Texas Dad: Viral: আর একটু হলেই ক্ষিপ্ত ষাঁড়ের উন্মত্ত গতিতে পদপিষ্ট, সন্তানকে বাঁচাতে অকুতোভয় বাবার কীর্তি ভাইরাল

Last Updated:

অবিশ্বাস্য ক্ষিপ্রতায় রক্ষা করে নেটিজেনদের চোখে নায়ক তাঁর বাবা (Texas Father)

শেষ মুহূর্তে পরিত্রাতা হয়ে দাঁড়ান তাঁর বাবা ল্যান্ডিস হুকস
শেষ মুহূর্তে পরিত্রাতা হয়ে দাঁড়ান তাঁর বাবা ল্যান্ডিস হুকস
টেক্সাস : উন্মত্ত গতিতে ছুটে আসছে খ্যাপা ষাঁড়৷ তার আক্রমণের মুখে মাটিতে অসহায়ভাবে পড়ে আছে ১৮ বছর বয়সি ছেলে৷ তাকে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় রক্ষা করে নেটিজেনদের চোখে নায়ক তাঁর বাবা (Texas Father)৷
টেক্সাস থেকে এই ভাইরাল ভিডিও (Viral Video) ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়৷ যে কিশোর এই ভিডিওর কেন্দ্রে তাঁর নাম কোডি হুকস৷ টগবগে ষাঁড়ের পিঠে বসে তিনি ঢুকেছিলেন রিং-এ৷ খেলা দেখাবেন বলে৷ কিন্তু খেলা দেখানো তো দূর অস্ত্! রিং-এ ঢোকামাত্র সওয়ারিকে পিঠ থেকে ছুঁড়ে ফেলে দিল সেই ষাঁড়৷ চতুষ্পদের পিঠ থেকে পড়ে গিয়ে ধুলো ঝেড়ে ওঠার ক্ষমতা হারিয়ে ফেলেন ওই তরুণ৷ ঘটনাস্থলে থাকা বাকি হ্যান্ডলাররা হার মানেন ষাঁড়ের ক্ষিপ্রতা ও তেজের কাছে৷
advertisement
আরও পড়ুন : মেয়ের স্কার্ফ টুপি জুতো মায়ের হাতে, রক্তাক্ত বাবা ধরে আছেন এক হাত, ইউনিকর্ন পায়জামা পরে ঘুমের দেশে ইউক্রেনীয় বালিকা
পরিস্থিতি এমন দাঁড়ায়, আর কিছু মুহূর্তের মধ্যে ষাঁড়ের পদপিষ্ট হয়ে যাবেন তরুণ৷ তাঁর পরিণতির কথা ভেবে শিহরিত দর্শকরা৷ শেষ মুহূর্তে পরিত্রাতা হয়ে দাঁড়ান তাঁর বাবা ল্যান্ডিস হুকস৷ উপায়ন্তর না দেখে শেষ মুহূর্তে ৪০ বছর বয়সি ল্যান্ডিস ঝাঁপিয়ে পড়েন সন্তানের উপর৷ ছেলের শরীর আড়াল করে শুয়ে পড়েন দায়িত্ববান ও স্নেহশীল বাবা৷ যাতে ষাঁড়ের আঘাত তিনি সহ্য করতে পারেন৷ অক্ষত থাকে সন্তান৷
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Cody Hooks (@cody__hooks)

advertisement
আরও পড়ুন : অভিনেতা থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট, ছোটদের প্রিয় প্যাডিংটন ভালুকের কণ্ঠস্বর জেলেনস্কি-ই
এবং সত্যি রক্ষাকর্তা বাবাকে সহ্যও করতে হল খ্যাপা ষাঁড়ের আঘাত৷ রুদ্ধশ্বাস গতিতে ছুটে এসে ল্যান্ডিসের মাথায় আঘাত করে ষাঁড়টি৷ পরবর্তীতে কোডিই শেয়ার করেন ভিডিওটি৷ প্রাণ বাঁচানোর জন্য তাঁর বাবা এবং অন্যান্য বুলফাইটাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি৷
advertisement
আরও পড়ুন : আক্রান্ত হন স্টেজ থ্রি ব্রেস্ট ক্যানসারে, ভ্যালেন্টাইন্স ডে-তে দ্বিতীয়বার সাতপাকে বাঁধা পড়লেন পঞ্চাশোর্ধ্ব মহিলা
অকুতোভয় ল্যান্ডিসের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা৷ রোমহর্ষক এই ঘটনা সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলেছেন, ‘‘আমি শুধু এটাই নিশ্চিত করতে চেয়েছিলাম যে ষাঁড়টি যাতে আর ফিরে না আসে এবং চিন্তাশূন্য হয়ে নিজেকে সন্তানের উপর ছুড়ে দিয়েছিলাম৷ তবে তাঁর সংযোজন, কাউবয়দের জীবনে এই ঘটনা নিত্যদিনের৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Texas Dad: Viral: আর একটু হলেই ক্ষিপ্ত ষাঁড়ের উন্মত্ত গতিতে পদপিষ্ট, সন্তানকে বাঁচাতে অকুতোভয় বাবার কীর্তি ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement