Viral Video: চলন্ত গাড়ির সামনে থেকে ছাত্রীকে সরিয়ে আনল পুলিশ, ভাইরাল হল ভিডিও!

Last Updated:

Viral Video of an Accident in USA: আমেরিকার মেরিল্যান্ডের নর্থ ইস্ট মিডল (North East Middle) স্কুলের সামনে প্রচণ্ড গতিতে আসা এক গাড়ির সামনে থেকে সেই স্কুল ছাত্রীর জীবন নিজের হাতে রক্ষা করেছেন সেই মহিলা পুলিশ অফিসার।

Watch: US Police Officer Pulls School Girl From In Front of Speeding car
Watch: US Police Officer Pulls School Girl From In Front of Speeding car
#নিউইয়র্ক: আমেরিকার একজন মহিলা পুলিশ অফিসার নিজের জীবন বাজি রেখে প্রাণ বাঁচালেন একজন স্কুল ছাত্রীর। চলন্ত গাড়ির সামনে থেকে আমেরিকার মেরিল্যান্ডের (USA, Maryland) এক স্কুল ছাত্রীর জীবন বাঁচিয়েছেন এক মহিলা পুলিশ অফিসার। আমেরিকার মেরিল্যান্ডের নর্থ ইস্ট মিডল (North East Middle) স্কুলের সামনে প্রচণ্ড গতিতে আসা এক গাড়ির সামনে থেকে সেই স্কুল ছাত্রীর জীবন নিজের হাতে রক্ষা করেছেন সেই মহিলা পুলিশ অফিসার (Viral Video)।
আমেরিকার মেরিল্যান্ডের নর্থ ইস্ট মিডল স্কুলের সামনের রাস্তা দিয়ে খুবই স্পিডে একটি গাড়ি যাচ্ছিল, সেই সময় আচমকা তার সামনে এক স্কুল ছাত্রী চলে আসে (Viral Video of an Accident in USA)। সেই সময় সেই মহিলা পুলিশ অফিসার ঝাঁপ দিয়ে সেই স্কুল ছাত্রীকে চলন্ত গাড়ির সামনে থেকে সরিয়ে দেন। এক সেকেন্ড এদিক ওদিক হলেই ঘটে যেতে পারত মারাত্মক বিপদ। পুরো ঘটনাটি ধরা পরেছে সিসিটিভি ক্যামেরায়। সেই শহরের একজিকিউটিভ ড্যানিয়েল হর্নবার্গার (Danielle Hornberger) ট্যুইটারে (Twitter)  ভিডিওটি শেয়ার করেছেন।
advertisement
advertisement
দ্য সানের (The Sun) রিপোর্ট অনুযায়ী, ওই মহিলা পুলিশ অফিসারের নাম হল অ্যানেট গুডইয়ার (Annette Goodyear), তিনি কাজ করেন নর্থ ইস্ট পুলিশে। রিপোর্ট অনুযায়ী অ্যানেট গুডইয়ার বিগত প্রায় ১৪ বছর ধরে ক্রসিং গার্ড হিসাবে কাজ করেন। অ্যানেট গুডইয়ার জানিয়েছেন, তিনি প্রথমেই বুঝতে পেরেছিলেন সেই মেয়েটিকে ঝাঁপিয়ে পড়ে না বাঁচালে, বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে। এর ফলে তিনি সময় নষ্ট না করে মুহূর্তের মধ্যে সেই স্কুল ছাত্রীকে নিয়ে রাস্তার পাশের দিকে ঝাঁপ মারেন। এর ফলে প্রাণ বেঁচে যায় সেই স্কুল ছাত্রীর।
advertisement
একজিকিউটিভ ড্যানিয়েল হর্নবার্গার ট্যুইটারে যে ভিডিওটি শেয়ার করেছেন, সেই ভিডিওতে দেখা যাচ্ছে অ্যানেট গুডইয়ার হাত দেখিয়ে সেই গাড়িটিকে দাঁড় করানোর চেষ্টা করছেন। কিন্তু সেই গাড়িটি না দাঁড়িয়ে দুরন্ত গতিতে তাঁর দিকে এগিয়ে আসছে। সেই চলন্ত গাড়ি সেদিকে এগিয়ে এলেও সেই রাস্তা সম্পূর্ণ ফাঁকা ছিল না। এর জন্য অ্যানেট গুডইয়ার হাত দেখিয়ে সেই গাড়িটিকে দাঁড় করানোর চেষ্টা করেন। এর পরেই অ্যানেট গুডইয়ার দেখেন যে সেখানে একটি বাচ্চা স্কুলের মেয়ে রাস্তার মাঝে এসে গিয়েছে এবং গাড়িটি দুরন্ত গতিতে ওই দিকেই এগিয়ে চলেছে। সেই সময় অ্যানেট এক মুহূর্ত সময় নষ্ট না করে ঝাঁপিয়ে পড়ে স্কুল ছাত্রীর প্রাণ বাঁচান। ট্যুইটারে সকলেই ঘটনায় তাঁর খুব প্রশংসা করছেন। অনেকেই অ্যানেট গুডইয়ারকে 'হিরো' বলে সম্বোধন করেছেন।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Video: চলন্ত গাড়ির সামনে থেকে ছাত্রীকে সরিয়ে আনল পুলিশ, ভাইরাল হল ভিডিও!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement