Viral: ‘কে নন্দিনী দি...?’ কলকাতা কাঁপাচ্ছেন নতুন 'ভাইরাল দিদি’! ৮০ টাকাতেই মটন-রাইস 'থালি'! নেটপাড়ায় ঝড়

Last Updated:

Viral: কিছুদিন আগেই শহর কলকাতার অলিগলি থেকে সোশ্যাল মিডিয়া। সর্বত্র তুমুল চর্চায় উঠে এসেছে নন্দিনীর পাইস হোটেল।

নতুন 'ভাইরাল দিদি’
নতুন 'ভাইরাল দিদি’
ভাইরাল ভিডিও: কিছুদিন আগেই শহর কলকাতার অলিগলি থেকে সোশ্যাল মিডিয়া। সর্বত্র তুমুল চর্চায় উঠে এসেছে নন্দিনীর পাইস হোটেল। সবার মুখে মুখে যেন একটাই কথা। নন্দিনীদির পাইস হোটেল। সুদূর বাংলাদেশ থেকেও নন্দিনীর হাতের খাবারের স্বাদ নিতে আজকাল চলে আসেন মানুষ। সঙ্গে ইউটিউবার, ফুড ব্লগাররা তো আছেই।
সোশ্যাল মিডিয়া থেকে শহরের পাইস হোটেলের বাজারে ঝড় তুলতে এবার বাজারে এল নতুন পাইস হোটেল। দাবি, বলে বলে দশ গোল দেবে ভাইরাল নন্দিনীদিকে! কার্যত এমনই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নতুন প্রতিযোগী। খাবারের রেট তাজ্জব করে দেওয়া! এই নতুন দিদি এবার মটন ভাত বিক্রি করছেন মাত্র ৮০ টাকায়। আর তাতেই ফুড ব্লগারদের চোখ পড়েছে তাঁর দিকেই।
advertisement
advertisement
নন্দিনীর হোটেলে পাঁঠার মাংসের থালির দাম ২২০ টাকা। সেখানে এই দোকানে মিলছে আশি টাকাতেই মাটন রাইস। দুই বোন মিলে খুলেছে ভাতের হোটেল। রান্না করতে করতেই ছোট বোনের দাবি, “লাভ-ক্ষতি জানি না। দিদি সবটা দেখে। দিদি বলেছে অত লাভ ক্ষতি ভাবতে হবে না। যা পারবি সেই দামেই লোককে খাওয়াবি।”
advertisement
ভাইরাল নন্দিনী দি’র প্রশ্ন ওঠাতে পাল্টা প্রশ্ন, “কে নন্দিনী দি? আমরা তাঁকে চিনি না। তাঁকে বলুন এসে আমাদের আশি টাকার মাংস ভাত খেয়ে যায় যেন।”
প্রসঙ্গত, ভাইরাল হওয়ার পর থেকেই একের পর এক বিতর্কে নাম জড়িয়েছে নন্দিনীর। কখনও দোকানে আসা ইউটিউবারকে গালমন্দ করে তাড়িয়ে দিচ্ছেন, তো কখনও হাত তুলছেন এমনও অভিযোগ। হাই ভোল্টেজ ড্রামা লেগেই থাকে এই ভাতের হোটেলে।
advertisement
এই সেদিনই যেমন নন্দিনী কেঁদেকেটে এক ইউটিউবারকে জানালেন, ‘দু দিন পর তোরা হয়তো আমাকে এখানে না-ও দেখতে পারিস।’ সঙ্গে যোগ করেন, ‘আমাদের স্বভাবই হল, যখনই দেখি না কেউ বাড়ছে, আমরা তাকে টেনে নামানোর চেষ্টা করি। তবে কথাতেই তো আছে রাখে হরি মারে কে। কপালে যা আছে তা তো হবেই।’
advertisement
প্রসঙ্গত, ভাইরাল ভাতের হোটেলের মালকিন নন্দিনীর আসল নাম মমতা গঙ্গোপাধ্যায়। পড়াশোনা করেছেন ফ্যাশন ডিজাইনিং নিয়ে। বেঙ্গালুরুর এক হোটেলে ভাল চাকরিও করতেন। কিন্তু করোনার সময়ে বাবা-মার সঙ্গে এই দোকান চালানোর স্বপ্ন নিয়ে সব ছেড়ে কলকাতা চলে আসেন বলে জানিয়েছিলেন দিদি নম্বর ১-এর মঞ্চে। যদিও এই দোকানটি তাঁদের নিজের নয় ভাড়ার। নন্দিনীর স্বপ্ন, দোকান চালিয়ে উপার্জিত টাকা জমিয়ে নিজেদের রেস্তোরাঁ তৈরি করে উপহার দেবেন বাবা-মাকে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: ‘কে নন্দিনী দি...?’ কলকাতা কাঁপাচ্ছেন নতুন 'ভাইরাল দিদি’! ৮০ টাকাতেই মটন-রাইস 'থালি'! নেটপাড়ায় ঝড়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement