৮০ বছরেই ১০০ মিটার দৌড়, শাড়ি পরেই বাজিমাত বৃ্দ্ধার, ভিডিও দেখে তাজ্জব নেটিজেনরা
- Published by:Anulekha Kar
Last Updated:
৪০ বছরে বয়সেই ৪৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়েছেন মহিলাটি
#লখনউ: সোশ্যাল মিডিয়ায় বহু আজব ভিডিও ভাইরাল হয়। শুধু আজগুবি ভিডিওই নয় অনেক সময় এই সব ভাইরাল ভিডিও অনেক মানুষের কাছেই প্রেরণার উৎস হয়ে যায়।
এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মাত্র ৪৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে মন কেড়েছেন এক মহিলা। কিন্তু এখানেই শেষ নয়, শুনলে অবাক হবেন যে মহিলাটির বয়স ৮০ বছর। এই অবাক করা ঘটনা দেখে তাজ্জব নেটিজেনরা।
advertisement
advertisement
৮০ বছরে বয়সেই ৪৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়েছেন বৃদ্ধাটি।১০০ মিটার দৌড় শেষ করার সঙ্গে সঙ্গেই লোকেরা হাততালি দিতে শুরু করে। ব এভাবে দৌড়াতে দেখে অবাক হয়ে যায় শিশুরাও।
আরও পড়ুন: Fusion Tea|| চায়ের সঙ্গে মিলেমিশে যাচ্ছে নলেন গুড়ের তুলতুলে রসগোল্লা! অমৃত স্বাদে মজেছে হুগলি
ভিডিওতে দেখা যায়, বৃদ্ধাটি নিজেই হাততালি দিতে দিতে ট্র্যাকে দৌড়াতে শুরু করেন। শাড়ি পরেই ট্র্যাকে দৌড়াতে থাকন মহিলাটি। বয়স্ক মহিলার শাড়ি পরে দৌড়ানোর এই ভিডিও রিতিমত শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Location :
First Published :
November 28, 2022 9:03 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
৮০ বছরেই ১০০ মিটার দৌড়, শাড়ি পরেই বাজিমাত বৃ্দ্ধার, ভিডিও দেখে তাজ্জব নেটিজেনরা