কিয়োটোর কাছে একটি জাপানি দ্বীপে কয়েক হাজার কাকের জমায়েত ,দেখুন রহস্যজনক এই ভিডিওটি
- Published by:Brototi Nandy
Last Updated:
কিয়োটার কাছে অবস্থিত একটি জাপানি দ্বীপ হোনশুতে হাজার হাজার কাককে আকাশে উড়তে এবং রাস্তায় জমা হতে দেখা গেছে। সাধারণত এই ধরণের ঘটনা কোন প্রাকৃতিক দুর্যোগের সংকেত দেয় বলে আমরা জানি। কিন্তু এর আসল কারণ এখনও পরিষ্কার নয়। thousands of crows gathers on the streets of honshu, a japanese Island
আমরা জানি কোন প্রাকৃতিক দুর্যোগ হলে পশুপাখিরা আগেই থেকে টের পায়। বিনা কারণে পাখিদের চিৎকার করা বা জমায়েত হওয়া , আচার আচরণ সবকিছুই সেই দিকেই আঙ্গুল তোলে। কিয়োটার কাছে অবস্থিত একটি জাপানি দ্বীপ হোনশুতে হাজার হাজার কাককে আকাশে উড়তে এবং রাস্তায় জমা হতে দেখা গেছে। সাধারণত এই ধরণের ঘটনা কোন প্রাকৃতিক দুর্যোগের সংকেত দেয় বলে আমরা জানি। কিন্তু এর আসল কারণ এখনও পরিষ্কার নয়।
হোনশুর বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউসাররা এই অদ্ভুত ভিডিওটি ক্যামেরাবন্দি করে বিভিন্ন জায়গায় শেয়ার করেছেন। স্থানীয় বাসিন্দারা এই আশ্চর্য্যজনক ঘটনার পিছনের কারণ জানতে না পেরে অযথা ভয় পেয়ে যান। যেহেতু কোন স্থানে পশু বা পাখির বিপুল সংখ্যক জড়ো হওয়া প্রাকৃতিক দুর্যোগের সূচনার ইঙ্গিত দেয়, তাই অনেকেরই ধারণা ছিল হয়ত সেরকম কিছু ঘটতে চলেছে। কিন্তু সেই আশঙ্কা দূর হয়ে গেছে যেহেতু সবকিছু স্বাভাবিকই ছিল। ভিডিওটি এখানে দেখুন-
advertisement
Flocks of Crows arrive in areas of Kyoto, Honshu, Japan. (07.02.2023). 🧐 pic.twitter.com/f4VkwP8ll6
— BRAVE SPIRIT🇺🇦 (@Brave_spirit81) February 8, 2023
advertisement
কিছুদিন আগেই এমনি একটি অদ্ভুত ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের সামনে এসেছিল যেখানে দেখা গেছে একটি খামারে বেশ কিছু সংখ্যক ভেড়া বৃত্তাকার প্রদক্ষিণ করছে। ২০২২ সালের নভেম্বর মাসে চীনা রাষ্ট্র-চালিত আউটলেট পিপলস ডেইলি দ্বারা পোস্ট করা একটি ভিডিওতে এই ঘটনাটি সবার সামনে তুলে ধরা হয়েছিল। কিন্তু এর পিছনের কারণ আজও অজানা।
advertisement
এমন ধরণের বিভিন্ন রহস্যজনক ঘটনা সোশ্যাল মিডিয়াতে শেয়ার হয়ে থাকে ,যদিও এর পিছনের রহস্য আজও উন্মোচিত হয়নি।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 16, 2023 11:51 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
কিয়োটোর কাছে একটি জাপানি দ্বীপে কয়েক হাজার কাকের জমায়েত ,দেখুন রহস্যজনক এই ভিডিওটি