The Puzzled Fox: মানুষ ও পশু মিলিয়ে মোট ১৬ টি মুখ লুকিয়ে এই ছবিতে! দেখুন তো ১৫০ বছরের পুরনো ধাঁধাঁর সমাধান করতে পারেন কি না

Last Updated:

The Puzzled Fox: এই ধরনের ছবি শুধু আমাদের মনের ছবি তুলে ধরে না৷ পরিচয় দেয় আমাদের পর্যবেক্ষণ শক্তিরও৷

The Puzzled Fox
The Puzzled Fox
নেটিজেনদের কাছে অপটিক্যাল ইলিউশন নেশার মতো৷ এখন সামাজিক মাধ্যমে অপটিক্যাল ইলিউশন ট্রেন্ডিং৷ এই ধরনের ছবি শুধু আমাদের মনের ছবি তুলে ধরে না৷ পরিচয় দেয় আমাদের পর্যবেক্ষণ শক্তিরও৷
সেরকমই একটি ছবি বা ব্রেন টিজারের নাম ‘দ্য পাজলড ফক্স’৷ এই ছবিতে পশু ও মানুষের ১৬ টি মুখ লুকিয়ে আছে৷ আপনাকে খুঁজে পেতে হবে ওই মুখগুলি৷ মনে রাখুন, এটি আপনার মস্তিষ্ক ও মনের চর্চাই হয় না, ধরা পড়ে ধৈর্যের সীমাও৷
আপনি যদি ১৬ টি মুখ খুঁজে না পান, রইল কিছু ক্লু৷ ভাল করে খেয়াল করুন৷ বিড়ালের মুখেই দেখতে পাবেন শিয়ালের মুখ৷ তাকে ঘিরে আছে ঘোড়া ও ভেড়ার শাবক৷ গাছের শিকড়ের কাছে দেখতে পাবেন একটি ভেড়াকে৷ ছবির নীচের দিকে লুকিয়ে আছে বন্য শূকরের মুখ৷ গাছের শাখার কাছে শিয়ালের মুখের কাছে খুঁজে পাবেন দু’টি মানুষের মুখও৷ সেইসঙ্গে তিনটি মানুষের মুখ দেখতে পাবেন ছবির অন্য দিকে, গাছের উপরে৷
advertisement
advertisement
আরও পড়ুন : চিটচিটে গরমেও ফুরফুরে চুল আর তকতকে ত্বক চাই? আপনার মুশকিল আসান কালোজামের রস
১৮৭২ সালে আমেরিকায় তৈরি হয়েছিল এই অপটিক্যাল ইলিউশনের ছবি৷ ১৫০ বছর পরও এই ছবি এখনও ধাঁধাঁ হেয়ালি খামখেয়ালীর সঙ্গী৷ রোজই আকর্ষণ করছে নিত্যনতুন ধাঁধাঁপ্রেমীদের৷ তবে নেটিজেনদের মত, এই ছবি থেকে সবক’টি মুখ খুঁজে বার করা বেশ কঠিন৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
The Puzzled Fox: মানুষ ও পশু মিলিয়ে মোট ১৬ টি মুখ লুকিয়ে এই ছবিতে! দেখুন তো ১৫০ বছরের পুরনো ধাঁধাঁর সমাধান করতে পারেন কি না
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement