Snake King Cobra Rescue Viral Video: কোনও ব্যপারই না, ১৬ ফুটের প্রকাণ্ড কেউটেকে খেলিয়ে বাগে আনলেন সুন্দরী মহিলা! দেখুন সেই ভিডিও...

Last Updated:

Snake King Cobra Rescue Viral Video: কেরালার মহিলা বন আধিকারিক জি.এস. রোশনি মাত্র ৬ মিনিটে ১৬ ফুট দীর্ঘ কিং কোবরা রেসকিউ করে সকলকে চমকে দিয়েছেন। ভিডিওটি ভাইরাল হতেই মানুষ তাঁর সাহস, দক্ষতা এবং শান্ত আচরণের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, দেখুন সেই ভিডিও...

কোনও ব্যপারই না, ১৬ ফুটের প্রকাণ্ড কেউটেকে খেলিয়ে বাগে আনলেন সুন্দরী মহিলা! দেখুন সেই ভিডিও...image - Screenshot from video given by @Susantananda3
কোনও ব্যপারই না, ১৬ ফুটের প্রকাণ্ড কেউটেকে খেলিয়ে বাগে আনলেন সুন্দরী মহিলা! দেখুন সেই ভিডিও...image - Screenshot from video given by @Susantananda3
তিরুবনন্তপুরম: একটি অবাক করা ও হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে বন বিভাগের বিট অফিসার জি.এস. রোশনিকে ১৬ ফুট লম্বা একটি বিশালাকার কিং কোবরাকে সাহসিকতার সঙ্গে উদ্ধার করতে দেখা গিয়েছে।
ভিডিওটি প্রাক্তন বন আধিকারিক সুশান্ত নন্দা শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, রোশনি একটি অগভীর জলের স্রোতে স্নেক ক্যাচিং স্টিকের সাহায্যে অত্যন্ত সতর্কতার সঙ্গে সাপটিকে সামলাচ্ছেন।
advertisement
ঘটনাস্থল এমন এক এলাকা, যেখানে সাধারণত গ্রামবাসীরা স্নান করতে যান। সেখানে হঠাৎ এই কিং কোবরা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন দপ্তরের র‍্যাপিড রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছায়। সেই টিমেই ছিলেন রোশনি। তিনি একটুও না ঘাবড়ে সাপ ধরার স্টিক দিয়ে কিং কোবরাকে নিয়ন্ত্রণে আনেন এবং কয়েক মিনিটের মধ্যেই নিরাপদে ধরতে সক্ষম হন। এরপর সাপটিকে জঙ্গলের গভীরে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়।
advertisement
সুশান্ত নন্দা ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “জঙ্গলের রানীদের প্রণাম।” তিনি জানিয়েছেন, এটি ছিল রোশনির প্রথম কিং কোবরা রেসকিউ, যদিও তিনি ইতিমধ্যে ৮০০-রও বেশি বিষাক্ত ও অবিষাক্ত সাপ উদ্ধার করেছেন। ভিডিওটি দেখে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বইছে।
advertisement
একজন ইউজার লিখেছেন, “কুইন হ্যান্ডেলড দ্য কিং।” আরেকজন লিখেছেন, “আইএএস অফিসারদের থেকেও বেশি সম্মান পাওয়া উচিত এই ধরনের ফিল্ড স্টাফদের।” আর একজন মন্তব্য করেছেন, “সালাম এই সাহসিকতাকে।”
advertisement
পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, জি.এস. রোশনি গত ৮ বছর ধরে কেরালার বন দপ্তরে কাজ করছেন। তিনি এতদিনে ৮০০-রও বেশি সাপ রেসকিউ করেছেন, তবে এই প্রথমবার তিনি কিং কোবরা সামলেছেন, এবং সেটিও করেছেন অনবদ্যভাবে। তিনি আজ শুধুমাত্র এক বন আধিকারিক নন, বরং প্রকৃত সাহসিকতার এক প্রতীক হয়ে উঠেছেন।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Snake King Cobra Rescue Viral Video: কোনও ব্যপারই না, ১৬ ফুটের প্রকাণ্ড কেউটেকে খেলিয়ে বাগে আনলেন সুন্দরী মহিলা! দেখুন সেই ভিডিও...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement