হবেন। গোটা বছরটাই শনি থাকবেন পূর্ব ভাদ্রপদ ও শতভিষা নক্ষত্রে। কোন রাশির উপর কেমন প্রভাব পড়বে দেখে নেওয়া যাক—
আর কয়েকটা দিনের অপেক্ষা। আসছে নতুন বছর ২০২৪। এই গোটা বছরটা শনিদেব অবস্থান করবেন তাঁর নিজের রাশি কুম্ভে। কিন্তু সারা বছর ধরেই তাঁর অবস্থানে কিছু না কিছু পরিবর্তন হবে। যার প্রভাব পড়বে দ্বাদশ রাশিচক্রের উপর। আগামী ২৯ জুন শনিদেব কুম্ভ রাশিতে বক্রী হবেন। তারপর ১৯ নভেম্বর তিনি মার্গী হবেন। গোটা বছরটাই শনি থাকবেন পূর্ব ভাদ্রপদ ও শতভিষা নক্ষত্রে। কোন রাশির উপর কেমন প্রভাব পড়বে দেখে নেওয়া যাক—
advertisement
2/13
মেষ: ব্যবসায় প্রচুর লাভ হতে চলেছে ২০২৪ সালে। চাকরিজীবীদেরও আয় বাড়বে। সন্তানের উন্নতি নিয়ে চিন্তা থাকতে পারে।প্রতিকার- শনিবার কালো তিল দান করুন।
মেষ: ব্যবসায় প্রচুর লাভ হতে চলেছে ২০২৪ সালে। চাকরিজীবীদেরও আয় বাড়বে। সন্তানের উন্নতি নিয়ে চিন্তা থাকতে পারে।প্রতিকার- শনিবার কালো তিল দান করুন।
advertisement
3/13
বৃষ: জীবনে অনেক বড় সুযোগ আসতে চলেছে। ভাল অর্থ সঞ্চয় হবে। তবে সততার সঙ্গে কাজ করতে হবে। জুন থেকে নভেম্বর পর্যন্ত যেকোনও সিদ্ধান্ত, বিশেষত কেরিয়ার সংক্রান্ত, নেওয়া ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। প্রতিকার- শনিবার অভাবী মানুষকে বস্ত্রদান করুন।
বৃষ: জীবনে অনেক বড় সুযোগ আসতে চলেছে। ভাল অর্থ সঞ্চয় হবে। তবে সততার সঙ্গে কাজ করতে হবে। জুন থেকে নভেম্বর পর্যন্ত যেকোনও সিদ্ধান্ত, বিশেষত কেরিয়ার সংক্রান্ত, নেওয়া ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। প্রতিকার- শনিবার অভাবী মানুষকে বস্ত্রদান করুন।
advertisement
4/13
মিথুন: আশানুরূপ ফল নাও মিলতে পারে। দীর্ঘ ভ্রমণে ক্লান্তি আসতে পারে, ব্যয় বাড়বে। অসুস্থতায় খরচ হতে পারে। ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে পদোন্নতি হতে পারে।প্রতিকার- শনিবার মাছকে আটার গুলি খাওয়ান।
মিথুন: আশানুরূপ ফল নাও মিলতে পারে। দীর্ঘ ভ্রমণে ক্লান্তি আসতে পারে, ব্যয় বাড়বে। অসুস্থতায় খরচ হতে পারে। ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে পদোন্নতি হতে পারে।প্রতিকার- শনিবার মাছকে আটার গুলি খাওয়ান।
advertisement
5/13
কর্কট: স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। কেরিয়ারে চাপ বাড়তে পারে। মে মাসের পর সময় ভাল হবে। কঠোর পরিশ্রমের ফল মিলবে। প্রতিকার- শনিবার প্রবহমান জলস্রোতে কালো তিল ভাসান।
কর্কট: স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। কেরিয়ারে চাপ বাড়তে পারে। মে মাসের পর সময় ভাল হবে। কঠোর পরিশ্রমের ফল মিলবে। প্রতিকার- শনিবার প্রবহমান জলস্রোতে কালো তিল ভাসান।
advertisement
6/13
সিংহ: বাধা আসতে পারে। আলস্য ঘিরে ধরতে পারে। মে মাসের পর শুভ কাজে অর্থব্যয়। পরিশ্রমের ফল মিলবে। প্রতিকার- শনিবার কালো ছোলা খান।
সিংহ: বাধা আসতে পারে। আলস্য ঘিরে ধরতে পারে। মে মাসের পর শুভ কাজে অর্থব্যয়। পরিশ্রমের ফল মিলবে। প্রতিকার- শনিবার কালো ছোলা খান।
advertisement
7/13
কন্যা: কর্মজীবনে সাফল্য আসবে। ব্যবসা ও চাকরিতে পরিবর্তন। ফেব্রুয়ারি-মার্চ মাসে পেশাগত সমস্যা বাড়তে পারে। প্রতিকার- শনিবার শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান।
