এক জন স্ত্রী তাঁর স্বামীকে দেহের কোন অংশ স্পর্শ করতে দেন না? ইউপিএসসি পরীক্ষার এই উত্তর জেনে নিন !

Last Updated:
UPSC Exam IAS interview question: সাধারণ হলেও এই প্রশ্নটি এসেছে ইউপিএসসি-র মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার ইন্টারভিউতে।
1/5
বিবাহ হল দু’টি মন এবং দেহের মিলন। মনে করা হয়, বিবাহবন্ধনে আবদ্ধ স্বামী-স্ত্রী আসলে দুটি দেহ ও একটি আত্মা। তবে স্বামী-স্ত্রীর সম্পর্কে একটা মজার বিষয় রয়েছে। এক জন বিবাহিত নারী কখনওই স্বামীকে নিজের শরীরের একটি অংশ কখনওই স্পর্শ করতে দেন না।
বিবাহ হল দু’টি মন এবং দেহের মিলন। মনে করা হয়, বিবাহবন্ধনে আবদ্ধ স্বামী-স্ত্রী আসলে দুটি দেহ ও একটি আত্মা। তবে স্বামী-স্ত্রীর সম্পর্কে একটা মজার বিষয় রয়েছে। এক জন বিবাহিত নারী কখনওই স্বামীকে নিজের শরীরের একটি অংশ কখনওই স্পর্শ করতে দেন না।
advertisement
2/5
কিন্তু সেটা কী? সাধারণ হলেও এই প্রশ্নটি এসেছে ইউপিএসসি-র মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার ইন্টারভিউতে। সিভিল সার্ভিসের ইন্টারভিউতে এমন প্রশ্ন এলে পরীক্ষার্থী হকচকিয়ে যেতে বাধ্য। কারণ এই সব প্রশ্নের উত্তর কিন্তু কোনও বইতে পাওয়া যায় না। জীবনের উপলব্ধি এবং উপস্থিত বুদ্ধি খাটিয়ে এই উত্তর দিতে হয়। আবার আরও একটা বিষয় রয়েছে, এই ধরনের পরীক্ষার ইন্টারভিউতে এমন প্রশ্ন করা হয়, যেখানে পরীক্ষার্থীকে স্বতঃস্ফূর্ত ভাবে ক্ষিপ্রতার সঙ্গে উত্তর দিতে হয়।
কিন্তু সেটা কী? সাধারণ হলেও এই প্রশ্নটি এসেছে ইউপিএসসি-র মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার ইন্টারভিউতে। সিভিল সার্ভিসের ইন্টারভিউতে এমন প্রশ্ন এলে পরীক্ষার্থী হকচকিয়ে যেতে বাধ্য। কারণ এই সব প্রশ্নের উত্তর কিন্তু কোনও বইতে পাওয়া যায় না। জীবনের উপলব্ধি এবং উপস্থিত বুদ্ধি খাটিয়ে এই উত্তর দিতে হয়। আবার আরও একটা বিষয় রয়েছে, এই ধরনের পরীক্ষার ইন্টারভিউতে এমন প্রশ্ন করা হয়, যেখানে পরীক্ষার্থীকে স্বতঃস্ফূর্ত ভাবে ক্ষিপ্রতার সঙ্গে উত্তর দিতে হয়।
advertisement
3/5
 সময়ের মধ্যে সঠিক উত্তর না দিলে ইন্টারভিউয়ে সফল হিসেবে গণ্য করা হয় না প্রার্থীদের। আসলে ইউপিএসসি-র পরীক্ষায় সফল হয়ে চাকরির সুযোগ পাওয়া মুখের কথা নয়। ফলটা একেবারে হাতে চাঁদ পাওয়ার মতো হলেও পরীক্ষাটা কিন্তু ততটাও সহজ নয়। এই পরীক্ষায় সফল হতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটে যায় প্রার্থীদের।
সময়ের মধ্যে সঠিক উত্তর না দিলে ইন্টারভিউয়ে সফল হিসেবে গণ্য করা হয় না প্রার্থীদের। আসলে ইউপিএসসি-র পরীক্ষায় সফল হয়ে চাকরির সুযোগ পাওয়া মুখের কথা নয়। ফলটা একেবারে হাতে চাঁদ পাওয়ার মতো হলেও পরীক্ষাটা কিন্তু ততটাও সহজ নয়। এই পরীক্ষায় সফল হতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটে যায় প্রার্থীদের।
advertisement
4/5
 লিখিত পরীক্ষায় সফল হলেও অনেক সময় ইন্টারভিউয়ের রাউন্ডে গিয়ে আটকে যান প্রার্থীরা। একটু কৌশলী প্রশ্নই করা হয়। সেভাবেই করা হয়েছে এই প্রশ্নটি- বিয়ের পরে এক জন স্ত্রী নিজের দেহের কোন অংশটি স্বামীকে স্পর্শ করতে দেন না? এই প্রশ্নের উত্তর কী হতে পারে, ভেবে দেখেছেন কেউ কখনও? আজ এই প্রশ্নের সম্ভাব্য উত্তরের বিষয়েই আলোচনা করে নেওয়া যাক।
লিখিত পরীক্ষায় সফল হলেও অনেক সময় ইন্টারভিউয়ের রাউন্ডে গিয়ে আটকে যান প্রার্থীরা। একটু কৌশলী প্রশ্নই করা হয়। সেভাবেই করা হয়েছে এই প্রশ্নটি- বিয়ের পরে এক জন স্ত্রী নিজের দেহের কোন অংশটি স্বামীকে স্পর্শ করতে দেন না? এই প্রশ্নের উত্তর কী হতে পারে, ভেবে দেখেছেন কেউ কখনও? আজ এই প্রশ্নের সম্ভাব্য উত্তরের বিষয়েই আলোচনা করে নেওয়া যাক।
advertisement
5/5
সঠিক উত্তর হল পা। অর্থাৎ এক জন ভারতীয় নারী কখনওই তাঁর স্বামীকে নিজের পা স্পর্শ করতে দেন না। আসলে স্বামীর প্রতি সম্মান প্রদর্শনের জন্যই এই রীতি পালন করেন তাঁরা। আসলে ভারতীয় মহিলারা চান যে, স্বামী সব সময় উপরে থাকুন। তাই স্বামী যেন পায়ে হাত না দেন!
সঠিক উত্তর হল পা। অর্থাৎ এক জন ভারতীয় নারী কখনওই তাঁর স্বামীকে নিজের পা স্পর্শ করতে দেন না। আসলে স্বামীর প্রতি সম্মান প্রদর্শনের জন্যই এই রীতি পালন করেন তাঁরা। আসলে ভারতীয় মহিলারা চান যে, স্বামী সব সময় উপরে থাকুন। তাই স্বামী যেন পায়ে হাত না দেন!
advertisement
advertisement
advertisement