আরামে দোলনায় ঝুলছে বাঁদর! ঠিক যেন সিনেমার দৃশ্য, ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই ঝর তুলেছে নেট মাধ্যমে
- Published by:Anulekha Kar
Last Updated:
রাতের অন্ধকারে মনে মনে কী যেন ভাবছে বাঁদরটি!
নিশ্বব্দে ও আরামে দোলনায় ঝুলছে একটি বাঁদর। আকাশের দিকে তাকিয়ে আরামে দোলনায় ঝুলছে সে। নিজের মনেই আকাশ পাতাল ভাবছে বাঁদরটি। ঠিক যেন সিনেমার দৃশ্য। শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
দোলনায় দুলতে অনেকেই ভালবাসেন। পার্কে হোক কিম্বা ঝোলা বারান্দায়, দোলনায় চাপার সখ নেই, এরকম মানুষের সংখ্যা খুব কমই আছে। কিন্তু আস্ত এক বাঁদরকে দোলনায় ঝুলতে দেখে হৃদয় ছুঁয়েছে নেটিজেনদের।
advertisement
রাতের অন্ধকারে যেন একাকী মনে মনে কী যেন ভাবছে বাঁদরটি! বাঁদরের আবেগ দেখেই উৎফুল্ল হয়েছেন অনেকেই। ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়েছে নেট জগতে। এই ঝুলন্ত বাঁদরটিকে দেখে মনে হবে কোনও সিনেমার হিরো। আর ভিডিওটি দেখে কোনও সিনেমার দৃশ্য বলেই ভুল হবে।
advertisement
Enjoy life. There's plenty of time to be dead 😊😊 pic.twitter.com/hS1e43d4BP
— Susanta Nanda IFS (@susantananda3) December 8, 2022
এই ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন আই এফ এস অফিসার সুশান্ত নন্দা। ভিডিওটি শেয়ার করে ক্যাপশন দিয়ে তিনি লিখেছেন- 'জীবন উপভোগ করুন'। ভিডিওটি শেয়ার হতেই ২৩ হাজারের বেশি ভিউজ হয়েছে এবং ১ হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন। ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই মন্তব্যের ঝর উঠেছে সোশ্য়াল মিডিয়ায়।
Location :
First Published :
December 09, 2022 7:21 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
আরামে দোলনায় ঝুলছে বাঁদর! ঠিক যেন সিনেমার দৃশ্য, ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই ঝর তুলেছে নেট মাধ্যমে