Viral News: ফ্লিপকার্টের সেল থেকে iPhone 15 কিনেছিলেন মহিলা, ডেলিভারি বয় আসতেই যা হল… ভয়ে ঘুম উড়েছে সকলের
- Published by:Salmali Das
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Viral News: ফ্লিপকার্টে চলছে বিগ বিলিয়ন ডেজ সেল। আর এই সেলের সুযোগ নিয়ে অফারে মোবাইল ফোন থেকে শুরু করে নানা ইলেকট্রনিক সরঞ্জাম কিনছেন সকলে। কিন্তু তাতে বহু জায়গায় নানা ধরনের সমস্যা হচ্ছে।
বেঙ্গালুরুঃ ফ্লিপকার্টে চলছে বিগ বিলিয়ন ডেজ সেল। আর এই সেলের সুযোগ নিয়ে অফারে মোবাইল ফোন থেকে শুরু করে নানা ইলেকট্রনিক সরঞ্জাম কিনছেন সকলে। কিন্তু তাতে বহু জায়গায় নানা ধরনের সমস্যা হচ্ছে। বেঙ্গালুরুতেই এমন এক ঘটনার কথা প্রকাশ্যে এল।
সম্প্রতি, বেঙ্গালুরুর এক মহিলা ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেল থেকে একটি ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের iPhone 15 অর্ডার করেছিলেন। কেনাকাটায় স্বচ্ছতা বজায় রাখার জন্য ওপেন বক্স ডেলিভারির বিকল্প বেছে নিয়েছিলেন তিনি। কিন্তু ডেলিভারি বয় তা অস্বীকার করে। এমনকী সে বড় একটা পার্সেল গছাতে চেয়েছিল বলেও অভিযোগ ওই ডেলিভারি বয়ের বিরুদ্ধে। এরপর ওই মহিলার দাদা গোটা ঘটনাটির ভিডিও করেন। তাতে দেখা যায়, প্যাকেজ না খুলে জিনিস না দেখে জিনিসটি গ্রহণ করতে চাইছিলেন না ওই মহিলা। ইতিমধ্যেই আরও এক ডেলিভারি এজেন্ট সেখানে এসে পৌঁছন। যাঁর হাতে ছিল ছোট্ট একটা প্যাকেজ।
advertisement
আরও পড়ুনঃ খান তো দুটোই! তবে কাঁচা না পাকা কলা- কোনটা আপনার শরীরের জন্য বেশি উপকারী? জানুন বিশেষজ্ঞের মত
রেডিট-এর এই পোস্টের নাম ছিল “ফ্লিপকার্ট স্ক্যামার্স সাবধান।” taau_47 নামে রেডিট ব্যবহারকারী লিখেছেন, “আমার বোন ফ্লিপকার্ট সেলে ভিআইপি-র মাধ্যমে iPhone 15 কিনেছেন। আর সেটা ছিল ওপেন বক্স ডেলিভারি।” এরপর ওই মহিলার দাদা জানান যে, ডেলিভারি এজেন্ট তাঁর সঙ্গে প্রতারণা করার চেষ্টা করেছে। তাঁর অভিযোগ, “এই ব্যক্তি বড় প্যাকেজ ডেলিভার করতে এসেছিল। আর দাবি করেছিল যে, সে বক্সটি খুলতে পারবে না। যেভাবে আছে, সেভাবেই আমাদের নিতে হবে।”
advertisement
advertisement
তিনি আরও বলেন যে, “আমি প্রত্যাখ্যান করি। এরপর কয়েকজনকে ফোন করে ওই ডেলিভারি এজেন্ট। তারাও জানায়, এমন কোনও ফেসিলিটি সেখানে নেই। এদিকে আমি সবটা রেকর্ড করায় বেশ ভয়ও পেয়ে গিয়েছিল। এমনকী নিজের অপরাধী-সঙ্গীদেরকেও বিষয়টি কন্নড় ভাষায় জানাচ্ছিল।”
ওই রেডিট ব্যবহারকারী আরও বলেন যে, “এর মিনিট দু’য়েকের মধ্যেই অন্য এক ডেলিভারি এজেন্ট আসেন। তাঁর হাতে ছিল ছোট্ট প্যাকেজ। তিনি অবশ্য ওপেন বক্স ডেলিভারি দিতে চেয়েছিলেন।” সব শেষে taau_47 জানান যে, “আমরা জিনিসটা পেয়েছিলাম, কারণ ঘটনাটি আমি রেকর্ড করেছি। নাহলে তো আমি নিশ্চিত যে, ওই এজেন্ট আমাদের ভুলভাল প্যাকেজ ধরিয়ে দিয়ে যেত।”
Location :
Kolkata,West Bengal
First Published :
October 02, 2024 9:40 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: ফ্লিপকার্টের সেল থেকে iPhone 15 কিনেছিলেন মহিলা, ডেলিভারি বয় আসতেই যা হল… ভয়ে ঘুম উড়েছে সকলের