Thai Prostitute Bites Tourists Earlobe: মদে আর কামে উন্মাদ, ভরা বাসে পর্যটকের কান কামড়ে গিলে নিলেন যৌনকর্মী!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Thailand Prostitute: পর্যটক যখন যন্ত্রণায় চিৎকার করছেন তাঁর সামনেই কানের লতিটি গিলেও ফেলেন ওই যৌনকর্মী।
সারা বিশ্বের মানুষের কাছেই থাইল্যান্ড অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। কেবল থাই সংস্কৃতিই বিখ্যাত নয়, এখানকার খাদ্য এবং জীবনধারার বিশ্বের সবচেয়ে উপভোগ্য দেশগুলির মধ্যে অন্যতম করে তুলেছে থাইল্যান্ডকে। তবে উপভোগ করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা হলে তার মাশুল গুনতে হয় দীর্ঘদিন। যেমন গুনতে হচ্ছে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে। থাইল্যান্ড ভ্রমণ তাঁর কাছে এখন ভয়ঙ্কর স্মৃতি। থাইল্যান্ডের একজন যৌনকর্মী ওই ব্যক্তির কানের লতি কামড়ে চিবিয়ে নিয়েছেন।
ঘটনাটি ঘটেছে পাটায়ায়। একটি বাসের পিছনে ওই পর্যটকের কাছে আসেন একজন যৌনকর্মী। প্রচণ্ড মদ্যপান করে তখন নেশাগ্রস্ত ছিলেন ওই যৌনকর্মী। মদের নেশায় এবং যৌন তাড়নায় বাসের পিছনেই বছর পঁচিশের যৌনকর্মী কান্নিকা কামটন ৫৫ বছর বয়সী ওই পর্যটকের উপর প্রায় ঝাঁপিয়ে পড়েন।
advertisement
advertisement
একটি যৌনপল্লী দিয়ে বাসটি পেরনোর সময়ই বাসে চেপেছিলেন কামটন। প্রচণ্ড মাতাল অবস্থায় ওই ব্যক্তির ডান কানের লতি কামড়ে ধরেন তিনি। চিৎকারে বাসের অন্যান্য যাত্রীরা তাঁদের দিকে তাকালে দেখা যায় দাঁত দিয়ে কামড়ে লতির একটি অংশ ছিঁড়ে ফেলেছেন তিনি।
পর্যটক যখন যন্ত্রণায় চিৎকার করছেন তাঁর সামনেই কানের লতিটি গিলেও ফেলেন ওই যৌনকর্মী। ঘটনাস্থলে থাকা পুলিশ আহত পর্যটককে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার আগে কানে ব্যান্ডেজ বাঁধেন। ওই যৌনকর্মী পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁকে আটক করে স্থানীয় থানায় নিয়ে যায়।
advertisement
দ্য সান পুলিশ লেফটেন্যান্ট কর্নেল সাইজাই কামচুলা বলেন, “একজন অফিসার ওই যৌনকর্মীকে নিয়ন্ত্রণে আনতে গেলে তিনি অফিসারকেও লাথি মারেন। আটক মহিলার বিরুদ্ধে মামলা করা হবে। ঘটনার অনেক সাক্ষী ছিল।” পাটায়া যৌন পতিতালয় এবং ক্লাবের জন্য বিখ্যাত। এই কারণে এটি বিশ্বের যৌন রাজধানী হিসাবেও পরিচিত।
view commentsLocation :
First Published :
August 25, 2022 1:50 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Thai Prostitute Bites Tourists Earlobe: মদে আর কামে উন্মাদ, ভরা বাসে পর্যটকের কান কামড়ে গিলে নিলেন যৌনকর্মী!