advertisement

মহিলার রাতের অর্ডারেই বিপদের আঁচ! ইঁদুর মারার 'বিষ'...? খটকা লাগতেই যা করলেন তামিলনাড়ুর 'ব্লিঙ্কিট' ডেলিভারি কর্মী

Last Updated:

তামিলনাড়ুতে Blinkit ডেলিভারি কর্মীর উপস্থিত বুদ্ধি ও মানবিকতায় এক নারীর প্রাণ রক্ষা পায়, Instagram-এ শেয়ার হওয়া ঘটনার প্রশংসায় নেটমাধ্যমে বন্যা।

তামিলনাড়ুতে রাতের অর্ডারেই বিপদ আঁচ, ইঁদুর মারার বিষ পৌঁছনোর আগেই প্রাণ বাঁচালেন ব্লিঙ্কিট ডেলিভারি কর্মী 
তামিলনাড়ুতে রাতের অর্ডারেই বিপদ আঁচ, ইঁদুর মারার বিষ পৌঁছনোর আগেই প্রাণ বাঁচালেন ব্লিঙ্কিট ডেলিভারি কর্মী 
তামিলনাড়ুতে এক ব্লিঙ্কিট ডেলিভারি কর্মীর উপস্থিত বুদ্ধি ও মানবিকতায় রক্ষা পেল এক নারীর প্রাণ। রাতের বেলায় তিন প্যাকেট ইঁদুর মারার বিষের অর্ডার পেয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছন ডেলিভারি কর্মী। দরজা খুলতেই তিনি দেখেন, সংশ্লিষ্ট নারী চোখের জলে ভেঙে পড়েছেন। সেই দৃশ্য দেখেই ডেলিভারি কর্মীর সন্দেহ হয় যে বিষয়টি স্বাভাবিক নয়।
ডেলিভারি কর্মী নারীর সঙ্গে কথা বলে তাঁর মানসিক অবস্থার খোঁজ নেন। যদিও ওই নারী আত্মহানির কোনও উদ্দেশ্য অস্বীকার করেন, তবু সন্দেহ উড়িয়ে দেননি তিনি। সহানুভূতির সঙ্গে কথা বলে তাঁকে নিজেকে ক্ষতি না করার অনুরোধ জানান। জানান, জীবনের মূল্য অপরিসীম এবং খারাপ সময় চিরস্থায়ী নয়।
advertisement
advertisement
পরিস্থিতির গুরুত্ব বুঝে ডেলিভারি কর্মী অর্ডার বাতিল করেন এবং ইঁদুর মারার বিষ সঙ্গে নিয়ে ফিরে যান। পরে এই অভিজ্ঞতার কথা তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেই ঘটনার পর থেকেই নেটমাধ্যমে প্রশংসার বন্যা বয়ে যায়।
advertisement
ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে ডেলিভারি কর্মী জানান, তিন প্যাকেট ইঁদুর মারার বিষের অর্ডার দেখে তাঁর সন্দেহ হয়। রাতের এই সময় এমন অর্ডার কেন—তা নিয়েই প্রশ্ন ওঠে তাঁর মনে। দরজায় পৌঁছে নারীর কান্না দেখে তিনি স্পষ্টভাবে তাঁকে জিজ্ঞেস করেন, আত্মহানির উদ্দেশ্যেই কি এই অর্ডার। যদিও নারী তা অস্বীকার করেন, ডেলিভারি কর্মী যুক্তি দেন, যদি ইঁদুরের সমস্যা থাকত, তাহলে এত রাতে অর্ডার করার প্রয়োজন ছিল না। শেষ পর্যন্ত তিনি তাঁকে বোঝাতে সক্ষম হন এবং অর্ডার বাতিল করেন। তাঁর কথায়, সেদিন তিনি মনে করেন, জীবনে সত্যিই কিছু ভাল কাজ করতে পেরেছেন।
advertisement
advertisement
এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ ডেলিভারি কর্মীর মানবিকতাকে কুর্নিশ জানিয়েছেন। কেউ লিখেছেন, “একটা রোবট হলে শুধু অর্ডার পৌঁছে দিত।” আবার কেউ মন্তব্য করেছেন, “অ্যালগরিদম বলেছিল ডেলিভার করো, কিন্তু বিবেক বলেছিল থামো।” অনেকেই একে নিছক পরিষেবা প্রত্যাখ্যান নয়, বরং মানবতার জয় বলে উল্লেখ করেছেন।
একাধিক ব্যবহারকারী Blinkit-এর কর্তৃপক্ষকে ট্যাগ করে ওই ডেলিভারি কর্মীকে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করার দাবি তুলেছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্লিঙ্কিটের তরফে কোনও সরকারি প্রতিক্রিয়া জানানো হয়নি। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে এবং ডেলিভারি কর্মী নিজে এই অভিজ্ঞতা শেয়ার করেন Instagram-এ।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মহিলার রাতের অর্ডারেই বিপদের আঁচ! ইঁদুর মারার 'বিষ'...? খটকা লাগতেই যা করলেন তামিলনাড়ুর 'ব্লিঙ্কিট' ডেলিভারি কর্মী
Next Article
advertisement
West Bengal Weather Update: আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
  • আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে

  • উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা

  • ঘন কুয়াশায় সকালের দিকে দৃশ্যমানতা কম থাকবে উত্তরবঙ্গে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement