War in Ukraine:মেয়ের স্কার্ফ টুপি জুতো মায়ের হাতে, রক্তাক্ত বাবা ধরে আছেন এক হাত, ইউনিকর্ন পায়জামা পরে ঘুমের দেশে ইউক্রেনীয় বালিকা

Last Updated:

War in Ukraine: সামাজিক মাধ্যমে এখান তার পরিচয় ‘দ্য গার্ল ইন দ্য ইউনিকর্ন পায়জামাস’ (the girl in the Unicorn Pyjamas)৷ সামাজিক মাধ্যমে তাঁর ছবি আর্দ্র করেছে নেটিজেনদের চোখ ও মন দুই-ই৷

War in Ukraine
War in Ukraine
নয়াদিল্লি : প্রিয় ইউনিকর্ন পোশাক পরেই ঢলে পড়ল চিরঘুমের ঘোরে৷ রুশ (Russia Ukraine war) আক্রমণে যে হতভাগ্য ১৬ জন ইউক্রেনীয় শিশু প্রাণ হারিয়েছে, তাদের মধ্যে ৬ বছরের এই বালিকাও একজন৷ সামাজিক মাধ্যমে এখান তার পরিচয় ‘দ্য গার্ল ইন দ্য ইউনিকর্ন পায়জামাস’ (the girl in the Unicorn Pyjamas)৷ সামাজিক মাধ্যমে তাঁর ছবি আর্দ্র করেছে নেটিজেনদের চোখ ও মন দুই-ই৷
প্রথম ছবিতে দেখা যাচ্ছে কান্নায় ভেঙে পড়া এক মহিলাকে৷ তাঁর মাথায় রক্তের ছোপ লাগা টুপি৷ তিনি সম্ভবত মৃত বালিকার মা৷ রক্তাক্ত এক হাতে ঢেকে আছেন নিজের মুখ৷ আর এক হাতে ধরে আছেন মেয়ের স্কার্ফ, টুপি এবং জুতো৷ পিছনে দেখা যাচ্ছে অ্যাম্বুল্যান্সের ভিতরে চিকিৎসাকর্মীরা মরিয়া চেষ্টা করে যাচ্ছেন বালিকাকে বাঁচিয়ে তোলার৷
advertisement
আর একটি ছবিতে দেখা যাচ্ছে মৃত্যুশয্যায় বালিকার পাশে বসে আছেন তাঁর বাবা৷ চিকিৎসাকর্মীরা বালিকাকে বাঁচিয়ে তুলতে সিপিআর দিয়ে যাচ্ছেন৷ তাঁর বাবা নিজেও রক্তাক্ত৷ যদিও এক হাতে ধরে রেখেছেন মৃত্যুপথযাত্রী শিশুর হাত৷ উপকূলবর্তী শহর মারিউপোলে পরবর্তীতে শিশুটিকে ভর্তি করা হয় হাসপাতালে৷ ছবিতে দেখা যাচ্ছে তখনও তার পরনে ইউনিকর্ন পায়জামা৷ বাবা প্রার্থনা করে যাচ্ছেন সন্তানের জন্য৷
advertisement
advertisement
advertisement
তবে শিশুকন্যার যে ছবি সবথেকে বেশি কাঁদিয়েছেন নেটিজেনদের, তা হল তার নিথর শেষ মুহূর্ত৷ সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের ওয়ার্ডের স্ট্রেচারে পড়ে আছে তার নিষ্প্রাণ দেহ৷ যে চিকিৎসক শেষ মুহর্ত অবধি শিশুর দেহে অক্সিজেন পাম্প করে যাচ্ছিলেন, তিনি ক্ষুব্ধ ও ক্ষিপ্ত স্বরে সাংবাদিকদের বলেন, ‘‘এটা পুতিনকে দেখান: শিশুটির চোখ এবং চিকিৎসকদের কান্না দেখান৷’’ নিথর ইউক্রেন বালিকার দেহ ফিরিয়ে এনেছে আলান কুর্দির স্মৃতি৷ দেশ ছেড়ে অন্য দেশে নিরাপদ আশ্রয় নিতে গিয়ে সেই তিন বছরের শিশু নিষ্প্রাণ হয়ে পড়েছিল তুরস্কের সৈকতে, ভেজা বালিতে মুখ গুজে৷
advertisement
আরও পড়ুন : শুধু কয়েকটা তুলসিপাতা, দূর হবে আপনার ত্বকের সব সমস্যা
রাশিয়ার লাগাতার হামলায় ইউক্রেন বিপর্যস্ত৷ আকাশপথে হামলা এবং বোমা বিস্ফোরণের জেরে হাজার হাজার ইউক্রেনবাসী স্থানচ্যুত৷ তাঁরা বাধ্য হয়েছেন বাঙ্কারে লুকোতে বা দেশের পশ্চিম সীমায় পালিয়ে যেতে৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
War in Ukraine:মেয়ের স্কার্ফ টুপি জুতো মায়ের হাতে, রক্তাক্ত বাবা ধরে আছেন এক হাত, ইউনিকর্ন পায়জামা পরে ঘুমের দেশে ইউক্রেনীয় বালিকা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement