Viral News: হঠাৎ বিয়ে বাতিল! বিদেশে হানিমুনের দুই টিকিট ফ্রি দিচ্ছেন গুরুগ্রামের যুবক

Last Updated:

Viral News: গুরুগ্রামের এক যুবকের বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা নিয়ে তৈরি হল নয়া ভাইরাল গল্প। হানিমুনের জন্য আগেই সিউল যাওয়ার দুটি টিকিট বুক করেছিলেন তিনি। কিন্তু বিয়ের ঠিক আগে তরুণী সিদ্ধান্ত বদলে যাওয়ায় গোটা পরিকল্পনায় জোয়ার এল।

বিদেশে হানিমুনের দুই টিকিট ফ্রি দিচ্ছেন গুরুগ্রামের যুবক
বিদেশে হানিমুনের দুই টিকিট ফ্রি দিচ্ছেন গুরুগ্রামের যুবক
গুরুগ্রাম: গুরুগ্রামের এক যুবকের বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা নিয়ে তৈরি হল নয়া ভাইরাল গল্প। হানিমুনের জন্য আগেই সিউল যাওয়ার দুটি টিকিট বুক করেছিলেন তিনি। কিন্তু বিয়ের ঠিক আগে তরুণী সিদ্ধান্ত বদলে যাওয়ায় গোটা পরিকল্পনায় জোয়ার এল। আর সেই কারণেই রেডিটে পোস্ট করে টিকিট দু’টি ফ্রি দিয়ে দেওয়ার ঘোষণা করেন যুবক।
এক রেডিট ব্যবহারকারী জানান, বেশ কয়েক মাস আগে তাঁর বাগদান সম্পন্ন হয়েছিল। পরিবার-পরিজন ঠিক করে ফেলেছিলেন বিয়ের দিনক্ষণও। সেই অনুযায়ী হানিমুনের জন্য দক্ষিণ কোরিয়ার সিউল যাওয়ার প্লেন টিকিট কেনেন তিনি, বিশেষ ছাড় পাওয়ার সুযোগে।
advertisement
advertisement
কিন্তু ককটেল পার্টির দিন আচমকাই তাঁর হবু স্ত্রী “ওপেন ম্যারেজ”-এর কথা তোলেন। বিষয়টি নিয়ে তীব্র অস্বস্তি তৈরি হয় দুই পরিবারের মধ্যে। শেষ পর্যন্ত বিয়ে বাতিল হয়ে যায়।
এরপরই যুবক রেডিটে লিখে দেন—“আপনার নাম যদি আশিস গুপ্তা হয়, তাহলে সিউল যাওয়ার দুইটি ফ্রি টিকিট পেয়ে যেতে পারেন! চাইলে আপনার বান্ধবী বা বন্ধুকেও নিয়ে যেতে পারেন—যদি তাঁর নাম হয় রাশি!”
advertisement
এই বিচিত্র রসিকতা এবং বেদনামিশ্রিত পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটিজেনদের মধ্যে। অনেকে পরামর্শ দেন, টিকিট কাউকে না দিয়ে নিজেই যেন ভ্রমণে বেরিয়ে পড়েন—মন ভাল করতে। আবার অনেকে লেখেন, ব্যক্তিগত সম্পর্কের এমন ঘটনা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়া আজকের যুগের বাস্তব চিত্র।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: হঠাৎ বিয়ে বাতিল! বিদেশে হানিমুনের দুই টিকিট ফ্রি দিচ্ছেন গুরুগ্রামের যুবক
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement