টেক্সাস : উন্মত্ত গতিতে ছুটে আসছে খ্যাপা ষাঁড়৷ তার আক্রমণের মুখে মাটিতে অসহায়ভাবে পড়ে আছে ১৮ বছর বয়সি ছেলে৷ তাকে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় রক্ষা করে নেটিজেনদের চোখে নায়ক তাঁর বাবা (Texas Father)৷
টেক্সাস থেকে এই ভাইরাল ভিডিও (Viral Video) ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়৷ যে কিশোর এই ভিডিওর কেন্দ্রে তাঁর নাম কোডি হুকস৷ টগবগে ষাঁড়ের পিঠে বসে তিনি ঢুকেছিলেন রিং-এ৷ খেলা দেখাবেন বলে৷ কিন্তু খেলা দেখানো তো দূর অস্ত্! রিং-এ ঢোকামাত্র সওয়ারিকে পিঠ থেকে ছুঁড়ে ফেলে দিল সেই ষাঁড়৷ চতুষ্পদের পিঠ থেকে পড়ে গিয়ে ধুলো ঝেড়ে ওঠার ক্ষমতা হারিয়ে ফেলেন ওই তরুণ৷ ঘটনাস্থলে থাকা বাকি হ্যান্ডলাররা হার মানেন ষাঁড়ের ক্ষিপ্রতা ও তেজের কাছে৷
পরিস্থিতি এমন দাঁড়ায়, আর কিছু মুহূর্তের মধ্যে ষাঁড়ের পদপিষ্ট হয়ে যাবেন তরুণ৷ তাঁর পরিণতির কথা ভেবে শিহরিত দর্শকরা৷ শেষ মুহূর্তে পরিত্রাতা হয়ে দাঁড়ান তাঁর বাবা ল্যান্ডিস হুকস৷ উপায়ন্তর না দেখে শেষ মুহূর্তে ৪০ বছর বয়সি ল্যান্ডিস ঝাঁপিয়ে পড়েন সন্তানের উপর৷ ছেলের শরীর আড়াল করে শুয়ে পড়েন দায়িত্ববান ও স্নেহশীল বাবা৷ যাতে ষাঁড়ের আঘাত তিনি সহ্য করতে পারেন৷ অক্ষত থাকে সন্তান৷
View this post on Instagram
আরও পড়ুন : অভিনেতা থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট, ছোটদের প্রিয় প্যাডিংটন ভালুকের কণ্ঠস্বর জেলেনস্কি-ই
এবং সত্যি রক্ষাকর্তা বাবাকে সহ্যও করতে হল খ্যাপা ষাঁড়ের আঘাত৷ রুদ্ধশ্বাস গতিতে ছুটে এসে ল্যান্ডিসের মাথায় আঘাত করে ষাঁড়টি৷ পরবর্তীতে কোডিই শেয়ার করেন ভিডিওটি৷ প্রাণ বাঁচানোর জন্য তাঁর বাবা এবং অন্যান্য বুলফাইটাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি৷
অকুতোভয় ল্যান্ডিসের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা৷ রোমহর্ষক এই ঘটনা সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলেছেন, ‘‘আমি শুধু এটাই নিশ্চিত করতে চেয়েছিলাম যে ষাঁড়টি যাতে আর ফিরে না আসে এবং চিন্তাশূন্য হয়ে নিজেকে সন্তানের উপর ছুড়ে দিয়েছিলাম৷ তবে তাঁর সংযোজন, কাউবয়দের জীবনে এই ঘটনা নিত্যদিনের৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BullFighting, Texas, Viral