Viral: 'বস, আমি গর্ভবতী!' মেসেজ দেখেই ঘাবড়ে উঠলেন ম্যানেজার, ভাইরাল কাণ্ড
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Viral: সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই বিভিন্ন চ্যাট ভাইরাল হয়। সম্প্রতি একটি চ্যাট ভাইরাল হয়েছে
সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই বিভিন্ন চ্যাট ভাইরাল হয়। সম্প্রতি একটি চ্যাট ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক মহিলা তাঁর অফিসের বসকে মেসেজ করেছেন। কিন্তু সেই চ্যাট বাকি ৫টা চ্যাটের মতো মোটেই সাধারণ ছিল না। সেই চ্যাটের স্ক্রিনশট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভাইরাল স্ক্রিনশটে দেখা যায়, ওই মহিলা তাঁর বসের কাছে ছুটি চাইছেন। কারণ তিনি গর্ভবতী। কিন্তু তার আগে তিনি মেসেজটি এমন ভাবে লিখেছেন যে কার্যত বোঝাই যাচ্ছে না।
advertisement
আর বসের রিপ্লাই শেষে দেখার মতো ছিল। বস লিখে দেন, প্রথমে আমার স্ত্রীকে বিষয়টা বোঝান। তারপরে সেই চ্যাটের স্ক্রিনশট কার্যত ভাইরাল হয়ে যায়।
advertisement
বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি। নেটিজেনরাও বিভিন্ন কমেন্ট করছেন বিষয়টি নিয়ে। কিছু ব্যবহারকারী লিখেছেন যে মেয়েটি তার চাকরি এবং তার বস উভয়ই হারিয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2024 12:43 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: 'বস, আমি গর্ভবতী!' মেসেজ দেখেই ঘাবড়ে উঠলেন ম্যানেজার, ভাইরাল কাণ্ড