Viral News: প্রেমিকাকে লুকিয়ে বিমানে অন্য মহিলার নগ্ন ভিডিও দেখতে ব্যস্ত প্রেমিক; সহযাত্রীর তোলা ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়!

Last Updated:

Viral news woman catches man watching nude photos: ভিডিওটি পোস্ট করার সময় স্যান্ডি ক্যাপশনে লিখেছেন, কোনও ব্যক্তিকে বিশ্বাস করা খুব কঠিন। এই লোকটি তাঁর বান্ধবী ঘুমানোর সঙ্গে সঙ্গে তাঁকে ফাঁকি দিয়ে অন্য মেয়েদের নগ্ন ছবি দেখতে শুরু করেন।

Photo: Social Media
Photo: Social Media
#নিউইয়র্ক: প্লেনের মধ্যেই অন্য নারীর অশ্লীল ভিডিও মোবাইলে দেখতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন যুবক প্রেমিক। প্রেমিকার সঙ্গে ভ্রমণরত এক ব্যক্তির সেই অশ্লীল দৃশ্য দেখার ছবি ভাইরাল হয়ে গেল। বান্ধবী ঘুমানোর সঙ্গে সঙ্গেই মোবাইলে অন্য মহিলার অশ্লীল ছবি দেখতে গিয়ে ধরা পড়েন ওই ব্যক্তি (Viral News)।
ভ্যালেন্টাইনস উইক চলছে। প্রেমের এই সপ্তাহে সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে ভ্রমণ এবং মধ্যাহ্নভোজের পরিকল্পনা করেছেন অনেকে। প্রেমের এই সপ্তাহে অনেকেই প্রেমের নামে ছলনায় আকৃষ্ট হন। কেবলমাত্র তাঁদের সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে প্রেমের ভান করেন অনেক প্রেমিক বা প্রেমিকাই। প্রতারণা করার জন্যই সঙ্গী ছাড়া অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়াটাও অস্বাভাবিক নয়, এমনটাও হতে পারে প্রেমের এই ছলনায়। প্রেমের একটি সম্পর্কে থাকার সময়ে প্রেমিকাকে লুকিয়ে অন্য মহিলার শরীরের নগ্ন ভিডিও দেখাও প্রেমিকার সঙ্গে প্রতারণার সমান। প্রেমিকা বিমানে প্রেমিকের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ার পর যে ঘটনা ঘটালেন পুরুষটি, তা অবশ্যই প্রেমের প্রতারণা (Viral news woman catches man watching nude photos)।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় এমনই এক ঘটনা এক মহিলাযাত্রী বিমানে ভ্রমণ করার সময়ে দেখতে পেয়ে এক ব্যক্তির এই প্রতারণার বিষয়টি পুরো বিশ্বের সামনে প্রকাশ করেছেন। কয়েক মুহূর্তে ভাইরাল করেছেন এই ভিডিওটি। সংশ্লিষ্ট ব্যক্তি তাঁর বান্ধবীর সঙ্গে বিমানে ভ্রমণ করছিলেন। কিন্তু তার গার্লফ্রেন্ড বা বান্ধবী ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে প্রেমিক অশ্লীল কাজ করতে শুরু করেন। অন্য যুবতীর শরীরের নগ্ন ভিডিও দেখতে শুরু করেন। প্রেমিকের এই দৃশ্য লক্ষ্য করেছিলেন বিমানের পিছনের আসনে বসা অন্য এক মহিলা সহযাত্রী। ভ্যালেন্টাইনস উইক বা প্রেমের এই সপ্তাহে প্রেমের এই প্রতারণার দৃশ্য ভাইরাল হওয়ায় সমালোচনার ঝড় উঠেছে। আরও একবার প্রেম এবং প্রতারণা নিয়ে প্রশ্ন উঠে এল সমাজের সামনে।
advertisement
