হোম /খবর /পাঁচমিশালি /
একসঙ্গে ২ হাত দিয়ে লিখতে পারে এই মেয়ে! অদ্ভুত দক্ষতা দেখে তাজ্জব নেটিজেনরা

একসঙ্গে ২ হাত দিয়ে লিখতে পারে এই মেয়ে! অদ্ভুত দক্ষতা দেখে তাজ্জব নেটিজেনরা

একই সঙ্গে ২ হাতে লিখে যাচ্ছে একটি মেয়ে।

  • Share this:

#নয়াদিল্লি: বেশিরভাগ মানুষই ডান হাতে লেখেন। আবার বাম হাতে লিখতে পারেন এমন মানুষের সংখ্যাও কম নেই। কিন্তু একই সঙ্গে ২ হাতে লিখতে পারে, এমন কাউকে দেখেছেন কখনও? এরকমই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একই সঙ্গে ২ হাতে লিখে যাচ্ছে একটি মেয়ে।

ভিডিওতে দেখা গিয়েছে একটি বাচ্চা মেয়েকে। অনায়াসেই ২ হাতে লিখে যাচ্ছে মেয়েটি। একের পর এক পাতা জুড়ে লিখে যাচ্ছে ২ হাত দিয়ে। মেয়েটির এই আশ্চর্য দক্ষতা দেখে অবাক হয়েছেন সকলেই। মিষ্টি মেয়েটি কোনও দিকে তাকাচ্ছে না । মন দিয়ে লিখে যাচ্ছে। মিষ্টি মেয়ের এই ভিডিওটি ভাইরাল হতেই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 আরও পড়ুন: হাতির এক্স-রে! নিজেই হাসপাতালে চিকিৎসা করাতে গেল এই বিশাল প্রাণী, পরের ঘটনা জানলে অবাক হবেন

View this post on Instagram

A post shared by Earthdixe (@earthdixe)

যেখানে শিশুদের পড়তে বসানো মুশকিল হয়ে পড়ে, সেখানে লেখার খাতায় ২ হাত দিয়েই কলম চালাচ্ছে মেয়েটি। খাতার একের পর এক পাতা ভরাচ্ছে ২ হাত দিয়ে। দেখে মনে হচ্ছে ২ হাত দিয়ে লিখতে সামান্য কষ্ট হচ্ছে না তার। শিশুর এই আজব কেরামতি দেখে আশ্চর্য হয়েছেন অনেকেই।

 আরও পড়ুন: বাঁশির সুরে মুগ্ধ ২ পশু! কুকুর আর গরুর এমন বিরল সঙ্গীতপ্রেম দেখলে অবাক হবেন

ভিডিওটি ইনস্টাগ্রাম থেকে শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। মেয়েটির এই লেখার দক্ষতা দেখে তাজ্জব হয়েছেন নেটিজেনরা।

Published by:Anulekha Kar
First published:

Tags: Off beat, Viral child