Viral News: পাকিস্তানি বউদিকে দেখতে ভিড় বাড়ছে কেবলই, গ্রামবাসীরা বলছেন কোনও অসুবিধা হতে দেবেন না!

Last Updated:

Pakistani Bhabhi: পাবজি খেলা থেকে আলাপ জমার পরে নেপালে দেখা হয় সীমা আর শচীনের। তাঁদের গল্প হোক বা খেলা, ওখানেই শেষ হলে কিছু বলার ছিল না।

পাকিস্তানি বউদিকে দেখতে ভিড় বাড়ছে কেবলই, গ্রামবাসীরা বলছেন কোনও অসুবিধা হতে দেবেন না!
পাকিস্তানি বউদিকে দেখতে ভিড় বাড়ছে কেবলই, গ্রামবাসীরা বলছেন কোনও অসুবিধা হতে দেবেন না!
নয়ডা: পাকিস্তান ছেড়েছেন তিনি অনেক দিনই হয়ে গেল, সেই ১৩ মে, ২০২৩ তারিখ থেকেই রয়েছেন উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার রাবুপুরা গ্রামে। তবে তখন তিনি ছিলেন গা-ঢাকা দিয়ে। এখন সব প্রকাশ পেয়েছে বলেই না এত হুলস্থূল!
অবশ্য, তার ন্যায্য কারণও আছে। পাকিস্তানের সীমা গুলাম হায়দার আর ভারতের শচীন মীনার পাবজি খেলা থেকে শুরু হওয়া প্রেম যে জীবনকেও করে তুলবে লড়াইয়ের ময়দান, কে জানত!
পাবজি খেলা থেকে আলাপ জমার পরে নেপালে দেখা হয় সীমা আর শচীনের। তাঁদের গল্প হোক বা খেলা, ওখানেই শেষ হলে কিছু বলার ছিল না। কিন্তু যে সীমা চার সন্তানের মা, তাদের সঙ্গে করেই এসেছেন বিবাহবহির্ভূত প্রেমে সাড়া দিতে, তিনি যে পিছিয়ে যাবেন না, এটা পড়ে স্বাভাবিক হিসেবে। আর শচীনও তো দুরন্ত প্রেমিক, ভরসার বুক তিনি পেতে দিয়েছেন  প্রেমিকার জন্য।
advertisement
advertisement
অতএব, ফেরা হল নিজের নিজের বাড়িতে পরস্পরের কাছে ফিরে আসার জন্য। নিজের পাকিস্তানের জমি ওখানকার হিসেবে ১২ লক্ষ টাকায় বিক্রি করে, নেপালি ভিসা জুটিয়ে সীমা এলেন পোখরায়। সেখান থেকে বর্ডার পেরিয়ে গ্রেটার নয়ডা, শচীনের বাড়ি।
advertisement
৪ জুলাই পুলিশ দু’জনকেই তুলে নিয়ে গেল। সীমাকে বেআইনি ভাবে বর্ডার পার হওয়ার জন্য, শচীনকে এঁদের আশ্রয় দেওয়ার জন্য, আইনত ভিসা ছাড়া অন্য দেশের কাউকে নিজের বাড়িতে রাখাও অপরাধ। তবে, ৯ জুলাই জেল থেকে ছাড়াও পেয়েছেন তাঁরা, চলছে সীমার ভারতীয় নাগরিকত্বের প্রস্তুতি।
advertisement
আর এর মধ্যেই দফায় দফায় লোকজন ভিড় জমাচ্ছেন রাবুপুরায়, তাঁদের পাকিস্তানি বউদিকে দেখতে। ব্যাপারটা অস্বস্তির, সন্দেহ নেই। তবে গ্রামবাসীরা বলে দিয়েছেন- বউদির কোনও রকম অসুবিধা তাঁরা হতে দেবেন না।
advertisement
ফলে, মনের সুখে নিজেদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়ছেন শচীন আর সীমা। তা ভাইরালও হচ্ছে। সাম্প্রতিক এক ভিডিওতে সীমাকে সিঁদুরও পরিয়েছেন শচীন। সীমা বলছেন, তিনি হিন্দু ধর্ম নেবেন, গঙ্গায় স্নান করে শুরু করবেন নতুন জীবন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: পাকিস্তানি বউদিকে দেখতে ভিড় বাড়ছে কেবলই, গ্রামবাসীরা বলছেন কোনও অসুবিধা হতে দেবেন না!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement