Tattoo: ট্যাটু করালেই মিলবে টোম্যাটো, 'ভাইরাল উপহার' ঘিরে বিপুল উত্তেজনা
- Published by:Rukmini Mazumder
- local18
- Written by:Trending Desk
Last Updated:
ইদানীং টমেটো-ও সোনার মতোই দামি, তাই টমেটো ফ্রি-তে পেয়ে খুশি মহিলারা
দোকানে গেলেই মিলবে এক কিলোগ্রাম টমেটো। তার জন্য দিতে হবে না একটি পয়সাও। ক্রমবর্ধমান মূল্যের নিরিখে এটা একেবারে ‘ধামাকা অফার’ বলে মনে হতেই পারে। কিন্তু এর বিনিময়ে করতে হবে একটি কাজ।
কী সেই কাজ? কোথায় গেলে পাওয়া যাবে এমন ‘অফার’? জেনে নেওয়া যাক বিস্তারিত।
এমন অদ্ভুত অফার পাওয়া যাচ্ছে বারাণসীতে। সেখানে একটি বিশেষ দোকানে মহিলা গ্রাহকের হাতে তুলে দেওয়া হচ্ছে এক কিলোগ্রাম টমেটো। ব্যবসা বাড়াতে মানুষ নানা রকম কৌশল অবলম্বন করে থাকেন। যেমন কোনও সোনার দোকান বা শাড়ির দোকানে গিয়ে জিনিস পছন্দ করে ফেললেই, গ্রাহককে চা বা কফি পানের অনুরোধ করা হয়। যতক্ষণ না, দোকানি নিশ্চিত হচ্ছেন গ্রাহক ওই শাড়ি বা গয়না কিনবেন, বেশির ভাগ ক্ষেত্রেই ততক্ষণ চায়ের প্রসঙ্গ তোলা হয় না।
advertisement
advertisement
বারাণসীর এই দোকানেও তাই। এখানেও মহিলারা যদি গায়ে উল্কি আঁকান, তবেই দেওয়া হচ্ছে টমেটো। আসলে টমেটোর দামও সোনার মতোই আকাশছোঁয়া কি না!
উল্কি খুবই প্রাচীন একটি বিষয়। সূঁচ ফুটিয়ে, ত্বকের উপর কালি দিয়ে এঁকে নেওয়া পছন্দের ছবি। একেবারে পাকাপাকি। শুধু ভারত নয়, সারা বিশ্বের বিভিন্ন জাতি ও উপজাতির মধ্যে এই কৌশল জনপ্রিয়। হালে এই ‘উল্কি’ শব্দটি ভুলে মানুষ ‘ট্যাটু’-তে মজেছে। তবে নাম যাই হোক বিষয় একই।
advertisement
বিশেষত শ্রাবণ মাসে উত্তরপ্রদেশের শৈবতীর্থ বারাণসীতে প্রবল ভিড় হয়। মহিলাদের মধ্যে এই সময় শরীরে শৈব চিহ্ন আঁকার প্রবণতা বাড়ে বলে মনে করছেন ট্যাটু শিল্পীরা। সেই প্রবণতার দিকে খেয়াল রেখেই এই বিশেষ উপহারের ব্যবস্থা করা হয়েছে।
বাবা বিশ্বনাথের ধাম কাশী বা বারাণসী। শ্রাবণ মাস জুড়েই এই শহরে মহিলারা মহাকাল, মহাদেবের ছবি আঁকান শরীরে। ত্রিশূল, ডমরু, সাপের মতো চিহ্ন আঁকানোর প্রবণতাও খুব বেশি। তাঁদের আরও একটু বেশি আকৃষ্ট করতেই টমেটো উপহার দেওয়ার কৌশল বেছে নিয়েছেন, বারাণসী ট্যাটু পার্লারের মালিক অশোক গগিয়া।
advertisement
তিনি জানান, শ্রাবণ মাসে মহিলাদের খুশি করতে এই কৌশল। রান্নাঘরে আগুন লাগিয়েছে মূল্য বৃদ্ধি। তার মধ্যে বিনামূল্যে এক কিলোগ্রাম টমেটো মুখের কথা নয়। আবার যাঁরা ফ্যাশন পছন্দ করেন, তাঁরাও খুশি ট্যাটু করিয়ে। কৌশলে কাজও হচ্ছে। ভিড় বাড়ছে অশোকের দোকানে।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 25, 2023 4:46 PM IST