Viral News: গল্প নয়, সত্যি! কারখানা থেকে বাড়ি পৌঁছতেই কর্মচারী হয়ে গেল কোটিপতি!

Last Updated:

Viral news of Factory worker become billionaire: বছর ৬১-র ওই ব্যক্তির নাম ইয়ান ব্ল্যাক (Ian Black)। ডেইলি স্টারের তথ্য অনুযায়ী, ইয়ান পিরেলি কারখানায় কাজ করতেন।

Representative Image
Representative Image
কারখানার কর্মী থেকে কোটিপতি! লটারি পেয়ে এমনই এক অবিশ্বাস্য গল্পের নায়ক হয়ে উঠলেন এক ব্যক্তি। সারা জীবন এক কারখানায় কাজ করেই কাটিয়েছেন তিনি (Viral News)। তার পর একদিন অবসরের বয়সে নাইট শিফট থেকে বাড়ি ফিরে আসার পথে একটা খবরের কাগজ কেনেন তিনি। ওই ব্যক্তি অবশ্য জানতেন না এই কাগজটি তাঁর ভাগ্যের চাবিকাঠি। হঠাৎই খবর পড়ার সময় তাঁর চোখ পড়ে ন্যাশনাল লটারির খবরের উপর এবং কিছুক্ষণের মধ্যেই তিনি কোটিপতি হয়ে যান (Viral News)।
এক কারখানায় কর্মরত ওই ব্যক্তি ২ মিলিয়ন ডলারের লটারি পেয়েছেন। অবশ্য লটারি পেতেই তিনি তার বসকে ডেকে সাফ জানিয়ে দেন ভবিষ্যতে আর কারখানার কাজে যোগ দেবেন না। অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে কার্লিসেল, কামব্রিয়ায়। বছর ৬১-র ওই ব্যক্তির নাম ইয়ান ব্ল্যাক (Ian Black)। ডেইলি স্টারের তথ্য অনুযায়ী, ইয়ান পিরেলি কারখানায় কাজ করতেন।
advertisement
advertisement
এক নিমেষেই বদলে গেল ভাগ্য
ইয়ান ব্ল্যাক, তাঁর কারখানার দায়িত্ব থেকে বাড়ি ফেরার পথে একটি সংবাদপত্র কেনন। খবর পড়ার সময় তাঁর চোখ পড়ে ন্যাশনাল লটারিতে। ইয়ান ব্ল্যাক যখন জানতে পারলেন যে তিনি লটারি জিতেছেন, তখন তাঁর খুশির সীমা ছিল না। ইয়ান বাড়িতে পৌঁছে তাঁর স্ত্রী স্যান্ড্রাকে ওই টিকিট ক্রসচেক করতে বলেন। ৬১ বছর বয়সী ইয়ান ব্ল্যাকের ওই লটারি ছিল ২ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকা। বলা বাহুল্য বৃদ্ধ স্বামী-স্ত্রীকে একসঙ্গে এত টাকা আগে কখনও দেখেনি।
advertisement
বসকে ডেকে বললেন- এখন থেকে কাজে আর আসব না
লটারির খবর নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে ইয়ান ব্ল্যাক তাঁর কারখানার মালিককে ডেকে স্পষ্ট জানিয়ে দেন যে তিনি আর কখনও চাকরিতে ফিরবেন না। তাঁদের কথা শুনে মালিক হতবাক হয়ে জিজ্ঞেস করেন- কেন? কী এমন হয়েছে? উত্তরে ইয়ান জানান যে তিনি ২ মিলিয়ন ডলারের লটারি জিতেছেন। কী করবেন এত টাকা দিয়ে তারা? উত্তরে ওই দম্পতি জানান যে তাঁরা এই টাকা দিয়ে তাদের পোষা কুকুরের অস্ত্রোপচার করাবেন এবং তার পর জমি কিনে তাঁদের স্বপ্নের বাড়ি তৈরি করবেন। তাঁদের বর্তমানে ৫ সন্তান এবং ১০ জন নাতি-নাতনি রয়েছে। ইয়ান ব্ল্যাক বলেছেন যে এটি কেবল তাঁর জন্য নয়, পুরো পরিবারের জন্য একটি জীবন পরিবর্তনকারী ঘটনা।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: গল্প নয়, সত্যি! কারখানা থেকে বাড়ি পৌঁছতেই কর্মচারী হয়ে গেল কোটিপতি!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement