পিক আপ ভ্যান উল্টে আহত চালককে সাহায্য করলেন না কেউ! মুরগি লুটতে ব্যস্ত জনতা, উঠছে মানবতার প্রশ্ন!

Last Updated:

মুরগি ভর্তি পিক আপ ভ্যান উল্টে যেতে অমানবিকতার চূড়ান্ত এক নিদর্শন উঠে এল। চালক ক্ষত-বিক্ষত। রক্তাক্ত। কিন্তু তাঁকে কেউ সাহায্য করল না। সবাই হুড়োহুড়ি করতে লাগল মুরগি লুটে!

মুরগি ভর্তি পিক আপ ভ্যান উল্টে যেতে অমানবিকতার চূড়ান্ত এক নিদর্শন উঠে এল।
মুরগি ভর্তি পিক আপ ভ্যান উল্টে যেতে অমানবিকতার চূড়ান্ত এক নিদর্শন উঠে এল।
মুরগি ভর্তি পিক আপ ভ্যান উল্টে যেতে অমানবিকতার চূড়ান্ত এক নিদর্শন উঠে এল। চালক ক্ষত-বিক্ষত। রক্তাক্ত। কিন্তু তাঁকে কেউ সাহায্য করল না। সবাই হুড়োহুড়ি করতে লাগল মুরগি লুটে! ছত্তিশগড়ের বেমেতারা জেলায় এমনই এক লজ্জাজনক ঘটনা সামনে এসেছে। শুক্রবার, রায়পুর-বিলাসপুর রোডে একটি মুরগিভর্তি পিকআপ ভ্যান উলটে যায়। দুর্ঘটনায় চালক গুরুতর আহত হন, কিন্তু আশপাশের গ্রামবাসীরা তাঁর সাহায্যে না গিয়ে ভ্যানে থাকা মুরগি লুট করতে ব্যস্ত হয়ে পড়েন।
এই অমানবিক ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ মানুষ।
advertisement
advertisement
আশপাশে উপস্থিত গ্রামবাসীরা তাঁকে সাহায্য না করে ভ্যানের উপর উঠে পড়ে মুরগিগুলো তুলে নিতে শুরু করেন।
আশপাশে উপস্থিত গ্রামবাসীরা তাঁকে সাহায্য না করে ভ্যানের উপর উঠে পড়ে মুরগিগুলো তুলে নিতে শুরু করেন।
ঘটনাটি ঘটেছে নন্দঘাট থানার অন্তর্গত তেমরি গ্রাম-এর কাছে। একটি পিকআপ ভ্যান, যা মুরগিতে বোঝাই ছিল, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উলটে পড়ে। চালক তখন গাড়ির ভিতরেই আটকে ছিলেন, যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। কিন্তু আশপাশে উপস্থিত গ্রামবাসীরা তাঁকে সাহায্য না করে ভ্যানের উপর উঠে পড়ে মুরগিগুলো তুলে নিতে শুরু করেন।
advertisement
এক পথচারী গোটা দৃশ্য মোবাইলে রেকর্ড করেন। সেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে—কীভাবে মানুষজন গাড়িতে উঠে মুরগি ধরে পালাচ্ছেন, আর চালক সাহায্যের জন্য কাতরাচ্ছেন। ভিডিওটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চরম নিন্দা ও তীব্র ক্ষোভ। অনেকেই বলছেন, “এটাই কি আমাদের সমাজ?”
আহত চালক ছটফট করছিলেন যন্ত্রণায়, আর গ্রামবাসীরা লুটে নিচ্ছিলেন মুরগি—ভিডিও দেখলে আত্মা কেঁপে উঠবে!
advertisement
আহত চালক ছটফট করছিলেন যন্ত্রণায়, আর গ্রামবাসীরা লুটে নিচ্ছিলেন মুরগি—ভিডিও দেখলে আত্মা কেঁপে উঠবে!
পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ দেখে যাঁরা মুরগি লুট করেছেন তাঁদের চিহ্নিত করার চেষ্টা চলছে। চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তদন্ত চলছে। নন্দঘাট থানার পুলিশ জানিয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযুক্তদের খুঁজে বের করা হবে।
advertisement
নেটিজেনরা বলছেন, এই ঘটনা শুধু আইন-শৃঙ্খলার প্রশ্ন তোলে না, বরং সমাজের মানবিকতার অবক্ষয়-কেও সামনে এনে দেয়। আহত একজন মানুষকে উপেক্ষা করে তার পরিবর্তে নিজের লাভের জন্য মুরগি লুট করা—এটা কী ভাবে একজন মানুষের কাজ হতে পারে?
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
পিক আপ ভ্যান উল্টে আহত চালককে সাহায্য করলেন না কেউ! মুরগি লুটতে ব্যস্ত জনতা, উঠছে মানবতার প্রশ্ন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement