Sunita Williams: ঘরে ফেরার আনন্দে উচ্ছ্বসিত সুনীতা, বুচ উইলমোররা ! তাঁদের মহাকাশযান কখন ফ্লরিডা উপকূলে নামছে, সময় জানাল নাসা

Last Updated:

Sunita Williams Return Date and Time: আমেরিকার ফ্লরিডার উপকূলে স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫টা ৫৭মিনিটে তাঁরা নামবেন। ভারতীয় সময় অনুযায়ী যা বুধবার ভোর সাড়ে ৩টে।

ফ্লরিডা উপকূলে সুনীতারা কখন নামবেন Photo: PTI
ফ্লরিডা উপকূলে সুনীতারা কখন নামবেন Photo: PTI
ওয়াশিংটন: সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে পৃথিবীতে ফেরাতে মহাকাশে পৌঁছে গিয়েছে স্পেসএক্সের (SpaceX) মহাকাশযান। রবিবার সকালে ওই মহাকাশযান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নামে। যে চার মহাকাশচারী তাতে ছিলেন, তাঁরা বেরিয়ে আসেন এবং সুনীতাদের সঙ্গে দেখা করেন। সহকর্মীদের দেখে স্বভাবতই উচ্ছ্বসিত সুনীতা, বুচ‌ উইলমোররা। ওই চার জনের হাতে দায়িত্ব তুলে দিয়ে সুনীতারা এরপর ফিরবেন। আগামী বুধবার তাঁদের নিয়ে মহাকাশযান রওনা দেবে। আমেরিকার ফ্লরিডা উপকূলে স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫টা ৫৭মিনিটে সুনীতারা নামবেন। ভারতীয় সময় অনুযায়ী যা বুধবার ভোর সাড়ে ৩টে।
প্রায় ৯ মাস পরে মহাকাশ থেকে ঘরে ফিরতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। NASA-SpaceX-এর Crew-10 মিশন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস)-এ Crew-9-এর জাগয়া নেবে। Falcon 9 রকেটের মাধ্যমে NASA এবং SpaceX-এর উৎক্ষেপিত Crew-10 মিশনে চার নতুন মহাকাশচারী মহাকাশযানে গিয়েছিলেন। এই চার জন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর এবং অন্য দুই মহাকাশচারীর জায়গা নেবেন। তাঁরা হলেন, ১. নাসা কম্যান্ডার অ্যানি ম্যাকক্লেইন ২. পাইলট নিকোল আইরেস ৩. জাপানের স্পেস এজেন্সি JAXA-র মহাকাশচারী তাকুয়া ওনিশি ৪. রাশিয়ার রসকসমসের কসমোনট কিরিল পেসকভ ৷
advertisement
advertisement
বুধবার ঠিক কোন সময়ে তাঁদের মহাকাশযান পৃথিবীতে অবতরণ করবে, তা এত দিন স্পষ্ট ছিল না। রবিবার রাতে একটি বিবৃতি দিয়ে সময় জানিয়েছে নাসা। এই অবতরণ প্রক্রিয়া নাসা সরাসরি সম্প্রচার করবে। যা শুরু হয়ে যাবে আজ, সোমবার থেকেই।
advertisement
নাসা জানিয়েছে, সোমবার ভারতীয় সময় সকাল ৮টা ১৫ থেকেই সুনীতাদের অবতরণ প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার শুরু হয়ে যাবে। নাসার ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ার পেজে তা দেখা যাবে।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Sunita Williams: ঘরে ফেরার আনন্দে উচ্ছ্বসিত সুনীতা, বুচ উইলমোররা ! তাঁদের মহাকাশযান কখন ফ্লরিডা উপকূলে নামছে, সময় জানাল নাসা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement