খোলা মাঠে হেঁটে বেড়াচ্ছে সিংহী! মোবাইল হাতে ছবি তুলছেন ২ ব্যক্তি, পরের ঘটনা দেখলে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না
- Published by:Anulekha Kar
Last Updated:
হাড় হিম করা দৃশ্য দেখেও ভয় পাচ্ছেন না ২ ব্যক্তি।
#গুজরাট: খোলা মাঠে দিব্বি হেঁটে বেড়াচ্ছে ১ সিংহী। ক্যামেরা সরাতেই দেখা যাচ্ছে আরও একটি সিংহীকে। মনের সুখে মাঠে বসে আছে সে। হাড় হিম করা দৃশ্য দেখেও ভয় পাচ্ছেন না ২ ব্যক্তি। ১ জন তো মনের সুখে ভিডিও করে যাচ্ছে। ২ ব্যক্তির এই অদ্ভুত কাণ্ড দেখে শোরগোল পড়ে গিয়েছে নেট জগতে।
সাধারণত চিড়িয়াখানায় দেখা মেলে সিংহের।বাস্তবে চোখের সামনে সিংহ দেখলে সবারই ভিড়মি খাওয়ার মত অবস্থা হয়। কিন্তু বাস্তবে সিংহী দেখেও একটুও ভয় পাচ্ছেন না এই ২ ব্যক্তি। বরং মনের আনন্দে ছবি তুলে যাচ্ছেন। এদের সাহস দেখে অবাক হয়েছেন নেটিজেনরা।
advertisement
advertisement
Another day in Gujarat,India. pic.twitter.com/QGeGTswN1X
— Susanta Nanda (@susantananda3) November 27, 2022
সিংহীদেরও প্রতিক্রিয়া দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। ২ ব্যক্তিকে দেখে একেবারেই আক্রমণ করল না তারা। বরং নিজের মনের মত ঘুড়ে বেড়ালো মাঠ জুড়ে। এই অদ্ভুত দৃশ্যটি শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
advertisement
ভিডিওটি আইএফএস অফিসার সুশান্ত নন্দা তাঁর সোশ্যাল মিডিয়া ট্যুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন। ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই ঝড় তুলেছে নেট মাধ্যমে।
Location :
First Published :
November 29, 2022 4:00 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
খোলা মাঠে হেঁটে বেড়াচ্ছে সিংহী! মোবাইল হাতে ছবি তুলছেন ২ ব্যক্তি, পরের ঘটনা দেখলে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না