Viral News: অন্য এক মহিলাকে চুমু দেওয়ার সময় নিজের বয়ফ্রেন্ডকে হাতেনাতে ধরলেন মহিলা, সকলের সামনেই নিলেন বদলা!
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Girlfriend caught boyfriend kissing other woman: ডেটের মাত্র ৩ মাসের মধ্যেই সেই ব্যক্তি ধোঁকা দেয় নেটোলি কেন্ডেলকে।
#লন্ডন: অনেক সময় অনেকেই নিজেদের বোকামির কারণে একটি ভালো সম্পর্ক নষ্ট করে ফেলেন। সম্প্রতি এমনই একটি ঘটনা সকলের সামনে এসেছে। ইংল্যান্ডের এক মহিলা নিজের বয়ফ্রেন্ডকে হাতেনাতে পাকড়াও করেছেন তাঁকে ধোঁকা দেওয়ার সময়। কিন্তু তারপর সেই মহিলা বদলা নেওয়ার জন্য এমন এক কাজ করেছেন যা সকলকেই চমকে দিয়েছে। ইংল্যান্ডের গ্লসেস্টরে (England, Gloucester) বসবাসকারী ৩৩ বছরের নেটোলি কেন্ডেল ‘দ্য সান’ ওয়েবসাইটকে সেই ঘটনার কথা নিজেই জানিয়েছেন (England woman caught boyfriend cheating)।
নেটোলি কেন্ডেল জানিয়েছেন যে, যখন তাঁর বয়স ২২ বছর ছিল তখন তিনি একজনকে ভালোবাসতে শুরু করেন। সেই ব্যক্তি একটি ক্লাবের বারে কাজ করতেন। সেখানে নেটোলি কেন্ডেল তাঁর বন্ধুদের সঙ্গে যেতেন। ধীরে ধীরে সেই ব্যক্তির সঙ্গে নেটোলি কেন্ডেলের যোগাযোগ বাড়তে শুরু করে এবং তাঁরা ডেট করা শুরু করেন। কিন্তু সেই ডেটের মাত্র ৩ মাসের মধ্যেই সেই ব্যক্তি ধোঁকা দেন নেটোলি কেন্ডেলকে (Girlfriend caught boyfriend kissing other woman)।
advertisement
advertisement
অন্য একজন মহিলাকে চুমু দিচ্ছিল তার বয়ফ্রেন্ড -
নেটোলি কেন্ডেল জানিয়েছেন যে, একদিন তিনি তাঁর বয়ফ্রেন্ডকে ফোন না করেই তাঁকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাঁর বন্ধুদের সঙ্গে সেই ক্লাবে গিয়ে হাজির হন। কিন্তু ক্লাবে গিয়ে নেটোলি দেখেন যে, তাঁর বয়ফ্রেন্ড ক্লাবের কয়েকজনের সামনেই সেই ক্লাবের অন্য এক মহিলাকর্মীকে চুমু দিতে ব্যস্ত। তা দেখে নেটোলি কেন্ডেল স্বভাবতই অবাক হয়ে যান এবং তাঁর মাথা খুব গরম হয়ে যায়। তিনি তখনই বদলা নেওয়ার কথা ভেবে নেন। এরপর তিনি সেই বারে খুব বেশি করে ড্রিঙ্ক করে এবং ডিজের কাছে গিয়ে একটি ইংরাজি গান বাজানোর জন্য অনুরোধ করেন। সেই গানে ধোঁকা দেওয়ার কথা বলা হয়েছে। এরপর নেটোলি কেন্ডেল এবং তাঁর বন্ধুরা জোরে জোরে সেই গান করতে শুরু করেন। তাঁরা সেই ব্যক্তি এবং মহিলার দিকে ইশারা করে গান করতে থাকেন। এর ফলে সেই ব্যক্তি এবং মহিলা খুবই অপ্রস্তুত হয়ে পড়েন।
advertisement
নেটোলি কেন্ডেল বলে সকলের সামনে ধোঁকাবাজির পর্দাফাঁস করা খুবই জরুরি -
নেটোলি কেন্ডেল যখন জোরে জোরে সেই গান করছিলেন তখন তাঁর বয়ফ্রেন্ড বুঝে যান যে, নেটোলি সমস্ত কিছুই দেখে ফেলেছেন। এর পর নেটোলিকে বারের গার্ড বাইরে বের করে দেয়। নেটোলি কেন্ডেল বারের বাইরে এসে তাঁর বয়ফ্রেন্ডের গাড়িতে মাটি এবং নোংরা ছুঁড়ে দেন। এরপর সেই ব্যক্তি আর কখনও নেটোলি কেন্ডেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেননি।
Location :
First Published :
February 08, 2022 3:07 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: অন্য এক মহিলাকে চুমু দেওয়ার সময় নিজের বয়ফ্রেন্ডকে হাতেনাতে ধরলেন মহিলা, সকলের সামনেই নিলেন বদলা!