Water Bottle Inside Rectum: কোষ্ঠকাঠিন্যের সমস্যা ভেবে চিকিৎসকের কাছে গেলেন, মলদ্বার থেকে বেরোল আস্ত জলের বোতল

Last Updated:

Viral: কিন্তু কেন খামোখা নিজের পায়ু দিয়ে আস্ত বোতল ঢোকাতে গেলেন? সেই বিষয়ে অবশ্য নিশ্চিত নন চিকিৎসকরা।

Water Bottle Inside Rectum
Water Bottle Inside Rectum
Viral News: পেটের মধ্যে অনেকসময় ছুরি কাঁচি রেখে ভুলে যান চিকিৎসকরা। আর সেই ভুলে যাওয়ার মাশুল দিতে হয় রোগীকে। কিন্তু রোগী নিজেই যদি কিছু ঢুকিয়ে আর বের না করতে পারেন? সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এমনই একটি ঘটনা ভাইরাল হয়েছে। এমন আজব ঘটনা শুনে আঁতকে উঠেছেন নেটিজেনরা। দীর্ঘ দিন ধরেই মলত্যাগে সমস্যা হচ্ছিল ৫০ বছর বয়সী ইরানের বাসিন্দা এক ব্যক্তির। তাঁর বাড়ির লোকজনও ভেবেছিলেন হয়তো কোষ্ঠকাঠিন্যের সমস্যা। সমস্যা বাড়তেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই পরীক্ষা করার পরেই চক্ষু চড়কগাছ চিকিৎসকদের। কোষ্ঠকাঠিন্য নয়, ওই ব্যক্তির মলাশয়ে আটকে রয়েছে আস্ত একটি বোতল।
ইরানের সারির বাসিন্দা ওই ব্যক্তি নিজের পায়ুপথে একটি জলের বোতল ঢুকিয়েছিলেন মলাশয়ে। প্রায় সাড়ে সাত ইঞ্চি লম্বা এক জলের বোতল উল্টো করে ঢুকিয়েছিলেন নিজের মলাশয়ে। কিন্তু পরে আর কোনও ভাবেই সেটি বের করতে পারেননি। স্ত্রীর ভয়ে গোটা বিষয়টি মুখ ফুটে জানাতেও পারেননি। ক্রমশ খাওয়াদাওয়া বন্ধ হয়ে যায়, শুরু হয় তীব্র পেটে ব্যথা। মলত্যাগ করাও অসম্ভব হয়ে দাঁড়ায়। কোষ্ঠকাঠিন্যের সমস্যা ভেবে হাসপাতালে ভর্তি হলে সেখানে সিটি স্ক্যান করার পরেই গোটা বিষয়টি সাফ হয়। অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয় সেই আস্ত বোতল।
advertisement
advertisement
বিজ্ঞান বিষয়ক পত্রিকা ক্লিনিক্যাল কেস রিপোর্টস জার্নালে চিকিৎসকরা জানিয়েছেন, রিপোর্ট পেয়েই তড়িঘড়ি অস্ত্রোপচারের মাধ্যমে বোতলটি বার করেন তাঁরা। কিন্তু কেন খামোখা নিজের পায়ু দিয়ে আস্ত বোতল ঢোকাতে গেলেন? সেই বিষয়ে অবশ্য নিশ্চিত নন চিকিৎসকরা। অনেকেই মনে করছেন যৌন অতৃপ্তি থেকে এমনটা করে থাকতে পারেন। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই ব্যক্তির মানসিক অবসাদও রয়েছে। অস্ত্রোপচারের তিন দিন পরে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও বর্তমানে মনোবিদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Water Bottle Inside Rectum: কোষ্ঠকাঠিন্যের সমস্যা ভেবে চিকিৎসকের কাছে গেলেন, মলদ্বার থেকে বেরোল আস্ত জলের বোতল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement