ভাঙা বাইকেই ভাগ্য বদলের সুর, আজও সেই ‘লাকি গাড়ি’তেই ভরসা বাদাম কাকুর

Last Updated:

Bhuban Badyakar: ভাঙা বাইকেই ভাইরাল কাকু! কাঁচা বাদামের গায়ক আজও চালান সেই পুরনো 'লাকি গাড়ি', জানুন ভুবন বাদ্যকরের জীবনের এক অজানা অধ্যায়...

+
ভাঙা

ভাঙা বাইকে ভুবন বাদ্যকর

বীরভূম: ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’ এই গানেই এক সময় ঝড় উঠেছিল গোটা বাংলায়। সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি পরিচিতি পেয়েছিলেন বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। পরিচিতি পেয়েছিলেন ‘বাদাম কাকু’ নামে। কিন্তু গানের সেই অপ্রতিরোধ্য জনপ্রিয়তা সত্ত্বেও আজও তিনি আগলে রেখেছেন নিজের পুরনো ভাঙা বাইক।
দুবরাজপুর ব্লকের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন বাবু এখনো সেই বাইকেই চড়ে বেরোন। নতুন বাইকের কথা উঠতেই তাঁর সোজাসাপটা উত্তর, “নতুন বাইক কেনার টাকা নেই। ভাইরাল হয়েছিলাম ঠিকই, কিন্তু তার থেকে কিছু পাইনি। টাকা যদি না পাই, বাইকই বা কিনব কীভাবে?” তিনি বলেন, “এই গাড়িটা আমার লাকি। এই বাইকে চড়েই বাদাম বিক্রি করতাম। গান তৈরি, ভাইরাল হওয়া, সব কিছু এই বাইকের সঙ্গেই জড়িয়ে। এটা আমার জীবনের অংশ। ভেঙে গেলেও বিক্রি করব না।”
advertisement
আরও পড়ুনঃ ইচ্ছে করে ছেলের বউয়ের পার্সেল খুলতেন রোজ! জব্দ করতে এমন জিনিস অর্ডার দিলেন পুত্রবধূ, দেখা মাত্রই অজ্ঞান শাশুড়ি! নেটিজেনরা বলছে ‘পারফেক্ট রিভেঞ্জ’
পথচলতি মানুষের চোখেও এখন বাইকটা এক আইকনিক বস্তু। বহুজন এখনও অবাক হয়ে বলে ওঠেন, “ওই যে ভুবন কাকুর বাইক! এখনও রেখেছেন?” উত্তরে ভুবন বাবু বলেন, “এই বাইক ছাড়ব কেন? ভাগ্যবদলের সঙ্গী তো ও-ই!” ভাইরাল হওয়ার পরে একাধিক রিয়েলিটি শো, স্টুডিও অ্যালবাম এবং যাত্রায় অভিনয়, সব মিলিয়ে চমক থাকলেও স্থায়ী সাফল্য বা আর্থিক স্বস্তি মেলেনি। তবু তিনি আশাবাদী। ভগবানের দিকেই তাকিয়ে বলেন, “আমি তো কিছু চাই না। ভগবান যখন সময় মনে করবেন, তখনই দেবেন। এখন এই বাইকটাই আমার ভরসা।”
advertisement
advertisement
সুদীপ্ত গড়াই
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ভাঙা বাইকেই ভাগ্য বদলের সুর, আজও সেই ‘লাকি গাড়ি’তেই ভরসা বাদাম কাকুর
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
  • বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি !

  • বৃষ্টি হবেই

  • পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে?

VIEW MORE
advertisement
advertisement