Trending News: ইঞ্জিনিয়ারের থেকে ড্রাইভারের আয় বেশি! ক্যাবে বসে জেনে হতবাক প্যাসেঞ্জার
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Trending News: ইঞ্জিনিয়ার এখন ক্যাব ড্রাইভার। কোভিডের পর, মন্দার প্রভাব পড়েছে গোটা বিশ্বে। এখন, কর্পোরেট চাকরিতে যতটা বেতন দেওয়া উচিত ততটা দেওয়া হচ্ছে না।
ইঞ্জিনিয়ার এখন ক্যাব ড্রাইভার। কোভিডের পর, মন্দার প্রভাব পড়েছে গোটা বিশ্বে। এখন, কর্পোরেট চাকরিতে যতটা বেতন দেওয়া উচিত ততটা দেওয়া হচ্ছে না। শ্বেতা কুক্রেজা নামের এক মহিলা ট্যুইটারে তাঁর অভিজ্ঞতা ভাগ করে লিখেছেন সম্প্রতি তিনি ক্যাবে যাচ্ছে করছেন। এবং সেই সময় তিনি জানতে করেন যে তাঁর ড্রাইভার একজন ইঞ্জিনিয়ার। শুধু তাই নয়, তিনি আরও অনেক তথ্য জানতে পারেন ড্রাইভারের সঙ্গে কথা বলে।
ড্রাইভার বলেন তিনি যখন কর্পোরেটে চাকরির করতেন এখন ড্রাইভিং করে তার থেকে বেশি উপার্জন করেন। শ্বেতার এই ট্যুইটটি ভাইরাল হয়েছে। বছরের শুরুতেই বহু মানুষ চাকরি হারিয়েছেন। আবার কিছু মানুষের চাকরির থাকলেও বেতন কমিয়ে দিয়েছে বহু কর্পোরেট। এই মন্দার বাজারে চাকরির অবস্থা নিয়ে সামাজ মাধ্যমে প্রচুর পোষ্ট দেখা গিয়েছে।
advertisement
advertisement
I was in a cab yesterday and that driver was an engineer.
He said he earns more from the cab driving than his corporate job at Qualcomm. 🥲
— Shweta Kukreja (@ShwetaKukreja_) August 6, 2023
সেই প্রসঙ্গে ট্যুইটারে শ্বেতা লিখেছেন, ‘আমি গতকাল একটি ক্যাবে যাচ্ছিলাম এবং সেই চালক ছিলেন একজন ইঞ্জিনিয়ার। তাঁর সঙ্গে কথোকথপনে জানতে পারি এর আগে তিনি কর্পোরেটে চাকরি করতেন। কিন্তু, এখন তিনি ক্যাব ড্রাইভিং করে তখনকার থেকে অনেক বেশি উপার্জন করেন।’ অনেকেই এই ট্যুইটের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। একজন ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, “আমার সোসাইটির কাছের পানিপুরি ওয়ালা মাসে ৩-৪ লাখ টাকা আয় করে সে মাত্র ক্লাস ৬ পাস। তিনি আমাকে বলেছেন এখন তিনি অন্য আরও জায়গায় আরেকটি স্টল খুলেছেন।”
Location :
Kolkata,West Bengal
First Published :
August 07, 2023 2:23 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Trending News: ইঞ্জিনিয়ারের থেকে ড্রাইভারের আয় বেশি! ক্যাবে বসে জেনে হতবাক প্যাসেঞ্জার