Unique Couple: ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির টানে ছুটে এসেছিলেন বৃন্দাবনে; সেখানেই নিজের জীবনসঙ্গীকে খুঁজে পেলেন রাশিয়ার যুবতী!
- Published by:Siddhartha Sarkar
- local18
Last Updated:
ভগবান শ্রীকৃষ্ণের টানে সুদূর রাশিয়া থেকে বৃন্দাবনে ছুটে এসেছিলেন সেখানকার তরুণী ইউনা। আর এসেই প্রেমে পড়ে একেবারে সোজা ছাদনাতলায় গিয়েছেন ভারতীয় যুবকের সঙ্গে!
সৌরভ পাল, মথুরা: ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন! উত্তরপ্রদেশের এই নয়নাভিরাম সুন্দর জায়গাটির সঙ্গে জড়িয়ে রয়েছে কোটি কোটি মানুষের বিশ্বাস এবং ভক্তি। শুধু দেশেই নয়, গোটা বিশ্বের বহু ভক্তই ছুটে আসেন বৃন্দাবনে। এমনকী দেশ-বিদেশ থেকে আগত ভক্তরা অনেক সময় এই জায়গাটির প্রেমে পড়ে এখানে থেকেও যান। আর ভগবানের সেবায় নিয়োজিত করেন নিজেদের। তেমনই ভগবান শ্রীকৃষ্ণের টানে সুদূর রাশিয়া থেকে বৃন্দাবনে ছুটে এসেছিলেন সেখানকার তরুণী ইউনা। আর এসেই প্রেমে পড়ে একেবারে সোজা ছাদনাতলায় গিয়েছেন ভারতীয় যুবকের সঙ্গে!
সাতসমুদ্দুর পেরিয়ে মনে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপার ভক্তি নিয়ে বৃন্দাবনে এসেছিলেন ৩৬ বছর বয়সী যুবতী ইউনা। সেখানেই তাঁর আলাপ হয় ভারতীয় যুবক রাজকরণের সঙ্গে। যিনি প্রায় ২০ বছর ধরেই বৃন্দাবনে বসবাস করছেন। আর গুরুর আদেশে গোমাতার সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন রাজকরণ। ইউনাও বৃন্দাবনে এসে গো-সেবায় যোগ দেন। সেই সময় একসঙ্গে গো-সেবা করতে করতেই একে অপরের প্রেমে পড়ে যান তাঁরা।
advertisement
advertisement
যদিও তথাকথিত পুঁথিগত বিদ্যা নেই বছর পঁয়ত্রিশের রাজকরণের। এদিকে ইউনাও জানেন না হিন্দি ভাষা। তবে এই ভাষা কিন্তু বাধা হয়ে দাঁড়ায়নি তাঁদের ভালবাসার পথে। আসলে ভালবাসার ভাষা এমনই, যা আলাদা করে আর বোধহয় বোঝার দরকার পড়ে না। ফলে চার চোখের মিলনের পরে চার হাত এক হতেও আর বেশি সময় লাগেনি। ২০২৩ সালের এপ্রিল মাসে দিল্লিতে সম্পূর্ণ হিন্দু রীতি-নীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজকরণ আর ইউনা। আর বিয়ের পরে ভারতীয় সংস্কৃতিকে সম্পূর্ণ রূপে গ্রহণ করেছেন ইউনাও। তাঁর গলায় সব সময় ঝোলে মঙ্গলসূত্র। আর নিয়মিত সিঁদুরে রাঙিয়ে রাখেন নিজের সিঁথি। এছাড়া ভারতীয় রীতি মেনে পায়ে পরে থাকেন নুপূরও।
advertisement
এই দম্পতিকে দেখে আশ্চর্য হন আশপাশের লোকজন। শুধু তা-ই নয়, বিদেশ থেকে আসা ভক্তরাও মুগ্ধ হয়ে দেখেন অমর প্রেমের প্রতীক এই জুটিকে। দিনের বেলায় গো-সেবায় নিজেদের ব্যস্ত রাখেন রাজকরণ-ইউনা। আর সন্ধ্যাবেলায় বৃন্দাবনের ইসকন মন্দিরের বাইরে ধর্মীয় পুস্তক বিক্রি করে এবং ভক্তদের কপালে চন্দনের তিলক এঁকেই রুজি-রোজগার চালান এই দম্পতি।
Location :
Vrindavan,Mathura,Uttar Pradesh
First Published :
August 08, 2023 2:38 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Unique Couple: ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির টানে ছুটে এসেছিলেন বৃন্দাবনে; সেখানেই নিজের জীবনসঙ্গীকে খুঁজে পেলেন রাশিয়ার যুবতী!