advertisement

Viral News: ডেটিং অ্যাপের পরিচয়ে ক্যাফেতে দেখা, একটা খাবার খেয়েই ১৮ হাজারের বিল—দিল্লিতে প্রতারণার অভিযোগ যুবকের

Last Updated:

Viral News: শুরুতেই তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন যে কোনও সম্পর্কের আগ্রহ তাঁর নেই। কেবল নতুন শহরে কারও সঙ্গে কথা বলার ও পরিচিত হওয়ার জন্যই দেখা করতে চেয়েছিলেন। পরে দু’জনে দিল্লির একটি ক্যাফে বা রেস্তরাঁয় দেখা করার সিদ্ধান্ত নেন।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
নয়াদিল্লিঃ ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয়ের পর ক্যাফেতে দেখা করতে গিয়ে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ তুললেন এক যুবক। সম্প্রতি দিল্লিতে নতুন কাজে যোগ দেওয়া ওই যুবক রেডিটে করা এক পোস্টে জানান, শহরে নতুন হওয়ায় ও একাকিত্ব কাটাতেই তিনি একটি ডেটিং অ্যাপে একটি মেয়ের সঙ্গে পরিচিত হন।
পোস্টে যুবক লেখেন, শুরুতেই তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন যে কোনও সম্পর্কের আগ্রহ তাঁর নেই। কেবল নতুন শহরে কারও সঙ্গে কথা বলার ও পরিচিত হওয়ার জন্যই দেখা করতে চেয়েছিলেন। পরে দু’জনে দিল্লির একটি ক্যাফে বা রেস্তরাঁয় দেখা করার সিদ্ধান্ত নেন।
advertisement
advertisement
যুবকের দাবি, ক্যাফেতে পৌঁছে জায়গাটি তাঁর খুব একটা পছন্দ না হলেও তিনি কথাবার্তা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে ওই তরুণী এক গ্লাস রেড ওয়াইন অর্ডার করেন। তবে যুবক মদ্যপান না করায় তিনি কিছুই অর্ডার করেননি। কিছুক্ষণ পর বিল এলে চমকে ওঠেন তিনি—বিলের অঙ্ক ছিল প্রায় ₹১৮ হাজার।
রেডিট পোস্টে যুবক জানান, তাঁর মাসিক বেতন মাত্র ₹২৫ হাজার। ফলে এই বিপুল অঙ্কের বিল তাঁর পক্ষে দেওয়া অত্যন্ত চাপের হয়ে দাঁড়ায়। “আমি বিল মিটিয়েছি, কিন্তু ভীষণ অস্বস্তি ও মানসিক চাপের মধ্যে ছিলাম। ভাবছিলাম, এটা কি দিল্লিতে স্বাভাবিক? নাকি কোনও ধরনের প্রতারণা?”—লেখেন তিনি।
advertisement
ঘটনার পর থেকে নতুন করে কারও সঙ্গে দেখা করতে ভয় পাচ্ছেন বলেও জানান ওই যুবক। পোস্টটি ভাইরাল হওয়ার পর বহু নেটিজেন মন্তব্য করে জানান, এটি একটি পরিচিত প্রতারণা। অনেকেই দাবি করেন, কিছু বার বা ক্যাফে ডেটিং অ্যাপের মাধ্যমে গ্রাহকদের টানতে এমনভাবে মেয়েদের ব্যবহার করে এবং পরে অতিরিক্ত বিল চাপিয়ে দেয়।
advertisement
একজন ব্যবহারকারী মন্তব্য করেন, “অনেক সময় এই মেয়েরা বার বা পাবের সঙ্গে যুক্ত থাকে। আগে থেকে সাবধান হওয়াই ভালো।” আরও অনেকেই ঘটনাটিকে শিক্ষা হিসেবে নেওয়ার পরামর্শ দেন এবং ভবিষ্যতে নিজের অনুভূতিতে ভরসা রাখার কথা বলেন।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয়ের পর দিল্লির বিভিন্ন ক্যাফে ও বারে অতিরিক্ত বিলের অভিযোগ সামনে এসেছে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: ডেটিং অ্যাপের পরিচয়ে ক্যাফেতে দেখা, একটা খাবার খেয়েই ১৮ হাজারের বিল—দিল্লিতে প্রতারণার অভিযোগ যুবকের
Next Article
advertisement
West Bengal Weather Update: আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
  • আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে

  • উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা

  • ঘন কুয়াশায় সকালের দিকে দৃশ্যমানতা কম থাকবে উত্তরবঙ্গে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement