War in Ukraine:মেয়ের স্কার্ফ টুপি জুতো মায়ের হাতে, রক্তাক্ত বাবা ধরে আছেন এক হাত, ইউনিকর্ন পায়জামা পরে ঘুমের দেশে ইউক্রেনীয় বালিকা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
War in Ukraine: সামাজিক মাধ্যমে এখান তার পরিচয় ‘দ্য গার্ল ইন দ্য ইউনিকর্ন পায়জামাস’ (the girl in the Unicorn Pyjamas)৷ সামাজিক মাধ্যমে তাঁর ছবি আর্দ্র করেছে নেটিজেনদের চোখ ও মন দুই-ই৷
নয়াদিল্লি : প্রিয় ইউনিকর্ন পোশাক পরেই ঢলে পড়ল চিরঘুমের ঘোরে৷ রুশ (Russia Ukraine war) আক্রমণে যে হতভাগ্য ১৬ জন ইউক্রেনীয় শিশু প্রাণ হারিয়েছে, তাদের মধ্যে ৬ বছরের এই বালিকাও একজন৷ সামাজিক মাধ্যমে এখান তার পরিচয় ‘দ্য গার্ল ইন দ্য ইউনিকর্ন পায়জামাস’ (the girl in the Unicorn Pyjamas)৷ সামাজিক মাধ্যমে তাঁর ছবি আর্দ্র করেছে নেটিজেনদের চোখ ও মন দুই-ই৷
প্রথম ছবিতে দেখা যাচ্ছে কান্নায় ভেঙে পড়া এক মহিলাকে৷ তাঁর মাথায় রক্তের ছোপ লাগা টুপি৷ তিনি সম্ভবত মৃত বালিকার মা৷ রক্তাক্ত এক হাতে ঢেকে আছেন নিজের মুখ৷ আর এক হাতে ধরে আছেন মেয়ের স্কার্ফ, টুপি এবং জুতো৷ পিছনে দেখা যাচ্ছে অ্যাম্বুল্যান্সের ভিতরে চিকিৎসাকর্মীরা মরিয়া চেষ্টা করে যাচ্ছেন বালিকাকে বাঁচিয়ে তোলার৷
advertisement
আর একটি ছবিতে দেখা যাচ্ছে মৃত্যুশয্যায় বালিকার পাশে বসে আছেন তাঁর বাবা৷ চিকিৎসাকর্মীরা বালিকাকে বাঁচিয়ে তুলতে সিপিআর দিয়ে যাচ্ছেন৷ তাঁর বাবা নিজেও রক্তাক্ত৷ যদিও এক হাতে ধরে রেখেছেন মৃত্যুপথযাত্রী শিশুর হাত৷ উপকূলবর্তী শহর মারিউপোলে পরবর্তীতে শিশুটিকে ভর্তি করা হয় হাসপাতালে৷ ছবিতে দেখা যাচ্ছে তখনও তার পরনে ইউনিকর্ন পায়জামা৷ বাবা প্রার্থনা করে যাচ্ছেন সন্তানের জন্য৷
advertisement
advertisement
This @AP photo from @EMaloletka in Ukraine. A 6-year-old girl in her final moments, lifeless on a gurney. Thoughts: the Afghan boy, age 6, I saw step on an IED in 2013. Alan Kurdi, age 3, dead on a Turkish beach in 2015. In the next room, my son, age 6. https://t.co/Mi2RHSQ8bF pic.twitter.com/2v1LDWKUPo
— James LaPorta (@JimLaPorta) February 28, 2022
advertisement
তবে শিশুকন্যার যে ছবি সবথেকে বেশি কাঁদিয়েছেন নেটিজেনদের, তা হল তার নিথর শেষ মুহূর্ত৷ সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের ওয়ার্ডের স্ট্রেচারে পড়ে আছে তার নিষ্প্রাণ দেহ৷ যে চিকিৎসক শেষ মুহর্ত অবধি শিশুর দেহে অক্সিজেন পাম্প করে যাচ্ছিলেন, তিনি ক্ষুব্ধ ও ক্ষিপ্ত স্বরে সাংবাদিকদের বলেন, ‘‘এটা পুতিনকে দেখান: শিশুটির চোখ এবং চিকিৎসকদের কান্না দেখান৷’’ নিথর ইউক্রেন বালিকার দেহ ফিরিয়ে এনেছে আলান কুর্দির স্মৃতি৷ দেশ ছেড়ে অন্য দেশে নিরাপদ আশ্রয় নিতে গিয়ে সেই তিন বছরের শিশু নিষ্প্রাণ হয়ে পড়েছিল তুরস্কের সৈকতে, ভেজা বালিতে মুখ গুজে৷
advertisement
আরও পড়ুন : শুধু কয়েকটা তুলসিপাতা, দূর হবে আপনার ত্বকের সব সমস্যা
রাশিয়ার লাগাতার হামলায় ইউক্রেন বিপর্যস্ত৷ আকাশপথে হামলা এবং বোমা বিস্ফোরণের জেরে হাজার হাজার ইউক্রেনবাসী স্থানচ্যুত৷ তাঁরা বাধ্য হয়েছেন বাঙ্কারে লুকোতে বা দেশের পশ্চিম সীমায় পালিয়ে যেতে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 02, 2022 3:59 PM IST

