দরজা খুলতেই শাশুড়ির চোখ কপালে ! ভাড়াটের সঙ্গে প্রেমে মত্ত পুত্রবধূ, এরপর যা হল বিশ্বাস হবে না
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Agra Latest News : অনেকদিন ধরেই চলছে প্রেম। একদিন হাতেনাতে ধরে ফেললেন শাশুড়ি। বউমাকে বকাঝকা তো করলেনই, খবর পাঠালেন বাপের বাড়িতেও।
আগরা: চোখ কপালে ওঠার মতো কাণ্ড। শ্বশুরবাড়িতে ভাড়াটের প্রেমে হাবুডুবু খাচ্ছেন পুত্রবধূ। অনেকদিন ধরেই চলছে প্রেম। একদিন হাতেনাতে ধরে ফেললেন শাশুড়ি। বউমাকে বকাঝকা তো করলেনই, খবর পাঠালেন বাপের বাড়িতেও।
কিন্তু জবাবে বউমার মা যা বললেন, তাতে চোখ কপালে ওঠার জোগাড়। কোনও সমাধান নয়, মেয়েকে সাবধান করা নয়। তিনি সোজা শাশুড়িকেই মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। সোজা কথায়, তাঁর মেয়ে পরকীয়া করবে। কেউ কিছু বলতে পারবে না। আগ্রার বিন্দু কাটরা চৌকি এলাকার ঘটনা।
advertisement
advertisement
বছর ছয়েক আগে সদর এলাকায় বিয়ে হয় তরুণীর। কিছুদিন পর তাঁর শ্বশুরবাড়িতেই ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন এক যুবক। প্রথমে পুত্রবধূ ও ভাড়াটের মধ্যে বন্ধুত্ব হয়। শাশুড়ি বিষয়টাকে খোলা মনেই নিয়েছিলেন। কিন্তু সেই বন্ধুত্ব যে প্রেমে গড়াবে কে জানত!
শ্বশুরবাড়িতেই ভাড়াটে প্রেমিকের সঙ্গে অবাধ মেলামেশা শুরু করেন পুত্রবধূ। ওই তরুণীর পাঁচ বছরের এক সন্তান রয়েছে। অভিযোগ, রাতে সন্তানকে ঘরে তালা দিয়ে ভাড়াটের ঘরে যান তিনি। এক রাতে শাশুড়ির ঘুম ভেঙে যায়। ঘরে গিয়ে দেখেন পুত্রবধূ নেই। শুরু হয় খোঁজ।
advertisement
খোঁজাখুঁজি করতে করতে ভাড়াটের ঘরের সামনে এলে অদ্ভুত শব্দ শুনতে পান শাশুড়ি। মনে সন্দেহ হয়। দেরি না করে দরজা খুলে ফেলেন। তারপর যা দেখেন, তাতে চক্ষু চড়কগাছ। একই ঘরে পুত্রবধূ আর ভাড়াটে প্রেমে মত্ত। এমন দৃশ্য দেখে শাশুড়ি তো রেগে কাঁই।
advertisement
বউমাকে বকাঝকা করেন। আর যেন এমন না হয়, বলে সতর্কও করেন তিনি। একই সঙ্গে অভিযোগ জানান, পুত্রবধূর মায়ের কাছে। কিন্তু বেয়ানের কাছ থেকে এমন জবাব পাবেন আশা করেননি তিনি। পুত্রবধূর মা শাশুড়িকে পাল্টা হুমকি দিয়ে বলেন, বেশি বাড়াবাড়ি করলে শাশুড়িকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে।
পুলিশে অভিযোগ দায়ের শাশুড়ির: এরপর আর দেরি করেননি তিনি। পুরো ঘটনা জানিয়ে সদর থানায় অভিযোগ দায়ের করেন শাশুড়ি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুত্রবধূ, ভাড়াটে এবং পুত্রবধূর মায়ের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।
Location :
Agra,Uttar Pradesh
First Published :
June 04, 2024 3:06 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
দরজা খুলতেই শাশুড়ির চোখ কপালে ! ভাড়াটের সঙ্গে প্রেমে মত্ত পুত্রবধূ, এরপর যা হল বিশ্বাস হবে না