একটি পায়রার জীবন বাঁচাতে ট্রাফিক পুলিশের প্রচেষ্টা সবার মন জয় করে নিল
- Published by:Brototi Nandy
Last Updated:
ব্যাঙ্গালোরের একজন ট্রাফিক পুলিশ নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি পায়রাকে বাঁচাতে হোর্ডিংয়ে চড়েন এবং তার চারপাশে মোড়ানো সুতোর জট খুলে পাখিটিকে মুক্ত করে খোলা আকাশে উড়িয়ে দেন। trafic police risk his life to save pigeon
বেঙ্গালুরু : একটি পায়রার জীবন বাঁচাতে একজন ট্রাফিক পুলিশের এতো বড় প্রচেষ্টা সমস্ত লোকেদের প্রচুর প্রশংসা এবং ভালোবাসা অর্জন করেছে। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় ব্যাঙ্গালোরের রাজাজিনগর ট্রাফিক থানার সুরেশ নামে একজন ট্রাফিক পুলিশ একটি পায়রার জীবন বাঁচানোর জন্য প্রাণের ঝুঁকি নিয়ে হোর্ডিংয়ের ওপর চড়তে দেখা যায়।
এক মুহূর্তের জন্যও তিনি নিজের জীবনের পরোয়া করেননি। পায়রাটি পায়ে সুতো জট পেকে যাওয়ায় সে বাজেভাবে হোর্ডিংয়ে আটকে ছিল এবং বেরোতে পারছিল না সেই জট ছিঁড়ে। ট্রাফিক পুলিশের চেষ্টায় পায়রাটি মুক্ত হয়ে আকাশে উড়ে যায়। এত সুন্দর ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার হওয়ার পর তা বহু মানুষের মন জয় করেছে এবং কমেন্ট বক্সে প্রচুর প্রশংসা অর্জন করেছে।
advertisement
বেঙ্গালুরুর ট্রাফিক পুলিশের ডেপুটি কমিশনার (পশ্চিম) কুলদীপ কুমার আর জৈন ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন “পুলিশের লুকানো এবং অনাবিষ্কৃত দিক। রাজাজিনগর ট্রাফিক থানা থেকে অনেক শুভেচ্ছা মিস্টার সুরেশকে। "
advertisement
ভিডিওটি এখানে দেখুন:-
The hidden and unexplored side of a policemen. Well done Mr Suresh from @rajajinagartrps pic.twitter.com/D9XwJ60Npz
— Kuldeep Kumar R. Jain, IPS (@DCPTrWestBCP) December 30, 2022
advertisement
টুইটারে ইউসারদের অনেকেই ট্রাফিক পুলিশ অফিসারের নিঃস্বার্থ কাজের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন ,আবার অনেকে তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন। কিছু ইউসার ট্রাফিক পুলিশদের সুরক্ষার জন্য তাদের হার্নেস বেল্ট এবং সেফটি গিয়ার দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, "এটি তার দায়িত্বের বাইরে। অনুগ্রহ করে নিশ্চিত করুন যে তিনি উপযুক্তভাবে পুরস্কৃত হয়েছেন।"
advertisement
অন্য একজন মন্তব্য করেছেন, "তার অ্যাকশনের প্রশংসা করুন কিন্তু নিরাপত্তার মূল্যে না। আপনারা যেভাবে সমস্ত রাইডারদের হেলমেটের উপর জোর দিতত্ত্বে বলেন , সেরকমই পুলিশ সদস্যদের জন্যও নিরাপত্তা অগ্রাধিকার হওয়া উচিত। তারও বাড়িতে পরিবার আছে।''
এইরকম আরও অনেক কমেন্টস ট্রাফিক পুলিশের এই কাজকে মহান করে তুলেছে এবং একই সঙ্গে ট্রাফিক পুলিশদের সঠিক সুরক্ষা ব্যবস্থা দেওয়ার জন্য অনেকে অনুরোধও জানিয়েছে।
view commentsLocation :
Bangalore,Karnataka
First Published :
January 06, 2023 6:41 PM IST