Viral: সাপে-নেউলে জোরদার লড়াই! নেউলের পাশেই আছে বন্ধু কাঠবেড়ালি, শেষ হাসি হাসল কে?

Last Updated:

কথায় বলে সাপে-নেউলে সম্পর্ক। অর্থাৎ দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক ভয়ঙ্কর তিক্ত৷ দেখা হলেই একে অপরকে আক্রমণ করতে উদ্যত৷ তবে কেন এই দুই প্রাণী অর্থাৎ সাপ এবং নেউলের সম্পর্ক নিয়ে এমন প্রবাদ তৈরি হল তার প্রমাণ পাবেন এই ভিডিওতে৷

সাপে-নেউলে জোরদার লড়াই! নেউলের পাশে আছে বন্ধু কাঠবেড়ালি, শেষ হাসি হাসল কে?
সাপে-নেউলে জোরদার লড়াই! নেউলের পাশে আছে বন্ধু কাঠবেড়ালি, শেষ হাসি হাসল কে?
কথায় বলে সাপে-নেউলে সম্পর্ক। অর্থাৎ দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক ভয়ঙ্কর তিক্ত৷ দেখা হলেই একে অপরকে আক্রমণ করতে উদ্যত৷ তবে কেন এই দুই প্রাণী অর্থাৎ সাপ এবং নেউলের সম্পর্ক নিয়ে এমন প্রবাদ তৈরি হল তার প্রমাণ পাবেন এই ভিডিওতে৷
ভিডিওটি একেবারে গায়ে কাঁটা দেওয়ার মতো৷ ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি সাপ একটি নেউলকে আক্রমণ করতে উদ্যত৷ ফনা তুলে নেউলকে লক্ষ্য করে তেড়ে যাচ্ছে৷
অন্যদিকে নেউলটিও পাল্টা আক্রমণ করছে৷ নিজেকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করছে৷ তবে এখানে নেউলের বিপদে তার পাশে দাঁড়িয়েছে কয়েকজন বন্ধু৷ বেশ কয়েকটি কাঠবেড়ালি৷ তারাও চেষ্টা করছে সাপের হাত থেকে নেউলকে বাঁচাবার৷
advertisement
advertisement
advertisement
এই ভয়ানক লড়াইয়ের শেষে কি হল? কে জিতল? বন্ধুদের সাহায্য কতটা কাজে এল নেউলের? ভিডিও দেখে অবশ্য তা বোঝা যায় নি৷ কারণ ভিডিওটি এডিট করে বানানো৷ তবে ভিডিওর শেষে ভয়েস ওভারে বলতে শোনা গেল,‘‘সবক্ষেত্রে এমনটা হয় না’’৷
advertisement
কিন্তু কেন এই দুই একে অপরকে সর্বদা আক্রমণ করে? সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে একজন এই প্রশ্নটি Quora সাইটে পোস্ট করেছেন৷ সেখানে বিভিন্ন জন উত্তর দিয়েছেন৷ কেউ কেউ লিখেছেন যে, এটি উভয় প্রাণীর বেঁচে থাকার স্বাভাবিক প্রবৃত্তি।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: সাপে-নেউলে জোরদার লড়াই! নেউলের পাশেই আছে বন্ধু কাঠবেড়ালি, শেষ হাসি হাসল কে?
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement