Viral News: ব্যাঙ্কের ভুলে কৃষকের অ্যাকাউন্টে ঢুকল ১৫ লক্ষ টাকা, ব্যাঙ্ক বলল এখনই ফিরিয়ে দিন !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Maharashtra Farmer Gets Rs 15 Lakh in Bank Account by Mistake: সাত বছর আগে নরেন্দ্র মোদির দেওয়া ১৫ লক্ষ টাকার প্রতিশ্রুতির কথা মনে পড়ে যায় জ্ঞানেশ্বরের। সে কারণেই এই ১৫ লক্ষের ঘটনা তিনি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানাননি বলে জানা গিয়েছে।
#মুম্বই: নয় নয় করে পার হয়ে গিয়েছে সাত সাতটি বছর। তবুও প্রতিশ্রুতি পূরণ হয়নি আজও। কিন্তু সাম্প্রতিক কালের এক ঘটনায় ফের উস্কে দিল সাত বছর আগের স্মৃতি। সম্প্রতি মহারাষ্ট্রের এক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে ১৫ লক্ষ টাকা। আর তাতেই ফের একবার প্রতিশ্রুতি পূরণের প্রহর গুনলেন দরিদ্র কৃষক (Viral News)। পাশাপাশি নিজের অ্যাকাউন্ট থেকে ১৫ লক্ষ টাকার মধ্যে বাড়ি তৈরির জন্য ৯ লক্ষ টাকা তুলেও নিয়েছেন ওই কৃষক। যদিও ইতিমধ্যেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ ওই কৃষককে জানিয়েছেন, ব্যাঙ্কের ভুলেই ওই ব্যক্তির অ্যাকাউন্টে জমা পড়েছে ১৫ লক্ষ টাকা। এমনকী, ওই কৃষককে অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া ৯ লক্ষ টাকা অ্যাকাউন্টে জমা করার জন্য বলা হয়েছে (Maharashtra Farmer Gets Rs 15 Lakh in Bank Account by Mistake)।
জানা গিয়েছে, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের পাইথক গ্রামের বাসিন্দা জ্ঞানেশ্বর ওটে। পেশায় তিনি একজন সাদামাটা কৃষক। সম্প্রতি ওই কৃষক লক্ষ্য করেন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা পড়েছে। একসঙ্গে এতগুলো টাকা তিনি তাঁর জীবদ্দশায় চোখে দেখেননি কখনও। ফলে স্বভাবতই প্রথমে কিছুটা হতবাক হয়ে যান তিনি। কিন্তু এরই মধ্যে সাত বছর আগে নরেন্দ্র মোদির (Narendra Modi) দেওয়া ১৫ লক্ষ টাকার প্রতিশ্রুতির কথা মনে পড়ে যায় জ্ঞানেশ্বরের। সে কারণেই এই ১৫ লক্ষ টাকা পাওয়ার ঘটনা তিনি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানাননি বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
ঘটনার বেশ কয়েকদিন পর ওই কৃষক তাঁর অ্যাকাউন্টের ১৫ লক্ষ টাকার মধ্যে ৯ লক্ষ টাকা তুলেও নেন বাড়ি তৈরির জন্য। ফলে তাঁর অ্যাকাউন্টে পড়ে থাকে ৬ লক্ষ টাকা। এরই মধ্যে হুঁশ ফেরে ব্যাঙ্ক কর্মকর্তাদের। তাঁরা লক্ষ্য করেন ভুলবশত জ্ঞানেশ্বরের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে ১৫ লক্ষ টাকা। এর পরই ওই কৃষকের অ্যাকাউন্ট থেকে জমা হওয়া ১৫ লক্ষ টাকা ফেরাতে উদ্যোগী হন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কিন্তু জ্ঞানেশ্বর ৯ লক্ষ টাকা তুলে নেওয়ায় ফলে তাঁর অ্যাকাউন্টে পড়ে থাকা ৬ লক্ষ টাকা শেষ পর্যন্ত হাতে পান ব্যাঙ্ক কর্মকর্তারা। পাশাপাশিই কৃষককে ইতিমধ্যেই বাকি ৯ লক্ষ টাকা ব্যাঙ্কে ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
advertisement
ওই ১৫ লক্ষ টাকা স্থানীয় পঞ্চায়েতের উন্নতি প্রকল্পের টাকা বলে জানিয়েছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। পাশাপাশি তাঁরা এও জানিয়েছে, ভুলবশত তা ওই কৃষকের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে।
ঘটনায় ইতিমধ্যেই নিরাশ হয়েছেন ওই ব্যক্তি। কীভাবে ওই টাকা তিনি ব্যাঙ্কে ফেরাবেন সেই ভাবনাই এখন কুরে কুরে খাচ্ছে ওই হতদরিদ্র কৃষককে। তবে ১৫ লক্ষের প্রতিশ্রুতি পূরণের জন্য ইতিমধ্যেই বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন ওই কৃষক। কিন্তু ১৫ লক্ষের প্রতিশ্রুতি যে কোনও অংশেই পূরণ হয়নি তা কৃষকের ঘটনায় ফের একবার স্পষ্ট হয়ে উঠল।
advertisement
কিন্তু কী সেই প্রতিশ্রুতি যা আজও পূরণ হল না?
প্রসঙ্গত উল্লেখ্য, ঠিক সাত বছর আগে, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে দেশবাসীর উদ্দেশ্যে তৎকালীন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, প্রধানমন্ত্রী হলে তিনি কালো টাকা উদ্ধার করবেন। শুধু কালো টাকা উদ্ধারই নয়, সেই টাকা তিনি বিলিয়ে দেবেন দেশের প্রত্যেকটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। টাকার অঙ্কটা নেহাৎ কম নয়, এক কিংবা দু'লক্ষ নয়, তার পরিমাণ হবে ১৫ লক্ষ টাকা। নরেন্দ্র মোদির হাত ধরে সে বার ক্ষমতায় এসেছিল এনডিএ। এরই মধ্যে গঙ্গা নদী দিয়ে জল গড়িয়ে গিয়েছে অনেক দূর পর্যন্ত। সাম্প্রতিক সময়ে নোট বন্দি থেকে শুরু করে, দেশের মানুষের জন্য জনধন যোজনায় জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট সবই হয়েছে। কিন্তু ১৫ লক্ষ তো দূর অস্ত, আজও পর্যন্ত দেশের কোনও মানুষের অ্যাকাউন্টে উদ্ধার হওয়া কালো টাকার ১৫ পয়সা পর্যন্ত দিতে পারেনি সরকার। ফলে স্বভবতই ১৫ লক্ষের প্রতিশ্রুতি আজও যে পূরণ হয়নি তা বলাই বাহুল্য!
view commentsLocation :
First Published :
February 12, 2022 5:10 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: ব্যাঙ্কের ভুলে কৃষকের অ্যাকাউন্টে ঢুকল ১৫ লক্ষ টাকা, ব্যাঙ্ক বলল এখনই ফিরিয়ে দিন !