Viral Bhindi Samosa: ‘ভিন্ডি শিঙাড়া’ কখনও খেয়েছেন? দিল্লির এই বিশেষ খাবার এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
এক ফুড ব্লগার Instagram-এ ভিডিওটি শেয়ার করে লিখেছিলেন: “সামোসা তো বহুত টাইপ কে খায়ে হ্যায়, লেকিন আপ লোগো নে কভি খায়া হ্যায় ভিন্ডি সামোসা?”
নয়াদিল্লি: শিঙাড়া তো সবাই খেয়েছেন ৷ মোটামুটি সকলেই খেতে পছন্দ করেন ৷ কিন্তু তাই বলে ‘ভিন্ডি শিঙাড়া’ কখনও খেয়েছেন ? নিশ্চয় না ৷ প্রিয় স্ন্যাকসের তালিকায় এখন আলুর শিঙাড়ার জায়গায় ভিন্ডি শিঙাড়া !
এই আবিষ্কারটি যে ফুড ব্লগার করেছিলেন ৷ তিনি Instagram-এ ভিডিওটি শেয়ার করে লিখেছিলেন: “সামোসা তো বহুত টাইপ কে খায়ে হ্যায়, লেকিন আপ লোগো নে কভি খায়া হ্যায় ভিন্ডি সামোসা?”
advertisement
advertisement
ভিডিওতে দেখা যায়, রাস্তার ধারে এক খাবার বিক্রেতা তৈরি করছেন এই স্ন্যাক্সটি (Snack)। তার উপর আবার থাকছে নানা রকম চাটনি, সাজিয়েও দিচ্ছেন ধনেপাতা ছড়িয়ে। তবে যত সুন্দরভাবেই পরিবেশন করা হোক না কেন, এই অদ্ভুত ব্যাপারস্যাপার মোটেই ভালভাবে নেননি নেটিজেনরা।
advertisement
ভিডিওটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের হতবাক করে দিয়েছে। বেশিরভাগই আলুর পরিবর্তে ভিন্ডি দিয়ে শিঙাড়া তৈরি করায় অবাক হয়েছেন। একজন ইনস্টাগ্রাম ইউজার মন্তব্য করেছেন, ‘‘কেন তারা জীবনের সমস্ত ভাল জিনিস নিয়ে খারাপ করে?” আরেকজন ব্যবহারকারী লিখেছেন, “এটা বন্ধ করো! এখন তুমি যেকোনও কিছু দিয়ে শিঙাড়া বানাচ্ছো। সামোসা কে সামোসা থাকতে দাও।” কিছু মানুষ এই সব এক্সপেরিমেন্টগুলি নিয়ে বিরক্ত। তাদের মধ্যে একজন লিখেছেন, “কয়েক দিনের মধ্যে আমরা বেগুন সামোসা, ভাত এবং ডাল সামোসা এবং খিচুড়ি সামোসাও দেখতে পাব।”
view commentsLocation :
Delhi
First Published :
April 29, 2025 1:53 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Bhindi Samosa: ‘ভিন্ডি শিঙাড়া’ কখনও খেয়েছেন? দিল্লির এই বিশেষ খাবার এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

