বাস্তুশাস্ত্র মূলত কাজ করে নানারকমের দিক ও তার শুভাশুভ ফল নিয়ে। দেখে নেওয়া যাক বাস্তুশাস্ত্র অনুসারে কোন কোন দিকের তাৎপর্য কী।বাড়ির উত্তর-পূর্ব দিকে মেডিটেশন বা ধ্যান করার উপযুক্ত স্থান।উত্তর-পূর্ব দিকে বিনোদন এবং আড্ডার জন্য উপযুক্ত এলাকা। এই দিকেই ফ্যামিলি রুম বানানো যেতে পারে।লিভিং রুম বানাবার জন্য উপযুক্ত দিক হল পূর্ব দিক। তাই নতুন বাড়ি বানানোর সময় এই দিকে লিভিং রুম বানানো যেতে পারে।দক্ষিণ-পূর্ব কোণের পূর্ব দিক গৃহস্থ জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য বুঝতে সাহায্যে করে।
দক্ষিণ-পূর্ব অর্থ উপার্জনের ক্ষেত্র হিসেবে মানা হয়।দক্ষিণ-পূর্ব কোণ দক্ষিণ দিকটিকে শক্তি ও বিশ্বাসের ক্ষেত্র হিসেবে ধরা হয়।বাস্তুশাস্ত্রে দক্ষিণ দিকটিকে খুব গুরুত্বপূর্ণ দিক হিসেবে ধরা হয়েছে। এই দিকটিকে সামাজিক উন্নতির দিক হিসেবে ধরা হয়।দক্ষিণ-পশ্চিম কোণের দক্ষিণ দিকটিকে খরচের দিক ধরা হয়। যদিও, এই এলাকা জীবনের খারাপ মুহূর্ত পরিষ্কার করতে সাহায্য করে।দক্ষিণ-পশ্চিম কোণ পরিবারের সংহতি, বিবাহ, দৃঢ়তা, সম্পর্ক সামলে রাখতে সাহায্য করে।দক্ষিণ-পশ্চিম কোণের পশ্চিম দিক হল শিক্ষা, জ্ঞান ও বিনিয়োগের ক্ষেত্র।পশ্চিম দিকের একদম শেষপ্রান্তে ব্যবসার ক্ষেত্রে লাভের মুখ দেখাতে পারে।উত্তর-পশ্চিম কোণের পশ্চিম দিক ক্লান্তি ও হতাশার দিক।উত্তর-পশ্চিম কোণ হল স্বাস্থ্য, একে অপরকে সমর্থন করার দিক।উত্তর-পশ্চিম কোণের উত্তর দিককে আকর্ষণ ও যৌন তৃপ্তির সঠিক ক্ষেত্র হিসাবে ধরা হয়।উত্তর দিক এমন একটি দিক, যা কিনা গৃহস্থের উন্নতিতে সাহায্য করে।উত্তর-পূর্বের উত্তর দিক সুস্বাস্থ্য এবং শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতী বৃদ্ধি করতে সাহায্য করে।এবার দেখে নেওয়া যাক, কী কী নিয়ম মানলে পরিবারে অর্থ, স্বাস্থ্য এবং আনন্দ বজায় থাকবে -গৃহের প্রবেশদ্বার চারটি প্রধান দিকের একটি দিকে হওয়া উচিত।রান্নাঘর হওয়া উচিত দক্ষিণ-পূর্ব দিকে।বাড়ি করার সময় উত্তর দিক এবং পশ্চিম দিকে যেন বাথরুম তৈরি করা না হয়।বাড়ির উত্তর দিকে একটি নীল বোতলে মানি প্ল্যান্ট গাছ রাখতে হবে।কুবেরের একটি মূর্তি উত্তর দিকে রাখতে হবে।লাল রঙের বাল্ব দক্ষিণ-পূর্ব দিকে জ্বালাতে হবে।নিশ্চিত করতে হবে বাড়ির পশ্চিম দিকে কোনও গাছপালা লাগানো রয়েছে কিনা।একজোড়া সাদা ঘোড়ার ছবি বা মূর্তি উত্তর-পশ্চিম কোণে রাখতে হবে।দক্ষিণ-পূর্ব কোণে বানান করে লক্ষ্মী লিখে রাখতে হবে।পশ্চিম দিকে একটি লকার রাখা যেতে পারে।বাড়ির পূর্ব দিকে একটি তুলসী গাছ লাগিয়ে রাখলে গৃহস্থের শ্রীবৃদ্ধি হবে।
Published by:Ananya Chakraborty
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।