কন্যা: কর্মজীবনে সাফল্য আসবে। ব্যবসা ও চাকরিতে পরিবর্তন। ফেব্রুয়ারি-মার্চ মাসে পেশাগত সমস্যা বাড়তে পারে। প্রতিকার- শনিবার শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান।
advertisement
8/13
তুলা: কর্মস্থল পরিবর্তনে সাফল্য আসবে। মে মাসের পরে পৈতৃক সম্পত্তির সুবিধা পাওয়া যাবে। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলতে হবে। প্রতিকার- শনিবার হনুমান মন্দিরে যান।
তুলা: কর্মস্থল পরিবর্তনে সাফল্য আসবে। মে মাসের পরে পৈতৃক সম্পত্তির সুবিধা পাওয়া যাবে। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলতে হবে। প্রতিকার- শনিবার হনুমান মন্দিরে যান।
advertisement
9/13
বৃশ্চিক: স্বাস্থ্য সমস্যা, কাজে বাধা আসতে পারে। মে মাসের পর আর্থিক উন্নতি। জুন থেকে নভেম্বর সময় অনুকূল। স্বাস্থ্যের যত্ন প্রয়োজন। প্রতিকার- শনিবার সর্ষের তেল দান করুন।
বৃশ্চিক: স্বাস্থ্য সমস্যা, কাজে বাধা আসতে পারে। মে মাসের পর আর্থিক উন্নতি। জুন থেকে নভেম্বর সময় অনুকূল। স্বাস্থ্যের যত্ন প্রয়োজন। প্রতিকার- শনিবার সর্ষের তেল দান করুন।
advertisement
10/13
ধনু: কর্মজীবনে শুভ প্রভাব। মে মাসের পর সময় প্রতিকূল। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। জুন থেকে নভেম্বর সতর্ক থাকতে হবে। প্রতিকার- শনিবার অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান।
ধনু: কর্মজীবনে শুভ প্রভাব। মে মাসের পর সময় প্রতিকূল। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। জুন থেকে নভেম্বর সতর্ক থাকতে হবে। প্রতিকার- শনিবার অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান।
advertisement
11/13
মকর: আর্থিক সমস্যা হতে পারে। বিনিয়োগের আগে ভাবনাচিন্তা করে নিতে হবে। পরিবারে অপ্রয়োজনীয় সমস্যা হতে পারে। ফেব্রুয়ারি, মার্চে নতুন কাজ করার প্রয়োজন নেই। প্রতিকার- শনিবার হনুমান মন্দিরে বোঁদের লাড্ডু নিবেদন করুন।
মকর: আর্থিক সমস্যা হতে পারে। বিনিয়োগের আগে ভাবনাচিন্তা করে নিতে হবে। পরিবারে অপ্রয়োজনীয় সমস্যা হতে পারে। ফেব্রুয়ারি, মার্চে নতুন কাজ করার প্রয়োজন নেই। প্রতিকার- শনিবার হনুমান মন্দিরে বোঁদের লাড্ডু নিবেদন করুন।
advertisement
12/13
কুম্ভ: আলস্য ও আত্মবিশ্বাসহীনতা ঘিরে ধরতে পারে। স্বাস্থ্য সমস্যা হতে পারে। মে মাসের পর অবস্থার পরিবর্তন হবে। জুন থেকে নভেম্বর কাঙ্ক্ষিত ফল মিলবে। প্রতিকার- শমী বৃক্ষের নিচে তিল তেলের প্রদীপ জ্বালান।
কুম্ভ: আলস্য ও আত্মবিশ্বাসহীনতা ঘিরে ধরতে পারে। স্বাস্থ্য সমস্যা হতে পারে। মে মাসের পর অবস্থার পরিবর্তন হবে। জুন থেকে নভেম্বর কাঙ্ক্ষিত ফল মিলবে। প্রতিকার- শমী বৃক্ষের নিচে তিল তেলের প্রদীপ জ্বালান।
advertisement
13/13
মীন: অর্থ ও স্বাস্থ্য সমস্যা হতে পারে। ঘুমের সমস্যা হতে পারে। জুন থেকে নভেম্বর খরচ বাড়বে। চিন্তা বাড়বে। প্রতিকার- শনিবার শনিচালিসা পাঠ করুন। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
মীন: অর্থ ও স্বাস্থ্য সমস্যা হতে পারে। ঘুমের সমস্যা হতে পারে। জুন থেকে নভেম্বর খরচ বাড়বে। চিন্তা বাড়বে। প্রতিকার- শনিবার শনিচালিসা পাঠ করুন। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
advertisement
advertisement
advertisement