স্যান্ডি নামের ওই মহিলা সহযাত্রী সম্পূর্ণ ঘটনার ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। স্যান্ডি ভিডিওটি শেয়ার করে জানিয়েছেন, প্রেমিক ব্যক্তিটি প্রেমিকার সঙ্গে ছলনা করছেন। এই ঘটনায় ছেলেটি সম্পূর্ণভাবে অভিযুক্ত। প্রেমিকার প্রতি অনুগত নয়, প্রেমিকাকে ঠকাচ্ছেন ছেলেটিকে। হয় তো শারীরিক চাহিদার জন্যই প্রেমিকার সঙ্গে ছলনা করছেন প্রেমিক।
advertisement
যুবতী তাঁর প্রেমিকের সঙ্গে বিমানে ভ্রমণ করছিলেন। কিন্তু যুবতী ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে তাঁর মোবাইল ফোন বের করে, তাতে অন্য মেয়েদের অশ্লীল ছবি এবং ভিডিও দেখতে থাকেন প্রেমিক। এই সময় স্যান্ডি নামের অপর এক সহযাত্রী মহিলা দম্পতি পিছনের আসনে বসে ছিলেন। মোবাইলটি বের করে গোটা ঘটনার ভিডিও করেন তিনি। এই ভিডিওটি অনলাইনে পোস্ট করে স্যান্ডি লিখেছেন, ‘‘আমি আশা করি ভাইরাল হওয়া আমার এই ভিডিওটি তাঁর প্রেমিকাও দেখবেন। কী ভাবে তিনি প্রেমিকের কাছে ঠকছেন তা বুঝবেন। ভ্যালেন্টাইনস উইকে প্রেমিক এবং প্রেমিকাদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত সঙ্গী বা সঙ্গিনী কতটা প্রতারক হতে পারে।’’
advertisement
ভিডিওটি পোস্ট করার সময় স্যান্ডি ক্যাপশনে লিখেছেন, কোনও ব্যক্তিকে বিশ্বাস করা খুব কঠিন। এই লোকটি তাঁর বান্ধবী ঘুমানোর সঙ্গে সঙ্গে তাঁকে ফাঁকি দিয়ে অন্য মেয়েদের নগ্ন ছবি দেখতে শুরু করেন।
advertisement
যদিও সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি দেখে দু'ধরনের মন্তব্য করেছেন ইউজাররা। কিছু লোক স্যান্ডিকে সমর্থন করেছিলেন এবং বলেছিলেন যে এটি সত্যিই সঙ্গীর সঙ্গে প্রতারণা। আবার কিছু লোক লিখেছেন, অভিযুক্ত ব্যক্তি কেবল ছবিগুলি দেখছেন। এটিকে প্রতারণা বলা ঠিক নয়। কিছু লোক স্যান্ডিকেও দোষারোপ করেছেন, অভিযুক্তকে না জানিয়ে ভিডিওটি তোলার জন্য।
ভাইরাল হওয়ার পরে স্যান্ডিও ভিডিওটি নিয়ে শুরু হওয়া বিতর্কে তাঁর মতামত জানিয়েছেন। তিনি লিখেছেন, বান্ধবীর ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তি দ্রুত মোবাইল লক করে দেন। ছেলেটি তাঁর অপরাধ বুঝতে পেরে মোবাইলটি বন্ধ করে দেন। সম্ভবত তিনি নিজেই জানতেন যে তিনি ভুল কাজ করছেন। ছেলেটি যদি অপরাধবোধ উপলব্ধি না করতেন তবে তিনি তাঁর ফোনটি লক করতেন না। ভালোবাসায় প্রতারণার এমন অনেক ঘটনা সামনে আসে। বিশেষ করে এই ভ্যালেন্টাইনস উইকে বিশ্ব জুড়ে এমন ঘটনা আরও ঘটবে। হয় তো সেই ঘটনা ফের মোবাইলে ভিডিওর মাধ্যমে ভাইরাল হবে। যা দেখে বহু মানুষ তাঁদের মতামত জানাবেন পক্ষে বা বিপক্ষে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral News: প্রেমিকাকে লুকিয়ে বিমানে অন্য মহিলার নগ্ন ভিডিও দেখতে ব্যস্ত প্রেমিক; সহযাত্রীর তোলা ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement