Viral News: 'চুরি করা হার বাড়ি নিয়ে যেতেই 'গা ছমছম' করছিল', সোনার হার ফিরিয়ে সরি বলল চোর! কোথায়?

Last Updated:

Viral News: লকেটসমেত হারটি চুরি হয়ে যায়। সোনার হারটির আনুমানিক মূল্য ৩.৬৫ লক্ষ টাকা। সেই হার ফিরিয়ে দিল চোর। কারণ জানলে মাথা ঘুরে যাবে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কেরল: চুরি করে ৯ দিন পর ফের সেই সোনার হার ফেরত দিয়ে গেল চোর। সঙ্গে আবার সরি লেখা চিঠি। ভুল স্বীকার করে সেই চিঠিতে ক্ষমা চাইল চোর।
কেরলের এক বৃদ্ধার সোনার হার ও লকেট চুরি করে সেটি বাড়ির বারান্দায় ফেরত দিয়ে গেল চোর। সেই চিঠিতে লেখা ছিল কেন এই হারটি সে ফিরিয়ে দিল। সংবাদ প্রতিবেদন অনুসারে কেরলের পারমবাথের বাসিন্দা ওই বৃদ্ধা স্বামীর সঙ্গে বাসে করে যাচ্ছিলেন। বৃদ্ধার নাম গীতা।
তাঁর লকেটসমেত হারটি চুরি হয়ে যায়। সোনার হারটির আনুমানিক মূল্য ৩.৬৫ লক্ষ টাকা। মেলাপারাম্বু থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। পুলিশ সেই হার খুঁজে বের করার কাজ শুরু করে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে হারের বিবরণ দেওয়া হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: তখন মাঝরাত, কলকাতা মেট্রোর গভীর সুড়ঙ্গে কার দেহ মিলল! যা ঘটল, চমকে উঠল লালবাজারও
হঠাৎ বাড়ির বারান্দায় ঘটনার ৯ দিন পর সোনার হারটি পড়ে থাকতে দেখেন বৃদ্ধ দম্পতি। সঙ্গে ছিল হাতে লেখা একটি চিরকুটও। চিঠিতে লেখা ছিল, ‘ন’দিন হয়ে গেল আমার কাছে এই হারটি রয়েছে। যখন আমি প্রথম এটি পেয়েছিলাম, তখন আমি অত্যন্ত খুশি হয়েছিলাম। তবে, যখনই আমি এটি হাতে নিয়ে দেখতাম, তখনই আমি নেতিবাচক অনুভূতি অনুভব করতাম, এমনকি আমার হাতও কাঁপত। ঘণ্টার পর ঘণ্টা ধরে আমি ভাবতাম, আমি এটি দিয়ে কী করব।’
advertisement
আরও পড়ুন: IIT এবং NIT-তে ভর্তি হতে কত খরচ হয়? BTech 2025 ভর্তি হওয়ার আগে জরুরি তথ্য জানুন
চিঠিতে আরও লেখা, ‘তার পর, আমি সোনার হারটি সম্পর্কে একটি হোয়াটসঅ্যাপ বার্তা পাই। তাতে লেখা ছিল এই অলঙ্কারটি বিবাহের চিহ্ন। সেই মুহূর্তে, আমি সিদ্ধান্ত নিই হারটি যাঁর, তাঁকে কষ্ট দেওয়া উচিত নয়। আমি এটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি আমার পরিচয় প্রকাশ করতে চাই না। এত দিন ধরে এটি আমার কাছে রাখার জন্য যে কষ্ট দিয়েছি তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।’
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: 'চুরি করা হার বাড়ি নিয়ে যেতেই 'গা ছমছম' করছিল', সোনার হার ফিরিয়ে সরি বলল চোর! কোথায়?
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement