Man Flirt With 85 Girls: এক দুই নয় একসঙ্গে ৮৫ জন মেয়ের সঙ্গে ফ্লার্ট করছে বয়ফ্রেন্ড! জানতে পেরে প্রেমিকা করলেন বেনজির এই কাজ

Last Updated:

Man Flirt With 85 Girls|Man Flirt With 85 Girls In Us|US Man Flirt With 85 Girls|Dating App|Girlfriend Revealed Boyfriend Cheat: বয়ফ্রেন্ড একসঙ্গে ৮৫ জন মেয়ের সঙ্গে ফ্লার্ট করছে দেখে যা করলেন গার্লফ্রেন্ড

প্রতীকী ছবি {
প্রতীকী ছবি {
#ওয়াশিংটন: বিভিন্ন ধরনের মানুষের বসবাস আমাদেরই চারিপাশে কাউকে চেনা যায়না কাউকে জানা যায়না ৷ তবে এমন মানুষ আছেন যাঁদের মধ্যে একাধিক বৈশিষ্ট্য রয়েছে ৷ তবে এমন একটি ঘটনা ঘটেছে যে ঘটনা রীতিমত তোলপাড় ফেলে দিয়েছে ৷ সুদূর আমেরিকার এক ব্যক্তির এমনই কাজ করেছেন যিনি একসঙ্গে এক নয় দুই নয় ৮৫ জন মহিলার সঙ্গে ফ্লার্ট করেন ৷ প্রথমে ওই যুবকের একজন গার্লফ্রেন্ড ছিল তবুও অন্য মেয়েদের সঙ্গে চরম ঘনিষ্ঠ ছিলেন ৷
এই বিষয় নিয়ে ওই যুবকেরা গার্লফ্রেন্ডই খোলসা করেছেন ৷ তিনি জানিয়েছেন যাঁর বয়ফ্রেন্ড একটি ডেটিং অ্যাপের মাধ্যমে একটি মেসেজ ৮৫ জন মহিলাকে পাঠিয়েছিলেন ৷ যদিও মেয়েদের পক্ষ থেকে কোনও উত্তর আসতনা ৷ দ্য সানের একটি রিপোর্টের ভিত্তিতে জানতে পারা গিয়েছে বয়ফ্রেন্ডের এমন স্বভাবের কথা যিনি প্রকাশ্যে এনেছেন তাঁর নাম টোরি ৷ টোরি তাঁর টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন সেখানে লিখেছেন ৷ তাঁর প্রেমিকের মোবাইলে একটি ডেটিং অ্যাপ দেখেছিলেন ৷ তাঁর পরেই বয়ফ্রেন্ডের আসল রূপ পৃথিবীর সামনে আসার বিষয়ে নিশ্চিত হয়েছিলেন ৷
advertisement
advertisement
আরও পড়ুন: Viral News: এই পার্কে ঢুকতে গেলে জামা কাপড় খুলে উলঙ্গ হতে হয়! আরও আছে হাজার নিয়ম
তিনি বয়ফ্রেন্ডের ডেটিং অ্যাপ ওপেন করে দেখেন তাঁর বয়ফ্রেন্ড অন্য মেয়েদের মেসেজ করছেন ৷ কমপক্ষে ৮৫ জন মহিলাকে একই মেসেজ পাঠিয়েছিলেন প্রতিটি মেসেজেই হাই লেখা ছিল ৷ তবে সব থেকে বড় বিষয় এটাই যে কেউ তাঁকে মেসেজের উত্তর দেননি ৷ তাঁর মন ভেঙে যায় যখন তিনি দেখেন যে তাঁর বয়ফ্রেন্ড অন্য মেয়েদের সঙ্গে কথা বলতে বিশেষ ভাবে আগ্রহ প্রকাশ করেন ৷ ওই মহিলা জানিয়েছেন যে তাঁর বয়ফ্রেন্ড তাঁকে ঠকাতে চেয়েও সফল হয়নি ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Man Flirt With 85 Girls: এক দুই নয় একসঙ্গে ৮৫ জন মেয়ের সঙ্গে ফ্লার্ট করছে বয়ফ্রেন্ড! জানতে পেরে প্রেমিকা করলেন বেনজির এই কাজ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement