Ghost Marriage: হানিমুন ছিল তাও একরকম, ঘর করা আর যাচ্ছে না উৎপাতের চোটে! ডিভোর্স চাইলে মহিলাকে এখন সর্বত্র ধাওয়া করছেন তাঁর ভূত-স্বামী!
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Woman, Who Married Ghost, Wants Divorce: রকার ব্রোকেড তাঁর স্বামী, ভিক্টোরীয় যুগের এক সৈনিকের প্রেতাত্মা এডওয়ার্ডকে যখন বিয়ে করেছিলেন ২০২২ সালের হ্যালোউইনের দিন, তার আগে তাঁর একবার বার্টনের ছবিটা দেখে নেওয়া উচিত ছিল। তাহলেই আর ফ্যাসাদে পড়তে হত না!
টিম বার্টনের কর্পস ব্রাইড ছবিটা মুক্তি পেয়েছিল ২০০৫ সালে। সেখানেই দেখেছিলাম আমরা ভুল করে হলেও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফেলায় মানুষ ভিক্টরের আর পিছু ছাড়েনি সুন্দরী পেত্নি এমিলি! রকার ব্রোকেড তাঁর স্বামী, ভিক্টোরীয় যুগের এক সৈনিকের প্রেতাত্মা এডওয়ার্ডকে যখন বিয়ে করেছিলেন ২০২২ সালের হ্যালোউইনের দিন, তার আগে তাঁর একবার বার্টনের ছবিটা দেখে নেওয়া উচিত ছিল। তাহলেই আর ফ্যাসাদে পড়তে হত না!
রকার ব্রোকেডকে মনে নেই? আচ্ছা, তাহলে একটু খেই ধরিয়ে দেওয়া যাক। তিনি ইউকে-র এক গায়িকা-গীতিকার, তাঁর শোওয়ার ঘরে একদা ঢুকে পড়েছিলেন ভূত এডওয়ার্ড। মাসপাঁচেক ওই শোওয়ার ঘরেই একসঙ্গে কাটিয়ে তাঁরা ব্যাপারটাকে পাকাপাকি জায়গায় নিয়ে যেতে চান। যেমন ভাবা, তেমন কাজ। চেনা জানা মানুষ আর পৃথিবীর সব ভূতেদের নেমন্তন্ন করে এক পরিত্যক্ত গির্জায় বিয়েটা সেরে ফেলেন তাঁরা।
advertisement
advertisement
ব্রোকেড জানিয়েছেন যে ওই বিয়েতে অষ্টম হেনরি, এলভিস প্রিসলের মতো ডাকসাইটে সব প্রেতাত্মারা হাজির ছিলেন। গোলযোগ বেধেছিল তখন, যখন মেরিলিন মনরোর প্রেতাত্মাও আসেন নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে। তাঁকে দেখেই না কি এডওয়ার্ড লজ্জাসরমের বালাই ভুলে সদ্য বিয়ে করা গিন্নির কানে কানে বলে ওঠেন- ‘‘ওহ্, মনরোকে তো তোমার থেকেও হট লাগছে!’’ সঙ্গে দু-চারটে অশ্লীল কথাও বলেন নায়িকার শারীরিক সৌন্দর্য নিয়ে।
advertisement
ব্রোকেড বলছেন যে তাঁর তখনই বোঝা উচিত ছিল এই বিয়ে কোনদিকে যেতে চলেছে। তবে সুপুরুষ সৈনিকের মায়া কাটানো কি আর অতই সহজ, বিশেষ করে সে যদি ভূত হয়! ফলে, উৎপাত বেড়েই চলল। হানিমুনেই যেমন এডওয়ার্ড সৈকতে পেড়ে ফেলেছিলেন ব্রোকেডকে, কাজকর্ম শেষ হওয়ার পরে সারা শরীরে বালি আর মুখে লেগে থাকা আইসক্রিম নিয়ে তিনি যখন কোনও মতে উঠে দাঁড়ান, তখন তাঁর ঠিক কেমন মনে হচ্ছেল? "ঠিক যেন একটা দৈত্যাকার সিল মাছের সঙ্গে হাতাহাতি করে উঠলাম", দাবি গায়িকার।
advertisement
যে ভূত শোওয়ার ঘরে ঢোকে, তার শারীরিক চাহিদা একটু বেশি হতেই পারে, মানুষের পক্ষে তা সামলানোও মুশকিল বটেই! কাজেই এটা নিয়েও তেমন মাথা ঘামাননি ব্রোকেড। তবে এর পরে যখন সারা দিন ধরে মাঝে মাঝেই ভৌতিক শিশুর কান্নার স্বর শুনিয়ে গিন্নিকে নাজেহাল করে মজা করা ধরলেন এৎওয়ার্ড, তখন ব্যাপারটা সহ্যের সীমা ছাড়াল। অসম্ভব রকমের মাসিক চাপের মুখে পড়লেন ব্রোকেড। তা থেকে মুক্তিলাভের জন্য এবং বিয়েটা বাঁচিয়ে এৎওয়ার্ডকে সৎপথে আনার জন্য এক সাইকিকেরও দ্বারস্থ হয়েছিলেন তিনি, নিজে মিডিয়াম পর্যন্ত হয়েছিলেন। কিন্তু কিছুতেই লাভ হয়নি। অবশেষে মুখ ফুটে বলতেই হল ব্রোকেডকে- তিনি ডিভোর্স চান!
advertisement
তাতেও যে লাভ হয়েছে, এমনটা কিন্তু নয়। ব্রোকেড বলছেন জোর গলায়- এডওয়ার্ড তাঁকে সব জায়গায় ধাওয়া করছেন। তাহলে উপায়?
"এক্সরশন বা ভূত ঝাড়া ছাড়া আর পথ নেই", করুণ স্বর ফুটে উঠছে ভূতের গিন্নির গলায়।
view commentsLocation :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
April 11, 2023 11:36 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Ghost Marriage: হানিমুন ছিল তাও একরকম, ঘর করা আর যাচ্ছে না উৎপাতের চোটে! ডিভোর্স চাইলে মহিলাকে এখন সর্বত্র ধাওয়া করছেন তাঁর ভূত-স্বামী!