হাতির এক্স-রে! নিজেই হাসপাতালে চিকিৎসা করাতে গেল এই বিশাল প্রাণী, পরের ঘটনা জানলে অবাক হবেন
- Published by:Anulekha Kar
Last Updated:
এক্স-রে করাতে গেল আস্ত একটা হাতি
এক্স-রে করাতে গেল আস্ত একটা হাতি। বাধ্য ছেলের মত বসে শুয়ে পড়ল মেশিনের তলায়। ডাক্তারের কথা মতই কাজ করল পশুটি।শুনতে অবাক লাগছে তো? বাস্তবে এমনই এক ঘটনার ছবি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে। বাধ্য ছেলের মতই হাসপাতালে গিয়েছে হাতি। এর আগেও যেন বহুবার এভাবেই হাসপাতালে এসেছে পশুটি। তারপর ডাক্তারের কথা মতই নিজেই মেশিনের তলায় শুয়ে পড়ল হাতিটি। এক্স-রে না হওয়া পর্যন্ত চুপচাপ শুয়েই থাকল মেঝেতে।
I am sure you have never seen such a cooperative patient coming in for an X-Ray pic.twitter.com/UNmhSIrXOr
— Kaveri 🇮🇳 (@ikaveri) December 7, 2022
advertisement
advertisement
বাধ্য হাতিটিকে দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। বন্যপ্রাণীরা সাধারাণত অবুঝ হয়। কিন্তু এত বুঝদার এই হাতিকে দেখে সত্যিই অবাক হতে হয়। কোনও রকম সমস্যা না তৈরি করে নিজের চিকিৎসায় সাহায্য করল হাতিটি। ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখে তাজ্জব হয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন: আরামে দোলনায় ঝুলছে বাঁদর! ঠিক যেন সিনেমার দৃশ্য, ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই ঝর তুলেছে নেট মাধ্যমে
advertisement
ডাক্তারের প্রতি বন্যপ্রাণীর এত ভাল ব্যবহার দেখে মুগ্ধ হয়েছেন সকলে। হাতির এরূপ আচরণ নজর কেড়েছে নেটিজেনদের।
Location :
First Published :
December 11, 2022 10:26 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
হাতির এক্স-রে! নিজেই হাসপাতালে চিকিৎসা করাতে গেল এই বিশাল প্রাণী, পরের ঘটনা জানলে অবাক হবেন